ই-মেইল করুন বাংলায়!

কম্পিউটারে বাংলা ভাষার ইতিহাস খুব বেশি দিনের নয়। প্রায় দুই দশক আগের কথা হলেও ইন্টারনেটে বাংলার অবস্থান সন্তোষজনক নয়। আমরা আজও পারি না ওয়েবে বাংলা ভাষা সহজে তুলে ধরতে, বাংলায় ই-মেইল করতে। মোট কথা আমাদের বাংলা কম্পিউটিং আজও পড়ে আছে অন্ধকারেই।

এই অন্ধকারের মাঝেও আশার আলো নিয়ে এসেছে বাংলা এক্সপ্রেস। যদিও তাদের এই প্রচেষ্টা এখনও প্রাথমিক পর্যায়ে আছে, তারপরও বাংলা ভাষাভাষীদের জন্য বাংলায় ই-মেইল করার সুবিধা এই প্রথম।

bngemail.PNG

 বাংলায় ই-মেইল করার জন্য এই সাইটে ফ্রি রেজিস্ট্রেশন করে নিতে হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এই বাংলা ই-মেইলার বিশ্বের সকল মেইল সার্ভিস প্রোভাইডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি আউটলুক বা ইউডোরার মত বড় বড় মেইল ক্লায়েন্টের সাথেও সমানভাবে কাজ করে।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ…। সমস্য হলো… মেইল গুলা junk/sparm এ আসে

হা হা

আরে ভাই,এইটা অনেক পুরান জিনিস, আজ থেকে ৭/৮ বছর আগের কথা,যখন বাংলা লেখাটা শুধু বিজয়ের মাঝেই সীমাবদ্ধ ছিল। আর এইভাবে মেইল পাঠালে তা ইমেজ ফাইল হিসাবে আপনার টেক্সট লেখাগুলো দেখায় এবং অনেক সময় স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে চলে যায়। দিন বদলেছে, অভ্র এসেছে। এই অভ্র দিয়েই আপনি সব জায়গায় করতে পারেন, এমনকি মেইলও। আমি এখন মন্তব্যও লিখছি অভ্র দিয়ে। তাহলে আর আপনার বাংলা এক্সপ্রেস দিয়ে মেইল করার দরকার হবে না। তবে আপনার টিউনের কারণে অনেকদিন পর বাংলা এক্সপ্রেস এর কথা মনে পড়ে গেল, আপনাকে টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ।

বাংলা ইমেইল তো সবমেইল সার্ভিসেই করা যায়। যদি আপনার কাছে বাংলা সফট থাকে।

অনেক আগে ব্যবহার করতাম। এখন তো আমি ইয়াহু, জিমেইল দিয়েই বাংলায় ইমেইল করি….

এই সব ফালতু জিনিস। এটা শুধু এর ব্যবহারকারীদের মধ্যে বাংলা মেইল আদান প্রদান করা যাবে। আর অভ্রের মাধ্যমে যে কোন প্রোভাইডারের ইমেইলে বাংলায় মেইল করা যাবে।

ভালই হল আমি বাংলায় ইমেল করার চেষ্টায় ছিলাম।

Level 2

জনাব মিথুনকে ধন্যবাদ সুন্দর টিউনের জন্য । অনেকের মন্তব্য পড়ে দেখলাম। এগিয়ে যান ভাই , কোন কাজ করতে গেলে পাছে লোকে কিছু বলেই। তাই বলে কি থেমে যাবেন ?

আবার ধন্যবাদ

অনেক ধন্যবাদ…।

Level 0

বাংলাতে ইমেল……… ভাবায় যায় না…….প্রযুক্তির একি মহিমা…….. খুবই ভালো ও শিক্ষামূলক টিউন শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…