নিয়ে নিন Advanced System Care Ultimate 7 সাথে সকল ফিচার উপভোগ করুন ফ্রি আর অনলাইন আপডেট সাপোর্টতো আছেই…

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভাল এবং সুস্থ আছেন। আজকে নিয়ে হাজির হলাম এডভান্সড সিস্টেম কেয়ার আল্টিমেট .৭.০ ফুল ভার্সন নিয়ে। এডভান্সড সিস্টেম কেয়ার এর নাম শোনেননি বা ব্যবহার করেননি এমন লোক খুজে পাওয়া দুষ্কর।  এটি একাধারে পিসি পারফর্ম্যান্স বুস্টার, সিস্টেম বুস্টার আর এন্টিভাইরাস। এটি উইন্ডোজ ৭ এর সাথে উইন্ডোজ ৮ ও উইন্ডোজ ৮.১ এও সাপোর্ট করে।

কি কি আছে এই একটি মাত্র সফট্‌ওয়্যারএর মধ্যে?

উইন্ডোজ এর রক্ষনাবেক্ষনঃ

  • ১.স্পাই ওয়্যার রিমুভাল [স্ক্যান করে কম্পিউটার থেকে স্পাই ওয়্যার ও এ্যাড ওয়্যার রিমুভ করে]
  • ২.রেজিস্ট্রি ফিক্স [রেজিস্ট্রি ক্লিন করে পিসি-র কার্যক্ষমতা বৃদ্ধি করে]
  • ৩.প্রাইভেসি সুইপ [কম্পিউটারের এবং ব্রাউজারের হিস্ট্রি রিমুভ করে]
  • ৪.জাঙ্ক ফাইল ক্লিন করে ড্রাইভের জায়গা বাড়ায়।

টিউন-আপ (উইন্ডোজের কর্মদক্ষতা বৃদ্ধির এ্যাডিশনাল কিছু টুল)

  • ১. ডিস্ক ক্লিনার
  • ২. ডিস্ক ডক্টর
  • ৩. ফাইল শেডার
  • ৪. গেম বুস্টার
  • ৫. ইন্টারনেট বুস্টার
  • ৬. স্মার্ট ডিফ্রাগমেন্টার
  • ৭. নেটওয়ার্ক মনিটর
  • ৮. রেজিস্ট্রি ডিফ্রাগ
  • ৯. স্মার্ট র‍্যাম (র‍্যামের স্পেস বৃদ্ধি করে)
  • ১০. সর্টকাট ফিক্সার
  • ১১. আর IObit security 360
  • সাথে আরও অনেক কিছু....

নিরাপত্তার জন্য আছেঃ

  • ১. ড্রাইভার ব্যাকআপ
  • ২. IE সিকিউরিটি এ্যাসিস্টান্ট
  • ৩. সিস্টেম ব্যাকআপ
  • ৪. সিস্টেম ফাইল চেকার
  • সাথে আরও অনেক কিছু....

এ্যাডমিন টুল হিসেবে আছেঃ

  • ১. অটো শাট ডাউন
  • ২. ক্লোনড ফাইল ফাইন্ডার
  • ৩. কন্টেক্সমেনু ম্যানেজার
  • ৪. ডিস্ক এক্সপ্লোরার
  • ৫. রিস্টোর সেন্টার
  • ৬. IObit আন ইন্সটলার
  • ৭. স্টার্ট আপ ম্যানেজার
  • ৮. সিস্টেম ইনফরমেশন
  • ৯. উইন্ডোজ ম্যানেজার
  • সাথে আরও অনেক কিছু....

আরও আছেঃ

  • ১. সিস্টেম অপটিমাইজেশন (সিস্টেম রিপেয়ার ও অপ্টিমাইজ করে)
  • ২. সিকিউরিটি ডিফেন্স (কম্পিউটারে ক্ষতিকর স্পাইওয়্যার ইন্সটল হওয়া থেকে বিরত রাখে)
  • ৩. ডিস্ক ডিফ্রাগমেন্ট
  • ৪. সিকিউরিটি এনালাইজার (উইন্ডোজের হাইজ্যাকড সেটিংস পুনরুদ্ধার করে)
  • সাথে আরও অনেক কিছু....

