গুগল ট্রান্সলেটারেশান দ্বারা বাংলা লেখা

আমরা জানি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে বিভিন্ন ভাষায় অনুবাদ করা যায় . কিন্তু দুঃখের বিষয় এই যে এতে বাংলা ভাষা নেই. কিন্তু  ট্রান্সলেটর এ বাংলা ভাষা না থাকলেও গুগল অভিধানে ও গুগল ট্রান্সলেটারেশান এ বাংলা ভাষার ব্যবহার হয়েছে . গুগল ট্রান্সলেটারেশান দ্বারা জিমেইল এ সরাসরি এবং একটি এডঅন দ্বারা ফায়ার ফক্স এ ফোনটিকে ( যেমন যদি লেখা হয় "ami Bangladesh ke ভালবাসি" লিখলে আসবে "আমি বাংলাদেশ কে ভালবাসি") বাংলা লেখা যায় . এই সুবিধা পেতে হলে
ফায়ার ফক্স এর ক্ষেত্রে :
১.প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/addon/8731 এই লিঙ্ক এ যান . এডঅন টি ইনস্টল করে ফায়ার ফক্স রিস্টার্ট করে নিন .
২.এবার টুলস মেনু থেকে এডঅনস এ ক্লিক করুন .
৩.google transliteration এর অপশনস এ ক্লিক করুন.CmdCapture 2010-03-04 07.56
৪. enable transliteration for text boxes too এর পাশের বক্স টি চেক করে দিন.CmdCapture 2010-03-04 08.07rere
৫. এখন আপনি ফায়ার ফক্স এর কোনো টেক্সট এরিয়ায় অথবা টেক্সট বক্স এ লিখতে গেলে দানে ভাষার একটি তালিকা আসবে . সেখান থেকে ড্রপডাউন মেনু থেকে Bengali নির্বাচন করে বাম পাশের বক্স টি চেক করে দিন .
এরপর থেকে টেক্সট বক্স এ ইংরেজি ( বাংলা উচ্চারণ) লিখে স্পেস দিলে সেটি বাংলায় রুপান্তরিত হবে .

জিমেইল এর ক্ষেত্রে :
জিমেইলে এই সুবিধা পেতে হলে
১. জিমেইলে লগ ইন করুন. এরপর সেটিংস এ ক্লিক করুন .CmdCapture 2010-03-04 08.00
২. এবার General ট্যাবে থাকা অবস্থায় Enable transliteration - type using phonetic English এর পাশের চেক বক্স এ চেক করে দিন .
৩. এবং Default transliteration language - এর ড্রপডাউন এ বাংলা সিলেক্ট করে দিন .CmdCapture 2010-03-04 08.05
যদি অপশনটি না থাকে তবে show all language অপশন এ ক্লিক করলে Default transliteration language অপশন টি চলে আসবে .
এখন মেইল কম্পোজ করতে গেলে ফরম্যাটিং বারের বায়ে (অবশ্য Rich formatting হতে হবে ) "অ" অক্ষর টি দেখা যাবে এই "অ"  অক্ষর টিতে ক্লিক করলে transliteration সক্রিয় হবে . এখন ম্যাসেজ বডি তে ইংরেজি ( বাংলা উচ্চারণ) লিখে স্পেস দিলে সেটি বাংলায় রুপান্তরিত হবে . transliteration বন্ধ করতে আবার এই "অ"  অক্ষর টিতে ক্লিক করলেই হবে ,

**কম্পিউটার এ ইউনিকোডের কোনো বাংলা ফন্ট ইনস্টল করা না থাকলে যেমন কোনো বাংলা সাইট দেখা যায় না তেমনি বাংলায় লেখাও যায় না . তবে http://unicodehelpcenter.blogspot.com বাংলা ফন্ট নামানোর পাশপাশি কম্পিউটার এ বাংলা কনফিগার করার পদ্ধতি এবং এই সাইট এই সফটওয়ার ছাড়াই বিজয় / ফোনেটিক / ইউনিজয় কিবোর্ড এর মাধ্যমে বাংলা লেখা যায় .

তথ্য সুত্র:  দৈনিক প্রথম আলো

Level 0

আমি জিয়াউস সামাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a professional full stack web developer.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস