কমার্সিয়াল সফটওয়্যারের সাতকাহন [পর্ব-০১] :: AutoCAD এর সাত কাহন! AutoCAD Free Download করা যায় কী? AutoCAD এর ফ্রি ফুল ভার্সন আছে কী?

প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি সবাই ভাল আছেন। এখন থেকে নিয়মিত আবার নতুন টিউন নিয়ে আমরা হাজির হলাম আপনাদের কাছে। আর টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

AutoCAD ফ্রিতে ডাউনলোড করার জন্য কি সার্চ ইঞ্জিনে দিনভর কাটিয়ে দিলেন, তাও এর ডাউনলোড লিংক পাননি? অথবা CAD সফটওয়্যার কিনতে না চান তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যায় CAD সফটওয়্যার কি ফ্রিতেই ডাউনলোড করা যায়?

AutoCAD সফটওয়্যার এর ফ্রি ভার্সন রয়েছে কিনা এই প্রশ্নের সঠিক উত্তর আপনার দৃষ্টিকোণের উপর নির্ভর করে "হ্যা" অথবা "না" হবে।

Autodesk কোম্পানি প্রায় বিশ বছর আগে এই AutoCAD এর 2D এবং 3D CAD (computer-aided design) সফটওয়্যার ডেভেলপ করেছে। আর এই সফটওয়্যারটিকে অনেক CAD সফটওয়্যার এর দাদা হিসেবে বিবেচনা করা হয়। এই সফটওয়্যার এর ডেস্কটপ অ্যাপ্লিকেশানটি 1982 সালে বাজারে উন্মুক্ত করেছিল, আর ২০১০ সালের দিকে AutoCAD সফটওয়্যার এর মোবাইল ভার্সন রিলিজ করেছিল।

এছাড়াও, AutoCAD অনেক অনেক ফিচার থাকার কারনে এটিকে বহুমুখি কাজ সম্পাদন করার একটি টুলস বানিয়েছে। আর এর ব্যবহারকারীরা solids, surfaces, এবং mesh objects এর সাহায্যে 2D এবং 3D model এ কাজ করতে পারে, আর এর add-on apps এবং APIs এর মাধ্যমে এই সফটওয়্যারটিকে সম্পূর্ণ কাস্টমাইজ করে নিজের মত ইন্টারফেসে সাজানো সম্ভব।

AutoCAD সফটওয়্যারটিকে অনেক খাতেই ব্যবহার করা হয় যেমনঃ আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, ম্যানেজমেন্ট এবং অন্যান্য অনেক খাতেই এই সফটওয়্যার এর ব্যবহার করতে দেখা যায়। অতএব, AutoCAD এর ফুল ভার্সন যে ফ্রিতে হবে না তা এমনিতেই ধারনা করা যায়।

তবে, আপনি যদি AutoCAD সফটওয়্যারটি কিনতে চান তাহলে তা কেনার আগে এর ট্রায়াল ভার্সন ব্যবহার করে দেখতে পারেন যেখানে আপনি একদম ফুল ভার্সনের ফিচারগুলো উপভোগ করতে পারবেন ফ্রিতেই। আর আপনি যদি ছাত্র বা শিক্ষক হন তাহলে AutoCAD সহ Autodesk এর অন্যান্য সফটওয়্যার প্রোগ্রামগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও AutoCAD এর অন্যান্য বিকল্প সফটওয়্যার রয়েছে।

আর আপনি যদি AutoCAD ফুল ভার্সন যদি আপনার বাজেটের বাইরে থাকে তাহলে আরও সাশ্রয়ী AutoCAD LT ভার্সন, আর আপনি এই টিউনের শেষে AutoCAD এর কিছু সেরা বিকল্প সফটওয়্যার নিয়ে আলোচনা করবো তা দেখতে পারেন।

AutoCAD এর ট্রায়াল ভার্সন এবং AutoCAD LT

ফুল ভার্সন

সর্বপ্রথমে, আপনি যদি AutoCAD এর ফুল ভার্সন ব্যবহার করতে চান, তাহলে এটা কেনার আগে তাদের অফিসিয়াল ওয়েব সাইট থেকে ৩০ দিনের ফ্রি ট্রায়াল ভার্সনটি ব্যবহার করা দেখতে পারেন, এটা আপনার সকল চাহিদা পূরণ করতে সক্ষম কিনা.০