সেই সাথে পুর্ন ফিচারের এন্টিভাইরাসঃ যা আপনাকে একই সাথে দেয় সব ধরনের ভাইরাসের হাত থেকে সুরক্ষা। এটি আপনার ইন্টারনেট নিরাপত্তাও বিধান করে।

দেখে নেই কিছু স্ক্রীনসটঃ

***যাদের উইন্ডোজের কপি জেনুইন নয়, তারা Vulnerability Fix অপশনটি আন-চেক্‌ড রাখবেন।

আসুন এবার ডাউনলোড করা যাক।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (৫৮.৮ মেগা বাইট)

প্যা-চ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (৯০০ কিলোবাইট)

আগেও এই সফটওয়্যার শেয়ার করা হয়ে থাকলেও অনলাইনে ডাটাবেজ আপডেট করা সম্ভব ছিল না। কিন্তু এটিতে অনলাইনে ডাটাবেজ আপডেট করা যাবে।

আসুন দেখে নেই কিভাবে প্যাচ করবেনঃ

১. প্রথমেই asc-ultimate7-setup.exe ইন্সটল করুন।

২. এবার প্যা-চ আর্কাইভটি ডিকম্প্রেস করে নিন এবং এর ভিতরের ফাইলটিতে Right click করে Run as administrator এ ক্লিক করে প্যা-চ করে নিন।

৩. ভিতরে প্রয়োজনীয় লাইসেন্স কী এবং ইন্সটল করার পদ্ধতিও দেওয়া আছে।

লাইসেন্স এক্টিভ করার সময় ইন্টারনেট ডিসকানেক্ট করার কোন প্রয়োজন নেই।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই আশা বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। রসদ পেলে শীঘ্রই আবার টিউন নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice. Thanks for sharing.

Level 2

ভাই এইঢাত আগেরই আছে

Level 2

-:[Install Notes]:-
——————-
==> Run the setup
==> When Finish Installation, First UpDate Your “Advanced SystemCare Ultimate”
==> Then Click ‘Settings’ > ‘Autoupdate’
==> Click “specify proxy server” > Put Host:777.777.777.777 / Port:777
==> Then Click Apply (for save settings)
==> Enjoy …

———————–
-:[<<>>]:-
———————–
96E23-CA2E1-9A3BA-874D6
———————–
60D9F-7CDB1-8F71E-84D66
———————–
55377-C3F35-752FA-1A4D6
———————–
B23FF-E9D56-C79CC-4D6D6
———————–

Level 2

ভাই আমারটাত 59.7 এমবি
File Verssion 7.0.1.589
আপনারটা File Verssion কত একটু জানান

    @kalamfaim: ফাইল ভার্সন একই। কিন্তু আপনি প্রক্সিব্যবহার করেছেন যার ফলে অনলাইন আপডেট প্রথমেই করতে হচ্ছে। আমার শেয়ার করা প্যাচ ফাইলের মাধ্যমে আপনই যে কোন সময়ই অনলাইনে আপডেট করে নিতে পারবেন। অর্থাৎ Direct connection। কোন প্রক্সির ঝামেলা নেই। ধন্যবাদ।

Level 2

চমৎকার আমিও ব্যবহার করতেছি

MY HAVE ZBIGZ (www.zbigz.com) PREMIUM ACCOUNT (5 DAYS) .IF U NEED THIS ACCOUNT,FAST U GIVE ME WPA/WPA2 WIFI HACK WORDLIST TORRENT FILE OR DOWNLOAD LINK.IF U GIVE CORRECT FILE OR LINK. REPLY MAIL I GIVE U PREMIUM ID AND PASSWORD. my mail ([email protected])

Level 0

download problem

Level 0

avast এর পাশাপাশি এইটা চালালে কি prob হবে?????????

Level 0

vai . amto jhamelay asi. amartato boltese. notun LICENCE kine nite active hosse na. internet active thakleo na. deactive thakleo. na. jodi paren ektu help koren.

ভাই এটা ট্রোজান জেনেটিক হিসাবে এন্টিভাইরাস ডিটেক্ট করে 🙁 । আর প্যাচ ফাইল টা ডিকম্প্রেস করার সাথে সাথে এন্টিভাইরাস প্যাচটারে খেয়ে ফেলে । তারপরেও প্যাচ দিয়ে ফুল ভার্সন করলাম । পরে কোন প্রব্লেম হবে না তো । তয় আপডেট নিতাছে 😛 =D

296EB-880A1-8E79B-B0AB4 pro key 7.3 date 15.02.2015

Thanks আশরাফুল খন্দকার . অনেক জায়গায় চেষ্টা করার পর পেলাম । date টা যদি বাড়ানো যায় তাহলে ভালো হয়।