Newfolder.exe নামক Virus সহ বিভিন্ন মারাত্বক ভাইরাস গুলো আপনার পিসি, পেন-ড্রাইভ অথবা মেমোরি থেকে বিদায় করুন।

আস্-সালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।

কয়েক সপ্তাহ্ কম্পিউটার এবং ইন্টারনেট থেকে দূরে ছিলাম, কিন্তু আজ আবার এগুলোর সংস্পর্শে আসার সুযোগ পেয়ে নতুন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

আপনারা হয়তো পোষ্টের শিরোনাম পড়েই বুঝে গেছেন আজকে আমি কোন বিষয় সম্পর্কে আলোচনা করব।

হ্যা! আমি আজ কম্পিউটারের একটি গুরত্বপূর্ণ ভাইরাস সহ বিভিন্ন ভাইরাসের আক্রমন এবং এ থেকে বাচার উপায় সম্পর্কে আলোচনা করব।

প্রকৃতপক্ষে এগুলোর আক্রমণের শিকার হননি এমন কম্পিউটার ইউজার পৃথিবীতে খুব কমই রয়েছেন।

Newfolder.exe কি?

এটি এমন একটি মারাত্বক ভাইরাস, যা সহজেই যে কোন পেন-ড্রাইভ, মেমোরি অথবা পিসি থেকে অন্য কোন পেন-ড্রাইভ, মেমোরি অথবা পিসিতে ছড়াতে পারে।

এই ভাইরাস টি মূলত একটি মেমোরি তে প্রবেশের পর থেকে কয়েক ঘন্টা অথবা কয়েক দিনের মধ্যে উক্ত মেমোরি কে নষ্ট করে দিতে পারে। সুতরাং বুঝতেই পারছেন ভাইরাসটির ভয়াভহতা সম্পর্কে।

অনেকক্ষেত্রে এই ভাইরাস টি কে অনেক এন্টিভাইরাস ডিলেট করতে পারেনা যার কারণে এটি একটি মারাত্বক ঝামেলার কারণ হয়ে দাড়ায়।

এই ভাইরাস টির সম্পর্কে নিচে আরো কয়েকটি তথ্য দেয়া হলো-
• সব ড্রাইভে ".exe" নামক ভাইরাস টি একই নাম ভিত্তিক ফোল্ডার তৈরি করতে পারে। এবং যা ডিলিট করলেও প্রকৃতপক্ষে ডিলিট হয় না। পরবর্তীতে পুনরায় দেখা যায়।
• এটি task manager এবং folder option গুলোকে disabled করে দেয়। এছাড়া আপনি registry ওপেন করতে পারবেন না কারন এটি administrator এটাকে disabled করে দেয়। এছাড়া এটি আপনার pen drive এর ক্ষতি সাধন করে এবং আপনার কম্পিউটার কে slow করে দেয়।
• এই ধরনের সমস্যা থেকে পরিত্রানের উপায় হিসেবে security team তৈরি করেছে Newfolder.exe Virus removal নামক সফটওয়্যার।
এই ভাইরাস এর প্রকৃত নাম হল Iddono। এই threat টি আপনার হার্ড-ডিস্ক থেকে ফাইলগুলো কপি করে থাকে। Iddono এর value হচ্ছে newfolder.exe।
.
True Sword সফটওয়্যার ব্যবহার করে Newfolder.exe সহ বিভিন্ন সমস্যার সমাধান:-
True Sword সফটওয়্যারটি 36,96,326 এরও বেশী বিভিন্ন threats খুজে বের করে এবং তা কিছু সময়ের মধ্যেই নিষ্কাশন করে বিশেষ করে trojans, spyware, adware, riskware, problemware, keyloggers, dialers এবং অন্যান্য malicious প্রোগ্রাম-গুলোকে। পাশাপাশি True Sword কম্পিউটার কে malicious প্রোগ্রাম গুলো হতে রক্ষা করে থাকে। True Sword মূলত hard disks এবং registry কে Scan দেয়, এবং যেকোন manifestation মানে malicious programs গুলো কে ধ্বংস করে দেয়। অনেক স্ট্যান্ডার্ড anti-virus সফটওয়্যার privacy breakers এর বিরুদ্ধে কিছুই করতে পারেনা কিন্তু এটি এর সম্পূর্ন নিরাপত্তা প্রদান করে থাকে।

Trojans, spyware, adware, trackware, dialers এবং keyloggers থেকে বাচতে! এবং উল্লিখিত ভাইরাস গুলো ডিলিট করতে..

নিচের লিংকটি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন-
Download True Sword now for free

এছাড়াও আপনি সফটওয়্যারটির কার্যপ্রণালী নিচের ভিডিও থেকে দেখে নিতে পারেন-
ভিডিও লিংক

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে নিয়ে নিন দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান।

ITsolution page

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া এটা কি Freeware Software?

Shariful Islam ভাই download হইসে কিন্তু downloading addictional files failed দেখাছে……।

    @tousif rehman: Failed দেখানোর পর Retry আসবে, আপনি Retry দিন ঠিক হয়ে যাবে।

      @Shariful Islam: retry দিছি কিন্তু failed দেখছে !!!!!

        @tousif rehman: Retry দেওয়ার সময় অবশ্যই আপনার পিসিতে নেট কানেকশন একটিভ থাকতে হবে। কারন, সফটওয়্যার টি নেট থেকে তখন কিছু ফাইলস ডাউনলোড করে থাকে।

Level 2

বিস্তারিত লিখলে ভালো হতো।

    @mahmudkoli: আপনার যেখানে সমস্যা হয় তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।