ফটোশপ সিসি তে ANSI মোড চালু না করেই অভ্র দিয়ে ঝকঝকে বাংলা লিখুন যে কোন বাংলা ফন্ট দিয়ে

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউন শুরু করলাম । অনেকদিন থেকে টেকটিউন্স এ টিউন করা হয় না । আজকে বসলাম যে একটা টিউন করি । এই টিউন টা সম্পর্কে হয়ত অনেক ভাই জানেন আবার অনেক ভাই জানেন না । যারা জানেন না তাদের জন্য এই টিউন ।

আমরা জানি যে ফটোশপ এ অভ্র দিয়ে বাংলা লিখতে গেলে ফন্ট সিলেক্ট করতে হয় "Siyam Rupali ANSI" এবং অভ্র তে "SHIFT + F12" চেপে "Output as ANSI" মোড চালু করতে হয় । এভাবে বাংলা লিখলে শুধুমাত্র " Siyam Rupli ANSI " ফন্ট এই লেখা যায় কিন্তু অন্য কোন বাংলা ফন্ট এ লিখা যায় না । এটা একটা বিশাল অসুবিধা । এতগুলা বাংলা ফন্ট থাকতে আমি শুধু একটা ব্যাবহার করব কেন ?? আমি সব ফন্টই ব্যাবহার করব । হ্যাঁ এটাও সম্ভব ।

"Adobe Photoshop CC" তে আপনি যে কোন ফন্ট এ ডিরেক্টলি বাংলা লিখতে পারবেন ANSI মোড চালু না করে কিন্তু দেখবেন যে আকার, ওকার এগুলা ঠিকমত আসতেছে না । একবার লিখলেই বুঝতে পারবেন ।

এসব ঝামেলা থেকে মুক্তি পেতে এবং "ফটোশপ সিসি" দিয়ে যে কোন ফন্ট এ বাংলা লিখা লিখতে আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে ...............। একদম সোজা কাজ ।

ফটোশপে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায় কিভাবে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন। ফটোশপ এর সাম্প্রতিকতম সংস্করণ Photoshop CC তে বাংলা রেন্ডারিং সুবিধা যোগ হয়েছে। এর আগের ভার্সনগুলোতে বাংলা ইউনিকোডে লেখা বাংলা টেক্সটগুলো ভাঙ্গা ভাঙ্গা দেখা যেত। এই সুবিধা যোগ হবার ফলে এখন থেকে ইউনিকোড বাংলা টেক্সটগুলো পরিষ্কারভাবে দেখা যায়। আমার মনে হয়েছে ফটোশপের এই নতুন ফিচারটা সম্পর্কে অনেকেই অবগত নন, সেকারণেই এই ব্লগ টিউনের অবতারণা।

Photoshop CC তে ইউনিকোড বাংলা রেন্ডারিং চালু করতে Preferences -এ ছোট্ট একটু পরিবর্তন আনা প্রয়োজন হবে।

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/001.png

ধাপ ১:

ওপরের মেনুবার থেকে চলে যান Edit > Preferences > Type… অপশনে।

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/002.png

ধাপ ২:

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/003.png

এবার Choose Text Engine Options বক্সে নির্বাচন করুন ‘Middle Eastern and South Asian’ এবং OK বোতাম চেপে বেরিয়ে আসুন।

ব্যস, এখন থেকে অভ্র এবং বাংলা ইউনিকোড ফন্ট ব্যবহার করে Photoshop -এ ঝকঝকে বাংলা দেখা যাবে!

http://www.omicronlab.com/blog/wp-content/uploads/2014/02/004.png

একইভাবে Illustrator CC তেও আপনি বাংলা লিখতে পারবেন, বিস্তারিত এই লিংকে দেখুন

এই টিউন টি অভ্র এর অফিশিয়াল সাইট এ প্রকাশিত হয়েছে । আমি শুধু কিছু মডিফাই করেছি আপনাদের বুঝানোর জন্য । তাছারা এই টিউন সম্পর্কে টেকটিউন্স এ কোন টিউন নেই এই জন্য দেয়া আর কি ।

অভ্র এর অফিশিয়াল সাইট এর টিউন লিঙ্ক

ভাল থাকবেন সবাই । আজ এ পর্যন্ত ।

ফেসবুকে আমি

কম্পিউটার সফটওয়্যারস, গেমস অ্যান্ড মিডিয়া ফাইলস সল্যুশন

😆 😆 😆 😆 😆 😆 😆 😆 😆

Level New

আমি মোঃ কামরুজ্জামান কামরুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Studying B. Sc in Computer Science and Engineering at Daffodil International University. I Want to Buildup My Career as an Expert and Professional Network Engineer. Please Everyone Pray for Me. Thanks.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পিকাচা তে বাংলা লেখার কনো way আছে ?

Level New

হ্যাঁ ভাই যাবে । পিকাসা আর “Photoshop CS” একই ক্যাটাগরির জিনিস । পিকাসা তে অভ্র দিয়ে বাংলা লিখতে চাইলে আপনাকে অভ্র আনসি মোড চালু করতে হবে । এজন্য “SHIFT + F12” চাপুন তারপর “USE ANSI Anyway” সিলেক্ট করুন । এরপর পিকাসাতে “Siyam Rupali ANSI” ফন্ট টা সিলেক্ট করতে হবে । ওই ফন্ট সিলেক্ট থাকা অবস্থায় বাংলা লিখুন দেখবেন যে বাংলা লিখা যাচ্ছে । আপনি শুধু এই ফন্ট টা দিয়েই লিখতে পারবেন কিন্তু অন্য ফন্ট দিয়ে লিখতে পারবেন না । পিকাসাতে কাজ শেষ করার পর আবার “SHIFT + F12” চেপে “Ok, I’m convinced. Lets go bact to unicode” অপশন টা সিলেক্ট করে দিন না হলে ফেসবুক বা অন্য কোথাও বাংলা লিখতে ঝামেলা হবে। আপনি যদি অন্য সব বাংলা ফন্ট দিয়ে যে কোন ইমেজের উপর লিখতে চান তাহলে আমার পোস্ট টি ফলো করুন বা উইন্ডোজ এর ডিফল্ট পেইন্ট অ্যাপলিকেশন টি ব্যাবহার করতে পারেন । ওই পেইন্ট অ্যাপলিকেশন টা দিয়ে সহজেই যে কোন বাংলা ফন্ট দিয়ে লিখতে পারবেন ।

আমার এই টিউনটি দেখেন না হলে …………

https://www.techtunes.io/bangla-computing/tune-id/204942

Level 0

এটি নিয়ে অনেক দিন ঝামেলায় ছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ।

সমস্যা অন্য জায়গায় :/
আমি ফটোশপের ব্রিটিশ আমলের ভার্সন ইউজ করি। ফটোশপ ৮.০ সিএস। পরবর্তি ভার্সনগুলোতে ইউজটু নই। আগে থেকে এটা ইউজ করি, তাই এটাতেই কমফোর্টফিল বেশি করি। তবে আমি অবশ্য এটা অনেক ফন্টই ইউজ করতে পারি। স্পেশালী আমার পিসিতে বিজয় ইউজ না করলেও বা বিজয় না রাখলেও এটার ফন্টগুলো ইউজ করি। সিয়ামরুপালী আনসি ইউজ করি না। এই ফন্টটা আমার খুব একটা ভাল লাগে না।

Level New

Rajib vai Photoshop CS mane apni jeta use koren otate kemne onno font gula use koren janale khusi hotam