  1. Download Free Trial বাটনে ক্লিক করুন
  2. কোন অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করবেন তা সিলেক্ট করুন। তারপরে, NEXT বাটনে ক্লিক করুন।
  3. অতঃপর সিস্টেম রিকোয়ারমেন্টস গুলো পড়ুন। তারপরে, NEXT বাটনে ক্লিক করুন।
  4. তারপরে ড্রপ-ডাউন মেনু থেকে "Business User" সিলেক্ট করুন। আপনি কোন ভাষাতে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে চান তা নির্বাচন করুন এবং NEXT বাটনে ক্লিক করুন।
  5. এখন Autodesk অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন। অথবা আপনার যদি আগে থেকেই Autodesk অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে Autodesk অ্যাকাউন্টে সাইন ইন করুন।
  6. আপনার বিজনেস এর তথ্য প্রদান করুন এবং NEXT বাটনে ক্লিক করুন।
  7. এরপরে মনোযোগ সহকারে ট্রায়াল নোটিশটি পড়ুন এবং BEGIN DOWNLOAD বাটনে ক্লিক করুন।
  8. ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন এবং ফ্রিতে AutoCAD এর ফুল ভার্সনের ট্রায়াল ভার্সন ব্যবহার শুরু করুন।

এডুকেশনাল ভার্সন

এডুকেশনাল ভার্সন হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য, যা Autodesk এর পক্ষ থেকে অফার করা হয়েছে আর এই এডুকেশনাল ভার্সন এর সফটওয়্যার গুলো ৩ বছরের জন্য দুইটি ব্যক্তিগত ডিভাইসে চালানো যাবে। নিচ থেকে কিভাবে AutoCAD এর ফ্রি এডুকেশনাল ভার্সনটিতে অ্যাক্সেস করবেন তা দেখে নিন।

  1. প্রথমে এই Autodesk Education Community পেইজে যান
  2. সফটওয়্যার এর লিস্ট থেকে AutoCAD সিলেক্ট করুন
  3. এখন Autodesk অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন। অথবা আপনার যদি আগে থেকেই Autodesk অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে Autodesk অ্যাকাউন্টে সাইন ইন করুন। এবং আপনার এডুকেশনাল প্রোফাইল সেট আপ করুন।
  4. এখন DOWNLOAD NOW বাটনে ক্লিক করুন
  5. আপনার পছন্দমত ভার্সন, অপারেটিং সিস্টেম এবং আপনার পছন্দসই ভাষা নির্বাচন করুন।
  6. অতঃপর আপনার ইমেইলে serial number এবং product key এর একটি মেইল পাঠানো হবে। এখন BROWSER DOWNLOAD বাটনে ক্লিক করুন।
  7. এরপরে, ফ্রি ভার্সনটি ইন্সটল করুন।
  8. CAD সফটওয়্যার ইন্সটল করার সময় তা আনলক করতে serial number এবং product key এন্টার করুন।
  9. আর আপনি যখন প্রথমবার এই সফটওয়্যারটি রান করবেন তখন লাইসেন্সটি একটিভ করুন।

AutoCAD LT

AutoCAD এর ৩০ দিনের ফ্রি ট্রায়াল পিরিয়ড উপভোগ করার পরে, আপনি আর তা ব্যবহার করতে পারবেন না। আর ৩০ দিনের ট্রায়াল ব্যবহার করার পরে আপনি AutoCAD এর প্রেমে পরে গেছেন এবং আপনি AutoCAD সফটওয়্যারটি ব্যবহার চালিয়ে যেতে চান কিন্তু সমস্যা হচ্ছে $1, 610 বা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা বার্ষিক সাবস্ক্রিপশন বহন করার মত সামর্থ্যও নেই?

এই ক্ষেত্রে, Autodesk একটি লাইট ভার্সন অফার করে থাকে, যার নাম AutoCAD-LT এবং এটি $380 বা প্রায় ৩২ হাজার টাকা বার্ষিক খরচ করতে হবে। আর অবশ্যই এই ভার্সন ব্যবহার করলে আপনি রেগুলার AutoCAD ভার্সনে যে সমস্ত উন্নত ফিচারগুলো ব্যবহার করেছেন তা এই লাইট ভার্সনে নাও থাকতে পারে। AutoCAD এবং AutoCAD-LT সবচেয়ে বড় পার্থক্য হল, AutoCAD-LT তে 3D মডেলিং এবং ভিজ্যুয়ালাইজেশন সাপোর্ট করে না।

AutoCAD 360 App

আপনি কি আপনার ডিজাইনের কাজ সম্পূর্ণ করার জন্যে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করার জন্য চিন্তা ভাবনা করছেন? তাহলে আপনি AutoCAD 360 অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে দেখতে পারেন। এটি AutoCAD এর ফ্রি ভার্সন যা স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছ, এটা দিয়ে আপনি বহুমখী কাজ সম্পাদন করতে পারবেন।

