নিজের চেহারা দিয়ে তৈরি করুন এ্যানিমেটেড ছবি! (3D মডেল)

হ্যা এটা নিয়ে আগে একবার টিউন করেছিলাম। কিন্তু এবার মিডিয়াফায়ার লিঙ্ক সহ বিস্তারিত টিউন করলাম। 😀

নিজের ছবিকে এ্যানিমেটেড ছবিতে রুপান্তর করলে দেখতে কেমন হবে? কখনো ভেবে দেখেছেন কি? আর যারা গেম তৈরি করতে পারেন পারেন তারাতো নিজের ছবি দিয়েই গেম বানাতে পারবেন। হ্যা নিজের চেহারাকে এ্যানিমেটেড ছবি বা 3D মডেলে রুপান্তর করতে পারেন FaceGen Modeller নামের এই অসাধারন সফটওয়্যার দিয়ে। এ সফটওয়্যার দিয়ে খুব সহজেই 3D ফেস তৈরি করা যায়।

এক নজরে দেখে নিন সুবিধাগুলিঃ

  • ইচ্ছে মতো ছবি দিয়ে ফেস বানানো যায়।
  • ফেস যে কোন বয়সের বানাতে পারবেন।
  • এক ছবি দিয়েই ছেলে বা মেয়ের ফেস বানাতে পারবেন। 😛
  • মাউস দিয়ে ক্লিক করে বা ড্রাগ করে ফেসে অনেক রকম ইম্প্রেশন তৈরী করতে পারবেন।
  • Export করতে পারবেন 3D Studio (3DS), Maya ASCII (ma) ইত্যাদি সফটে।
  • আর ছবিকে JPEG, BMP ফরম্যাটে সেভ করতেও পারবেন।

আরও বিস্তারিত জানুন এখানে।

আগে

পরে

দেখুন কিভাবে ছেলে থেকে মেয়ে হচ্ছে। 😛

তারপর দেখুন তরুণী থেকে বৃদ্ধা হয়েছে। 😉

যেভাবে তৈরি করবেনঃ

নিচের চিত্রে মতো PhotoFit>Next>Load এ ক্লিক করে ছবি দিন।

তারপরের ধাপে চিত্রের মতো দেখিয়ে দিন।

তারপর Start Now তে ক্লিক করে ১-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর দেখবেন আপনার 3D মডেল তৈরি হয়ে গেছে। 😀
আরও বিস্তারিত জানতে এ ভিডিওটি দেখুন।

কিছু সতর্কতাঃ

  • দাঁত দেখা যায় এমন ছবি ব্যবহার করবেন না।
  • চশমাসহ ছবি ব্যবহার করবেন না।
  • মাথায় ক্যাপ বা টুপি পরিহিত ছবি ব্যবহার করবেন না।
  • আরো বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন।

তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করে ফেলুন।

ডাউনলোডঃ

FaceGen Modeller 3.4.1 সাইজ ৩৬ মেগাবাইট।

যেভাবে ফুল ভার্শন করবেনঃ

kg.exe ফাইল ওপেন করুন।
এখানে Site Code নামের একটা ঘর পাবেন। Site Code পাবেন হলো সফটওয়্যারের Help>Registration।

ঐখান থেকে Site Code টা কপি করে Keymaker এর Site Code নামের ঘরে পেস্ট করে Generate বাটনে ক্লিক করুন।
মনে রাখবেন স্পেস গুলা মুছে দিতে হবে।

এরপর সিরিয়াল কী পাবেন যা দিয়ে করে নিন ফুলভার্শন।

আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসান ভাই ভালো আছেন ? ভাই ডাউনলোডে দিলাম । ইন্ট্রো পড়ে তো বেশ মজার সফট বলেই মনে হচ্ছে । আর আপনি যখন বলেন ” তখন চোখ বন্ধ করে ভরসা করা যায় । ভাই ভালো থাকবেন ।

জটিল :))

চরম জিনিস , পরম কাহিনি।

চরম জিনিস দিয়া পরম কাহিনি করমু

ধন্যবাদ হাসান ভাই।

ভাই খুব ভালো লাগলো।আপনার মোবাইল নং টা কি আমাকে দেওয়া যাবে‍‌?
[email protected]

j…..o………..t………………i……………l……….

Level 0

ভাইজান ভাল আছেন? অনেক দিন পর কই ছিলেন ?
আগে নামাইয়া নেই
ধন্যবাদ

সেরাম জিনিস, ধন্যবাদ যোবায়ের সাহেব। 😛

Level 0

হাসান যোবায়ের ভাই, আমার কিছু পুরান ছবি আছে স্ক্যন করা।অনেক ঘোলা এবং অনেকটাই নষ্ট।ঠিক করার মত কোন বাবস্থা থাকলে যদি জানান তাহলে অনেক উপক্রিত হব।ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

জোস হইছে টিউন টা… প্রাকটিসে নাইমা যাইব এখনি

অগনীত ধন্যবদা
সময় পেলে একটা ‘ডু’ মারুন
কম্পিউটার সমস্যার সমাধান পেতে আমাদের গ্রুপে যোগদান করুন।
http://www.facebook.com/groups/pchelpcenter/

চশমাসহ ছবি ব্যবহার করবেন না………………………
তবে আপনার চশমাসহ ছবিটা কিন্তু দারুণ লাগছে…..বস!!!….হা…..হা…হা….

সাইজ দেখেই ভয় পেয়ে গেছি। প্রিয়তে নিয়ে রাখলাম। কারও pc পাইলে ফাকঁ তালে নামাই ফেলব।

ধন্যবাদ দিতে ভুলে গেলাম দেখি। অনেক অনেক ধন্যবাদ

ছেলে থেকে মেয়ে কিভাবে করতে হয়।

হাসান ভাই ধন্যবাদ

আমার আগের কমেন্টা এখানে নাই দেখতে পারছি,
যা হোক আমি এইটা এক্টিভ্যাট করতে পারতেছিনা,সব নিয়মই ফলো করেছি আর কোন কারন আছে কিনা জানা থাকলে জানানোর আবেদন রইল।

ভালোই তো। দেখি কেমন পারি।

অসাধারণ সফটওয়্যার
ধন্যবাদ শেয়ার করার জন্য

হাসান ভাই,
প্লিজ নোকিয়া n S60 3rd version নিয়া আলোচনা করেন game, application, theme,

Hasan vai koi apne …………………….?
amar dake shara den please………….!