যেকোন ভিডিও কে বানিয়ে ফেলুন এ্যানিমেটেড ছবি , ছোট্ট একটি সফটওয়ার দিয়ে

video-to-gif-bdprozukti.blogspot.comআমাদের অনেক সময় gif ইমেজ তৈরী করার দরকার হতে পারে। কারও কাজে দরকার হয় আবার কেউ শখের বশে করতে পারেন । আপনার হয়ত কোন ভিডিও থেকে কিছু অংশ এ্যানিমেটেড ছবি আকারে নেওয়ার ইচ্ছা হল সেটি কিভাবে করবেন ? অনেক ভিন্ন উপায় আছে , সেরকম একটি উপায় হল ভিডিও টু গিফ করভারটার, অনেক ছোট একটি সফটওয়্যার এবং সম্পূর্ণ লাইসেন্স ফ্রি ।

অনেকি চিন্তা করতে পারেন একটা মুভি তো অনেক বড় এখান থেকে কিভাবে gif image নিবেন । এই সফটওয়্যার এর সাহায্যে পারবেন অতি সহজে । আপনি শুধু নির্ধারণ করে দিবেন ভিডিও টির কত মিনিট থেকে কত মিনিট আপনি ছবিতে রুপান্তর করতে চান । যদিও এই সফটওয়্যার এ কালার পাবেন ২৫৬ টি , তারপরও এর সাহায্যে তৈরী করতে পারেন খুব ভাল মানের এ্যানিমেটেড ছবি ।

ডাউনলোড করে নিন এখান থেকে ৮.২৩ মেগাবাইট

কিভাবে ব্যাবহার করবেন ঃ প্রথমে ওপেন করুন , তারপর ব্রাউজ এ ক্লিক করে আপনার পছন্দের ভিডিও আপলোড করুন ।
video-to-gif-bdprozukti.blogspot.com
এখন নিচের চিত্রের মত from - আপনি কত মিনিট কত সেকেন্ড থেকে gif করতে চান সেটি দেখিয়ে দিন , to-- আপনি কত সময় পর্যন্ত করতে চান সেটি দেখিয়ে দিন , তারপর সাইজ কত সেটা নির্ধারণ করে দিতে পারেন ।
video-to-gif-bdprozukti.blogspot.com
তারপর next দিন ।

এখন যে উইন্ডো আসবে এখান থেকে make gif বাটনে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে , এখান থেকে আপনি কোথায় সেভ করতে চান সেটি দেখিয়ে দিতে পারেন এবং আপনার ছবির না নির্ধারণ করে দিতে হবে ।
video-to-gif-bdprozukti.blogspot.com

পূর্বে প্রকাশিত এখানে

Level 0

আমি সাদিক রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাংকস ।

চরম সফটওয়্যার । শেয়ার করার জন্য ধন্যবাদ 😀

Level 0

ধন্যবাদ, ভাল লাগল।

many many thanks vai amar akta android games lagbe coll of duty please composed Kore deben

ভালো জিনিস