অপেরাতে বাংলা নিয়ে ভুল ধারনার অবসান

অপেরা(Opera) তে বাংলা দেখা নিয়ে অনেকের ভুল ধারনা আছে। তারা বলেন বাংলা দেখা যায়না। ফালতু। উল্টাপাল্টা আসে। অথচ আমি দেড় বছর ধরে অপেরাতে সুন্দর বাংলা দেখে আসছি। যারা এসব বলে তারা ট্রাই না করেই বলে।

আমি কিছু সিম্পল স্টেপ মেনে চলি।

ধাপ সমূহঃ

১. অভ্র ইন্সটল করুন। ইন্ডিক সাপোর্ট ইন্সটল করুন (একইসংগেই হয়)
২. ফন্ট ফিক্সার দিয়ে সিয়াম রূপালী ফন্ট দিন। (অথবা আপনার যা পছন্দ)
৩. Tools মেনুতে যান।
৪. Preferences এ যান।
৫. Advance ট্যাব এ যান।
৬. Fonts এ যান।
৭. International Fonts ক্লিক করেন।
৮. Arabic ড্রপ ডাউন মেনু থেকে Begali সিলেক্ট করুন। প্রয়োজনীয় বা সুবিধামত ফন্ট দিন। (বড় ফন্টের জন্যে আদর্শলিপি ভাল)

তাছাড়া International Fonts বাটনের উপর ফন্ট সাইজের ঘরে ফন্ট সাইজ বাড়ানো যাবে।

প্রমানঃ

ফেসবুক

প্রজন্ম ফোরাম

Level 0

আমি মেরাজ০৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 349 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একাধারে গেমার, টেক টিউনার, মেকানিক, গেমার, গেমার, ফোরামার, গ্রাফিক্স ডিজাইনার, গেমার, গেমার, চ্যাটার, মুভি ওয়াচার....................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমার কিন্তু কোন কালে ভুল ধারনা ছিলনা অপেরা নিয়ে। দ্রুত ব্রাঊজিং জন্য অপেরা বেস্ট ,

    ঠিকই বলেছেন। সবাই বলে ফায়ারফক্স দ্রত। আমি কখনোই ফায়ারফক্সে দ্রুত ব্রাউজ করতে পারিনি। তবে স্ক্রিপ্টিং এর ব্যাপারে অপেরা দুর্বল এটা ঠিক 🙁

    Level New

    হুম।।ব্রাউজার শক্তিশালী কম। কিন্তু যা করে দ্রুত করে

আমিও অপেরা তে প্রথম থেকেই বাংলা ব্যবহার করছি।
অপেরা বেস্ট। আমার Avatar টাই দেখেন না 🙂

    ভাই Wha is Avatar?
    আমি আসলেই এই বিষয়ে জানতে আগ্রহী।

NOPE!!!!!!!!
দ্রুত ব্রাউজিং এ গুগল ক্রোমের আগে কেউ নাই!!
অপেরার টার্বো মোডও পারবেনা ক্রোমকে টেক্কা দিতে!

Level New

সাইফ ভাইয়ের সথে তাল মিলিয়েই বলব ক্রোম মনে সবচেয়ে দ্রুতগতির,কিন্তু আইই ৮-ও কিন্তু পিছিয়ে নেই।তবে আইই ৮ ক্র্যাশ করলে এর ট্যাব রিকভারি সুবিধাটি আসলেই কাজের।কেননা ক্রোমই বলেই আর যাই বলেন চালাবেন তো উইন্ডোজ দিয়েই নাকি?
আর অপেরা খুব সম্ভবত ইদানিং ঝামেলা করছে,ঢাকার অনেক আইএসপিতেই অপেরা দিয়ে ব্রাউজ করা যাচ্ছে না।কেউ কি এই সমস্যাটা খেয়াল করেছেন?
আর হ্যা টিউনটি অনেকেরই কাজে আসবে।কেননা এক্সপি পিসিতে অপেরা দিয়ে আসলেই ফায়ারফক্স বা ক্রোমের চেয়ে বাংলা লিখা খারাপ দেখা যায়।

    আইই ৮ ক্র্যাশ করলে এর ট্যাব রিকভারি সুবিধাটা কিন্তু অপেরা থেকেই নকল করেছে।

Level 0

আমি সব সময় অপেরায় বাংলা লেখা ঠিক মত দেখে আসছি, কোন স্টেপ মেনে চলার দরকার পড়েনি। তবে লেখতে সমস্যা হত, বর্তমান ভার্সনে এই সমস্যা নেই।

অপেরা টার্বো মোড ও পারবো না। কন কি , খাইসে এইডা গুগল কি বানাইলো? এইডা কি ব্রাউজার না অন্য কিছু।

    ক্রোম থেকেও অপেরা (অন্তত আমার) দ্রুত চলে।