বাংলা ভাষায় ভিসতা ও অফিস ২০০৭

আজকে এটা আমার প্রথম টিউন টেকটিউন্‌সে। তাই প্রথমেই সবাইকে বলে নেই যে লেখাই যদি কোনো ভুল হয় তবে আমাকে ক্ষমা করবেন।বিগত দেড় সপ্তাহ যাবত আমি টেকটিউন্সের পাঠক।তথ্য-প্রজুক্তির ব্লগিং এর ক্ষেত্রে টেকটিউন্স একটি অসাধারন প্লাটফরম। একবার টেকটিউন্সের প্রেমে পড়ে গেলে ছ্যাকা খাওয়ার কোন সম্ভবনা নেই।তাই টেকটিউন্সই সেরা। যাক অনেক কথা বললাম এবার কাজের কথাই আসি।

মাইক্রোসফট উইন্ডোজ ভিসতা অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস ২০০৭ (স্ট্যান্ডার্ড এডিশন) ব্যবহারকারীদের জন্য বাংলাদেশী বাংলা ইন্টারফেস প্যাক ব্যবহারের সুযোগ প্রদান করেছে মাইক্রোসফট। বাংলাদেশের ১৫ কোটি মানুষের জন্য মাইক্রোসফট তার লোকাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এর অধীনে এই ব্যবস্থা করেছে যাতে করে তথ্যপ্রযুক্তি ব্যবহারে ভাষা কোন প্রতিবন্ধ হয়ে না দাঁড়ায়। মাইক্রোসফট উইন্ডোজ ভিসতা ও মাইক্রোসফট অফিস ২০০৭ এ বাংলাদেশী বাংলার প্রচলন মাইক্রোসফট এর সেই প্রচেষ্টারই অংশ। মাইক্রোসফট লোকাল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এ বাংলাদেশী বাংলা চালু করার জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় মাইক্রোসফট এর সাথে কাজ করছে। এর বাইরে অনেক ভাষাবিদ, প্রযুক্তিবিদ ও ব্যবহারকারীগণ তাদের মতামত ও পরামর্শ দিয়ে বাংলা ভাষার প্রতি তাদের মমত্ববোধ প্রকাশ করেছেন। মাইক্রোসফট উইন্ডোজ ভিসতা অপারেটিং সিস্টেম ও মাইক্রোসফট অফিস ২০০৭ এর জন্য ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস প্যাক বিনামূল্যে ইন্টারনেট [এফইবি২১-মাইক্রোসফট.কম] থেকে ডাউনলোড করে ইংরেজি সংস্করণের উপর আলাদাভাবে ইন্সটল করে ব্যবহার করা যাবে। উইন্ডোজ ও মাইক্রোসফট অফিস এর ভবিষ্যত সংস্করণগুলোতে মাইক্রোসফট বাংলাদেশী বাংলা ইন্টারফেস প্যাক তৈরি করবে। কম্পিউটার ইন্টারফেইস উইন্ডোজ ভিসতা এবং মাইক্রোসফট অফিস ২০০৭ (স্ট্যান্ডার্ড এডিশন) বাংলায় করায় মাইক্রোসফট আশা করছে এর মাধ্যমে শিক্ষা, সরকারি-বেসরকারি সেবাসমূহে সুযোগ সৃষ্টি ও জনগণের ব্যাপক অংশগ্রণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের পথ অনেক মসৃণ হবে বলে আশা করেছে মাইক্রোসফট।

Microsoft office Language interface pack 2007-বাংলা ডাউনলোড করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন- এখানে

Microsoft windows Vista Language Interface Pack-বাংলা ডাউনলোড করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন-এখানে

ভাল লাগলে অনুগ্রহ করে কমেন্ট করবেন।এতে আমি পরবর্তীতে আরো টিউন করতে অনুপ্রানিত হব।

Level 0

আমি খালিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অবসরের একমাত্র সঙ্গী ইন্টারনেট। সময় পেলে বসে পড়ি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ব্লগ পড়তে। মাঝে মধ্যে নিজেই শুরু করে দেই ব্লগিং। ব্লগ পড়া ও লেখা দুটোই নেশার মত হয়ে গেছে। আমার সম্পর্কে আরো জানতে চাইলে ঢুঁ মারুন ফেসবুকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর হয়েছে।আমি ভিস্তা ব্যবহার করি ,আমার অনেক উপকারে লাগবে।টেকটিউনস পরিবারে আপনাকে স্বাগতম।

    অসংখ্য ধন্নবাদ।আপনারা যদি এভাবে অনুপ্রানিত করেন তবে পরবর্তিতে আরো টিউন করব। কিন্তু এক্তা বিশই নিয়ে চিন্তাই আছি। আমার মতামত গুলা পাবলিশ হচ্ছেনা।

Level 0

many thanks khalid.

http://bdjobs24.co.nr/

    আপনাকেও ধন্নবাদ। আপনার সাইট আমার ভাল লেগেছে।

খুবই কাজের টিউন ।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

সবাইকে অনেক ধন্নবাদ।সকেলের মতামত পেয়ে আমি খুব আনন্দিত।

খালিদ ভাই,
অফিস ২০০৭ এর ইকুয়্যাশনে কিভাবে বাংলা লেখা যায় জানবেন কি?
উল্লেক্ষ, আমি নতুন কম্পিউটার ব্যাবহারকারী।