টেকটুইটস “টেক ব্লগিং কন্টেস্ট ২০১১”

প্রযুক্তির ব্লগ টেকটুইটস এবং ইনক্রিডিবল ল্যাব যৌথ উদ্দেগে আয়োজন করছে “টেক ব্লগিং কন্টেষ্ট ২০১১” গত ফ্রেব্রুয়ারি মাসে উন্মুক্ত প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগ টেকটুইটস অল্প কয়েক দিনের মধ্যেই সবার প্রিয় একটা ব্লগিং প্লাটফরমে পরিনত হয়েছে। আর এর সব টুকু সম্ভব হয়েছে প্রযুক্তি ব্লগাররা। এ ব্লগারদের জন্যই আয়োজন হচ্ছে টেক ব্লগিং কন্টেস্ট। একমাস ব্যপী চলবে এ কন্টেষ্ট। ০১-০৮-১১ থেকে ৩১-০৮-১১ পর্যন্ত এ এক মাসের মধ্যে ব্লগারদের লেখার সংখ্যা মান বিবেচনা করে নির্নয় করা হবে বিজয়ীদের। মোট পুরষ্কার পাবেন পাঁচজন বিজয়ী। আর এ  বিজয়ী পাঁচ জন ব্লগারের জন্য থাকছে আকর্ষনীয় ও পুরষ্কার একটি করে সার্টিফিকেট । আপনি ও হতে পারেন এ পাচ জন ভাগ্যবানদের একজন। তার জন্য ভিজিট করুন http://techtweets.com.bd/ এবং লিখতে থাকুন প্রযুক্তি বিষয়ক যে কোন লেখা।এ আয়জনের স্পন্সর হিসেবে থাকছে ইনক্রিডিবল ল্যাব।

ধন্যবাদ সবাইকে।

 

 

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পুরস্কার হিসেবে কি থাকছে?

দেখলাম কিন্তু শর্ত অনেক 🙂 এত শর্ত পালন করে আমার পক্ষে সম্ভব নয়।। টেকটিউনেই ভাল অনেক দিন পর ফিরে পেলাম আমাদের আপন বাসভূমি।।।।।।।।।

    হা হা হা …

    #
    লেখা গুলো প্রযুক্তি বিষয়ক হতে হবে।
    #
    কপিপেস্ট সম্পূর্ন নিষেধ। কপি পেস্টে ধরা পড়া টুইট কাউন্ট হবে না।
    # কন্টেস্ট চলাকালীন সময় টেকটুইটসে প্রকাশিত টুইট গুলো অন্য কোন ব্লগে প্রকাশ হলে ঐ কন্টেন্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
    # লেখকের নিজের সাইট ছাড়া অন্য কোন কমিউনিটি ব্লগে প্রকাশ হয়েছে এমন কোন কন্টেন্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না।
    # টেকটুইটসের বিভাগ গুলোর মধ্যে যেকোন লেখা পুরষ্কারের জন্য মননীত হবে। এ ক্ষেত্রে সকল বিভাগ সমান মান বহন করে।
    # লেখার সময় সঠিক বিভাগ, ট্যাগ, ফিচার ইমেজ, ইমেজ ঠিক ভাবে সেট করতে হবে।
    ———————————————————————————————–

    পুরষ্কার দিবে, এই শর্তগুলো তো ওরা চাইতেই পারে। পরে আবার অন্য ব্লগে লিখা আর্টিকেল পুরষ্কার পেলে নিন্দুকেরা কতকিছু বলবে ……