AutoCAD 360 অ্যাপটি AutoCAD এর ফাইল ভিউয়ার থেকেও বেশি কিছু। আপনি এই অ্যাপ দিয়ে DWG ওপেন এবং ভিউ করতে, সঠিক পরিমাপ তৈরি, জুম, ড্রয়িং প্যান করা, ফাইল ক্লাউডে সেভ করা এবং কলিগ এবং সহযোগীদের সাথে ডিজাইনের ফাইলটি শেয়ার করতে পারবেন।

আর আপনি যদি প্রতি মাসে $5 বা প্রায় ৪শ টাকা করে দিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি এর প্রো ভার্সনটি ব্যবহার করতে পারবেন। ফলে আপনি এই অ্যাপ এর প্রো ফিচারগুলো আনলক করতে পারবেন যেমনঃ ড্রয়িং করা, এডিট করা, মুভ এবং অবজেক্ট গুলোকে স্কেল করতে পারবেন। আর যদিও স্মার্টফোন ভার্সন AutoCAD 360 অ্যাপটি ফ্রিতে নাও পেতে পারেন তবুও এটি আপনাদের জন্য AutoCAD এর ফুল ভার্সন থেকে অনেক বেশি সাশ্রয়ী হবে।

তবে প্রো এবং ফ্রি AutoCAD 360 উভয় ভার্সনই AutoCAD এর থাকা কোর ফিচারগুলোই নেই। যাইহোক, স্মার্টফোন অ্যাপটি তাদের জন্য বেশ উপকারী হতে পারে যাদের চলার পথে 3D ডিজাইন দেখা এবং এডিট করার দরকার পরে।

ফিচার সমূহ

AutoCAD হচ্ছে বাজারের সবচেয়ে পরিপক্ক এবং স্ট্যাবল CAD সফটওয়্যার। ফলে এই সফটওয়্যার দিয়ে আপনি অনেক উন্নত মানের ডিজাইন করতে পারবেন এবং এই সফটওয়্যারটি ফুল প্যারামেট্রিক মডেলিং সাপোর্ট করে।

সহজ কথায় বলতে গেলে, এই সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের ডিজাইনের কাঠামো নিয়ন্ত্রণ করে রুল অ্যাপ্লাই বা কন্সট্রেইন রেখে ডিজাইনে পরিবর্তন করতে পারে। আর যখনই কোন কন্সট্রেইন এর ভ্যালু চেঞ্জ করা হয় তখনই পুরো ডিজাইনটি অটোমেটিক চেঞ্জ হয়ে যায়।

এই CAD সফটওয়্যারটি 1982 সালে প্রথম প্রকাশের পর থেকে অনেক দীর্ঘ পথ অতিক্রম করেছে। বর্তমানে AutoCAD তাদের সফটওয়্যারে বিভিন্ন ইন্ড্রাস্ট্রিকে টার্গেট করে অনেক অনেক ফিচার এবং ইন্টেলিজেন্ট অবজেক্ট যুক্ত করেছে বিশেষকরে architecture, mechanical engineering, electrical design এবং আরও অনেক।

লেটেস্ট ভার্সন AutoCAD 2020 এ অনেকগুলো নতুন ফিচার এবং ইম্প্রুভমেন্ট রয়েছে যা এই প্রোগ্রামকে CAD সফটওয়্যার এর শীর্ষ স্থানে রাখে। AutoCAD 2020 এ নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছেঃ

  • ডেস্কটপ, মোবাইল এবং ওয়েব জুড়ে রয়েছে ইম্প্রুভ ওয়ার্কফ্লো ইন্টিগ্রেশন
  • ক্লাউড স্টোরেজ কানেক্টিভিটি
  • নতুন ব্লকস প্যালেট ফিচার, যা ব্যবহারকারীদের ভিজ্যুয়াল গ্যালারী থেকে সর্বশেষ ব্যবহৃত লিস্ট থেকে ব্লক ইন্সার্ট করতে দেয়
  • কুইক মেজার
  • ডার্ক থিম
  • পারফর্মেন্স ইম্প্রুভমেন্টস

মনে রাখবেন, উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য AutoCAD ফ্রি অথবা পেইড ভার্সনের ফিচারে কিছুটা পার্থক্য রয়েছে। আরও বিস্তারিত জানতে AutoCAD এর ওয়েবসাইটের এই টেবিলটি একবার দেখুন।

যেভাবে শুরু করবেন

আপনি যদি AutoCAD এর ট্রায়াল সফটওয়্যারটিকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রথমে বেসিক কমান্ডগুলো জানতে হবে। ভাগ্যক্রমে, Autodesk একগুচ্ছ আকর্ষণীয় এবং মূল্যবান কোর্স অফার করে থাকে। এছাড়াও আপনি Autodesk Knowledge Network এবং Hitchhiker’s Guide to AutoCAD Basics এই লিংকে বিভিন্ন সহায়ক টিউটোরিয়াল এবং গাইডলাইন পেয়ে যাবেন যা AutoCAD শেখার জন্য অত্যন্ত সহায়ক হবে।

এছাড়াও “Autodesk University” থেকে প্রদত্ত ফ্রি AutoCAD কোর্সগুলোও করতে পারেন।

ফ্রিতেই অটোক্যাডের বিকল্প

যদি বছরে $1, 610 বা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা বার্ষিক সাবস্ক্রিপশন বহন করার মত সামর্থ্য না থাকে, তহলে ফ্রিতেই AutoCAD এর বিকল্প কিছু সফটওয়্যার রয়েছে যা তুলনামূলক ফিচার অফার করে থাকে। এগুলোর মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে FreeCAD, OnShape, এবং nanoCAD।

FreeCAD

AutoCAD এর সেরা বিকল্প প্রোগ্রামের মধ্যে একটি হল FreeCAD, এটি ওপেন সোর্স এবং অত্যন্ত এক্সটেনসিবল ফ্রি 3D CAD সফটওয়্যার। FreeCAD তে রয়েছে শক্তিশালী ফিচার আর এজন্যই Autodesk এর AutoCAD বাণিজ্যিক সফটওয়্যারের সাথে তুলনা করা যায়, কারণ এটিও (FreeCAD) ফুল প্যারামেট্রিক মডেলিং সাপোর্ট করে।

প্রাথমিকভাবে FreeCAD এ বাস্তব জীবনের অবজেক্টগুলি যে কোনও আকারের 3D ডিজাইন তৈরি করা যায়। আর এই প্যারামিট্রিক মডেলিং করার ক্যাপাবিলিটি আপনার 3D ডিজাইনটিকে সহজে মডিফাই করার সুবিধা প্রদান করে।

এটি ওপেন সোর্স প্রোগ্রাম হওয়ায় এর ফিচার সেটটি কমিউনিটির চাহিদার প্রতি নজর রাখে। তবে প্রথম প্রথম FreeCAD আপনার কাছে কিছুটা অন্যরকম লাগতে পারে বিশেষ করে এর ইউজার ইন্টারফেস। আর আপনি যদি ফ্রিতেই CAD সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে FreeCAD সফটওয়্যারটি দুর্দান্ত ফিচার সম্বলিত দারুণ একটি সফটওয়্যার, এটি ব্যবহার করতে পারেন।

FreeCAD সফটওয়্যার modular architecture অফার করে থাকে, যার মাধ্যমে আপনি মূল অ্যাপ্লিকেশানে প্লাগইন মাউন্ট বা অ্যাড করতে পারবেন। এটি Sketcher নামের ফিচারও অফার করে থাকে যার মাধ্যমে এই সফটওয়্যার এর সীমাবদ্ধতা সমাধান করতে পারবেন, আপনি এই সফটওয়্যার দিয়ে 2D সেপ স্কেচ করতে পারবেন, রোবট সিমুলেশন এর মাধ্যমে রোবটের মুভমেন্ট স্ট্যাডি করতে পারবেন এবং Path module হচ্ছে মেকানিকাল মেশিন ডিজাইন করার জন্য ডেডিকেটেড টুলস যেমনঃ milling (CAM) এবং G code এর আউটপুট, ডিসপ্লে এবং এডজাস্ট করা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।

OnShape

ফ্রিতে AutoCAD এর বিকল্প প্রোগ্রামের সন্ধান করছেন? OnShape সফটওয়্যারটি ব্যবহার করে দেখুন।

OnShape হচ্ছে ইঞ্জিনিয়ারিং-গ্রেডের CAD সফটওয়্যার যা SolidWorks এর প্রাক্তন ডেভেলপাররা তৈরি করেছিল। এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছিল পুরো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কফ্লোকে একটি টুলসের মধ্যে একত্রিত করার উদ্দেশ্যে। এছাড়াও এর বিস্তৃত ফিচার সেট আপনাকে প্যারামিট্রিক মডেলিংয়ে ডিজাইন করার ক্ষমতা প্রদান করবে, পাশাপাশি জটিল ডিজাইনের জন্য ডিজাইনের বিভিন্ন অংশ আলাদাভাবে সিমুলেট করতে পারবেন।

এন্টারপ্রাইজ-গ্রেড CAD সফটওয়্যার এর জন্য সম্ভাব্য সকল ফিচার সেট দিয়ে সফটওয়্যারটি সাজানো হয়েছে, এছাড়াও Onshape ব্যবহার করে ওপেন সোর্স প্রোজেক্ট গুলো ফ্রিতেই করতে পারবেন। তাছাড়াও Onshape ক্লাউড সার্ভিস ও প্রদান করে থাকে। এর ফলে Onshape জনপ্রিয় সকল সিস্টেম কাজ করে এমনকি iOS এবং Android।

এই ফ্রি CAD সফটওয়্যারটির আকর্ষণীয় ফিচার হচ্ছে "collaborative mode"। ইন্সটল করা CAD এবং PDM বিপরীতে, Onshape এর ব্যবহারকারীরা যেকোন যায়গা থেকে তাদের করা ডিজাইনে অ্যাক্সেস করতে এবং মডিফাই করতে পারে ফলে টিম ওয়ার্ক করতে অনেক সুবিধা হয়। আর এর আরেকটি আকর্ষনীয় ফিচার হচ্ছে মাস্টার ডিজাইন সেভ না করেই ম্যানেজ করা বা বিভিন্ন ফাইল ভার্সনের ট্রাক রাখা ইত্যাদি।

এই সফটওয়্যারটির ফ্রি ভার্সনে আপনি একসাথে দশটি প্রোজেক্টে বিনামূল্যে কাজ করতে পারবেন।

nanoCAD

nanoCAD এর বেসিক ভার্সন হচ্ছে অরেকটি অসাধারণ ফ্রি CAD সফটওয়্যার। এর আরেকটি উদাহরণ হচ্ছে একটি কোম্পানি সমাজের জন্য ভালো কিছু করছে যার ফলে অন্যরা অনুপ্রাণিত হচ্ছে। আর এই সফটওয়্যার এর ইউজার ইন্টারফেসটি Autodesk এর AutoCAD এর আদলে ডিজাইন করা হয়েছে। সুতরাং nanoCAD থেকে AutoCAD স্যুইচ করলেও কোন সমস্যায় পরবেন না।

পেশাদারিত্বের দিকে নজর রেখে, nanoCAD প্যারামেট্রিক মডেলিং সাপোর্ট করে, ফলে আপনি পুরানো ডিজাইনগুলো পুনরায় দেখে নিতে পারবেন এবং সেগুলোকে নতুন আঙ্গিকে সাজাতে পারবেন। এছাড়াও এর একটি আসাধারণ ফিচার রয়েছে যার মাধ্যমে নিয়মিত অনেকগুলো কাজ অটোমেটিক করতে পারবেন। AutoCAD এর মত এতে রয়েছে দরকারী spreadsheet এডিটর।

তাছাড়াও ইউজারদের জন্য এতে রয়েছে অনেক অনেক ফিচার। আর ফ্রি CAD সফটওয়্যার এর কার্যকারিতা বিভিন্ন প্লাগইন ব্যবহার করে বাড়ানো যেতে পারে। এছাড়াও nanoCAD এ রয়েছে অসাধারণ ইন্টারফেস, শক্তিশালী ড্রাফটিং এবং ডিজাইনিং টুলস, নেটিভ DWG  কম্পাবিলিটি এবং ওপেন API।

আর আপনি যদি nanoCAD এর আরও গভীরে যেতে চান তাহলে “nanoCAD Plus” নামে তাদের একটি বাণিজ্যিক ভার্সন রয়েছে যা $180 বা প্রায় ১৫ হাজার টাকা। আপনার ফ্রি AutoCAD ভার্সনের ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরে বার্ষিক সাবস্ক্রিপশনের $1, 610 বা প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা থেকে অনেক বেশি সাশ্রয়ী।

শেষ কথা

আমার মনে হয় CAD সফটওয়্যার নিয়ে এই রকম টিউন আগে আপনারা কখনও দেখেননি। আমি চেষ্টা করেছি জনপ্রিয় CAD সফটওয়্যার AutoCAD থেকে শুরু করে ফ্রিতে AutoCAD এর বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করতে। তবুও আমি যেহেতু CAD নিয়ে বেশি কিছু জানি না তাই আমার ভুল থাকাটাই স্বাভাবিক। তো টিউনটি কেমন হল টিউনমেন্ট করে জানাবেন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস