হিমু আর পাগলামি করবে না। মিসির আলির রহস্য ও আর উদঘাটন আর হবে না।

স্টিভ জবস মারা যাওয়ার পর যেমন লাগছে আজ তা থেকে কয়েক গুন বেশি কষ্ট লাগছে। প্রিয় দুই জনই মারা গেলেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। দুই জন দুই ভাবে মনে থেকে যাবে। মুছতে পারব না কোনদিন ও।

হুমায়ূন আহমেদএকটা বই ও আমি ক্রয় করি নি আবার একটা বই ও আমি পড়া বাদ রাখি নি। এই টেকটিউন্সেই অনেক টিউন হয়েছে স্যারের বই নিয়ে। স্যারে এই বইটার ডাউনলোড লিঙ্ক, ঐবইটার ডাউনলোড লিঙ্ক। সব গুলো বই বাজারে গিয়ে কিনার আগেই পিসিতে বসে পড়ে ফেলতাম। বাজারে গিয়ে কিনে তারপর পড়ার মত ধোর্য্য ছিল না তাই।

পরীক্ষার আগের রাতে পড়ালেখা করতে ইচ্ছে করত না। অন্য কাজও করতে ইচ্ছে করত না, কারন পরীক্ষা আছে বলে। কেমন অস্থির লাগত। অস্থিরতা কাটার জন্য ইন্টারনেট ঘেটে একটা বই নামিয়ে পড়া শুরু করতাম। আর তা হতো হুমায়ূন আহমেদের বই।

প্রিয় হুমায়ূন আহমেদ, এত দ্রুত না গেলে হতো না?  আপনার স্বপ্নের ক্যানসার ইনিস্টিটিউটের কি হবে কি হবে আপনার অন্যান্য অসমাপ্ত কাজ গুলোর?

বইতে যখন পড়তাম জোসনা খাচ্ছে হিমু, তখন বাহিরে বের হয়ে দেখতাম জোসনা কি আছে আকাশে? যদি থাকত তখন কিছুক্ষন সত্যি সত্যি হা করে কিছু জোসনা খেয়ে নিতাম। জোসনা খাওয়া আর হবে না 🙁 তার বই পড়ে মনে হত জোসনা সত্যি সত্যিই খাওয়া যায়।

মন খারাপ থাকলেই তার বই এর জন্য ইন্টারনেটে সার্চ দিতাম। একটা বই নামিয়ে পড়া শুরু করতাম। পড় শেষ হলে মন আরো খারাপ হয়ে যেত ভিতরের চরিত্র গুলোর জন্য। কেমন একটা মায়া। আর ঐখারাপটার জন্যই বড়া পড়তাম। আর হয়তো এমন ভাবে কোন বই পড়া হবে না। ইন্টারনেটেও সার্চ দিব না হুমায়ূন আহমেদ নামে। এত দ্রুত কেন প্রিয় মানুষ গুলো চলে যায়?

প্রিয় হুমায়ূন আহমেদ, দেখুন আজ বাংলার সকল মিডিয়া একটা শব্দ উচ্চারন করে। তা হচ্ছে হুমায়ূন আহমেদ। ফেসবুকের হোম ফীডে একটাই খবর, হুমায়ন আহমেদ। সকল পত্রিকায় ও একই। কত ভালোবাসা আপনার জন্য দেখেন। তারপরও কেন চলে গেলেন আমাদের ছেড়ে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

vai mni e humayun sir er jonno monta khub khub kharap…… tarmoddhe amni amon kisu kotha post korlen j chokh duto sol sole hoye galo. amio tar oneeeeekkk boro fan…. sudhu doa korun , allah jeno unake behesto basi koren… 🙁

May Allah give you heaven…… Inna lillahi oinna hi rajeun…

His book and writing things impact us and the nation……

প্রচন্ড মেজাজ খারাপ আর অস্থিরতার ফলে প্রচন্ড মেজাজ খারাপ লাগছে …। আমাদের দেশের সম্পদ্গুলো এভাবে কেন হারিয়ে যাচ্ছে ?? আমরা কি নিয়ে এগিয়ে যাব ??

কিছু বিতর্কিত কর্মের জন্য নানা মহলে আলোচিত/সমালোচিত হলেও হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক ছিলেন। বইয়ের দোকানে অনেক আগ্রহ নিয়ে আমি সবসময় খুঁজেছি তাঁর নতুন কোন বই। এই খোঁজার সমাপ্তি ঘটল আজ। আল্লাহ আপনাকে বেহেশত নসীব করুন প্রিয় হুমায়ূন স্যার।

    Level 0

    @অদৃশ্য: ইউ আর দ্য গ্রেট বস। আপনি মনেহয় সত্য কথা বলেন

জানেন ভাইয়া আমি আমার পরীক্ষার পড়া রেখেও ওনার বই পরতাম,মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ নাকি এস,এস,সি আর এইচ,এস,সি।অগুলোর সময়েও পরেছি স্যারের বই।আকাশে জ্যোছনা দেখলে আমার মাথা ঠিক থাকতো না।এখনও গভীর রাতে ঘুরে বেড়াই,চাঁদ দেখি।এই দামি আবেগগুলো উনি ভেতরে ঢুকিয়ে দিয়েছেন।সেই মানুষটা আমাদের ছেড়ে এভাবে এত তাড়াতাড়ি চলে যাবেন ভাবতে পারি না।মানুষটার স্বপ্ন ছিল একটা ক্যান্সার ফাউন্ডেসন এর,আহারে……..আল্লাহ উনার ইচ্ছেগুলো পূরণ করুক।মাগফিরাত আসুক তার মহান আত্মার প্রতি।

Level 0

হিসেবে কিতাব মিছা!!! ভালো মানুষওনা ভালো উপন্যাসিকওনা। আল্লাহপাক তার অশেষ মেহেরবাণীতে হুমুযুনকে ক্ষমা করুন। আমীণ

    @carifahmad: ভাই আমরা মুসলমান তাই আমদের উচিৎ তার জন্য দোয়া করা আর তাকে ভাল বলা , কারন মরে গেলে সবাইকেই ভাল বলতে হবে , আল্লাহ তায়ালা ভাল বলা শুনে তার অনেক কিছুই ক্ষমা করে দেন , আমাদের সবার ই দোষ আছে আমরা মানুষ ভুল এর জন্য আমাদের এই দুনিয়া তে আসা সেটা জানেন ? আপনি কি নিস্পাপ ?

      Level 0

      @ইশতিয়াক: ভাই ভালো বললে মিথ্যা বলা হবে। কারণ একটা মানুষও ভালো না। কারণ যাকেই জিজ্ঞেস করবেন আপনি মানুষটি কেমন? সে বলবে, ভালো!! তবে একথা সত্য সব মানুষের কিছু ভালোদিক আছে। আর চিত্রনায়ক মান্নার জানাজায়তো লাখ খানেক লোক হয়েছে???? থাক ভাই অফ গেলাম।আর আপনি বলার আগেই আমি দোয়ারকোজ সেরে নিয়েছি। বিস্বাস না হয় আগের কমেন্টসটা দেখেন। নিচের দিহান ভাইয়ের কমেন্টসটা দেখেন ভাই!

    @carifahmad: আপনার মত ছোটলোকদের দুনিয়া থেকে তার আগে চলে যাওয়া উচিত ছিল

      Level 0

      @দিহান: দোয়া করেন যাতে রোজার আগেই মারা যাই আর জাহান্নামে আমার দেহ এত বড় হোক যাতে সেখানে আপনিসহ পৃথীবির কাউকে না থাকতে হয়।। আর আমি দোয়া করি আপনার বাবা আপনার ছোট বোনের বান্ধবীকে বিয়ে করুন আর আরও দোয়া করি আপনি সত্যিকার অর্থে মানুষ হয়ে উঠুন।

        @carifahmad: লিসেন বয়, তুমি কোত্থেকে উঠে আসছ সেটা আমার দেখা বিষয় না। কিন্তু একটু খেয়াল কোরো শাওন তাকে বিয়ে করেছে ঠিক, কিন্তু মরার আগ পর্যন্ত সে ঐ লোকটার কাছে ছিল। শাওন তার গ্ল্যামার/চেহারা/বন্ধু/আত্মীয় সব হারাইছে ঐ লোকটাকে বিয়ে করে, খামাখা না।
        ভাল থাক। তোমার মত দু তিনটা বদ্মাস না থাকলে দুনিয়ার কোন ক্ষতি হবে না

          Level 0

          @দিহান: জ্বি আপনা্র কথাতেই বোঝা যায় আপনি খুউউবি উচ্ছ ভংশীয়। এখানে শাওনের কথা আসছে কেন??? যা হোক আমি দুঃখিত এই স্থানে কমেন্ট করার জন্য

          @দিহান: আলহামদুলিল্লাহ,আপনার কথাগুলা না থাকলে ডোজটা আমিই দিতাম। 😀

    @carifahmad: আপনি কোন জায়গার ভালো আসছেন?মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলিয়ে পাকনামি না করে ভালো কিছু করেন।নিজে তো দেখান ফ্রিতে জিপি ইন্টারনেট ব্যবহারের ট্রিক আবার অন্যকে খারাপ বলেন কিভাবে।আর উপন্যাস বুঝেন কি জিনিস?পড়েছেন এই জীবনে?

      Level 0

      @Ochena Balok: @Ochena Balok: যে বর্ণনাত্মক গদ্য রচনায় মানুষের বাস্তব জীবনকথা লেখকের জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি নিয়ে অভিব্যক্ত হয় ,তাকে উপন্যাস বলে।
      আর এজন্যই স্যারের উপন্যাসকে উপন্যাস বলা ভয়ানক মূর্খতা।
      ওই ট্রিকস আপনি ফলো না করলেই পারেন। আর বললামিটো দোয়া করেন পুরা জাহান্নামটা যাতে আমার একার হয়। আপনি ভালো থাকুন

        @carifahmad: উপন্যাস এর সংজ্ঞা আমাকে বলতে হবেনা,আপনার চাইতেও ওটা ভালো মতন জানি।আর এজন্যই বাংলার অন্যতম উপন্যাসিক হুমায়ুন স্যার।বাংলা উপন্যাস কখনও পড়েছেন বলে মনে হয় না তবে সময় পেলে “”নন্দিত নরকে” পড়ে দেখবেন।অবশ্য আপনাদের বুঝিয়ে লাভ হবে বলে মনে হয় না,অন্যের নিন্দা ছাড়া আপনাকে দিয়ে অন্য কিছু সম্ভব না।আল্লাহ স্যারকে মাগফিরাত দিক তবে তার আগে দিক আপনাকেও।

          Level 0

          @Ochena Balok: কমেন্টস এর জন্য দুঃথিত। আপনাকে ধন্যবাদ। তবে আমি বাংলায় পড়ছি তৃতীয় বর্ষকে বিদায় দিয়ে চতুর্থ বর্ষের পথে… আমি বিশিষ্ট জন হয়ে উঠিনি আমার স্যারদের কথাটাই লিখলাম। দুঃখিত।

        @carifahmad: ভাইরে আমাদের দেশে অনেক গ্রামার মানা লেখক আছেন। কিন্তু এই মূর্খের মত জনপ্রিয় কয়জন আছেন? আমার তো মনে হয়না তাঁর চাইতে জনপ্রিয় লেখক আরেক জন আছেন।তিনি ছাড়া কয়জন লেখক তরুনদের বই মুখী করেছেন? তাঁর “বাদশাহ্ নামদার” টা পড়েন তারপর বলেন যে তিনি মূর্খ। উপন্যাস সেটাই যেটা বেশীরভাগ মানুষ বিশেষ করে সাধারন মানুষ পছন্দ করে।

        Level 0

        @carifahmad: উপন্যাসের সংজ্ঞা নিয়ে বির্তক করবেন না। আপনি ৪র্থ বর্ষে পড়ছেন আর আমি বাংলায় এম.এ শেষ করেছি। তবুত্ত উপন্যাসের সংজ্ঞা 🙁 কি তাই জানি না 🙁

আমি খুব ই কষ্ট পেয়েছি তাঁর মৃত্যুর সংবাদ এ , উনার অনেক বই আর নাটক গুলো আজ বেশী মনে হচ্ছে , উনি চলে গেলেন , সবাই যাবে …………… আপনি যান আমরাও আসছি !!!

আসুন, আমরা সবাই হুমায়ূন আহমেদ স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তাঁর ” নিশিকাব্য” বইটি আমাকে বড় বেশি মুগ্ধ করেছিল। “শৌরভ” গল্পটি পরে কে ই বা আর চোখের পানি ধরে রাখতে পারে। আর “একজন ক্রীতদাস” গল্পটি পরে তো মনে হয়েছিল স্যার যেন আমাকে নিয়েই লিখেছেন। স্যার কে বড় স্মরন করি।

রকিব উদ্দীন
ক্ষেতলাল, জয়পুরহাট।

Level New

ভাই এ কি শুনালেন আমি টিভি বা পত্রিকা তেমন পড়ি না নেট এ ও পড়ি না তাই তার খবর জানতে পারি নি।আপনি খবর টি দিলেন আমি খুব ই কষ্ট পেলাম 🙁 আমি তার বই অনেক পড়েছি কিন্তু যখন ই শেষ এর দিকে বই এমন ভাবে শেষ করে যে কি বলবো। খুব ই কষ্ট পেলাম এমন একটি মানুষ চলে গেল আমাদের মাঝ থেকে। আল্লাহ তাকে জন্নাতবাসি করুন

যে যতই বলুক তার লেখা হাক্লা এই সেই আর কিছু দিন যাক, তার লেখার প্রতি তখন বোদ্ধারা লাফায়া পড়বে
খুব কষ্ট লাগতেছে

    @দিহান: কিছু গর্দভও লাফাবে।উপরের দিকে কারিফ নামের গরদভটাকে দেখেন

      Level 0

      @Ochena Balok: আগে উপন্যাসের সংজ্ঞা জেনে নিন।

        @carifahmad: ভাইজান, উপনাসের সংজ্ঞা দিয়ে কি হবে যদি না তা পাঠকের মন বুঝতে না পারে, পাঠকে আনন্দ দিতে না পারে?? আর গল্প উপন্যাসের সংজ্ঞা আসছে কোথায় থেকে? আমাকে একটু তা বলতে পারবেন?
        উনি যাই করুক না ব্যক্তি জীবনে, তা নিয়ে মাথা ঘামানোর আমাদের দরকার নেই। দেশের জন্য যা করে গেছে আপনি তার একশ ভাগের এক ভাফ করে এসে উনার বিরুদ্ধে বইলেন। মাথা পেতে নিব সব।
        সেলিব্রেটিদের নিয়ে ছোট্ট কিছু হলেও তা অনেক বড় করার লোকের অভাব থাকে না। উনার কথা চিন্তা করুন। আগে উনার সম্পর্কে সব জানুন। ঐ অবস্থায় থাকলে আপনি কি করতেন তা ভাবুন। তারপর আপনি উনার সম্পর্কে বলতে আসুন। এটা আপনার জন্য না, সবার জন্য। যারা ভালো কিছু না খুজে সব সময় খারাপ কিছু বের করার চেষ্টা করে। ভালো থাকবেন।

        Level 0

        @ত্যালা বান্দর রিটার্ন্স: amader deshe ponditer shonkha besi bolei aj ai obostha. amar akta comments niye eto ghataghati korar fole amader shonmanito sirer morjadaito khunno holo? naki??? ar ami har manlam ami kharap apnara tulsi vejaano dudh ar ami uponnasher uu o bujhina apnara er tola suddo janen. ar kotha baraben kina apnader bishoy,
        tobe eta vabbenna ami sir er natok dekhini. nattokar hisebe otulonio. ar sedina apnader moto akdoler sathe torko hocchilo ,tader gharooo ai rokomii tera. tara boltesilo sir nastik. ar ami boltesilam sir allahte bisshas korten. kintu seshe amiee har mante baddho holam. ajooo har manlam. shobai valo thakben, sustho thakben

Level 0

খুব কষ্ট পেলাম । এটা ভেবেই বুকটা ফেটে যাচ্ছে যে আর কুনো নতুন হিমু বা মিশির আলির বই পড়তে পারবো না। ( পৃথিবীর সেরা না হোক কিন্তু আমার সেরা লেখক )

কি আর বলব যখন তার ময়ুরাক্ষী পড়ি তকন থেকেই তার লেখা ভালো লাগতো। রাত জেগে জোৎসনা দেখতাম । হয়ত আর দেখবনা জোৎসানা।

Level 0

ব্যক্তি হূমায়ুন এক জিনিস আর লেখক হূমায়ুন আর এক জিনিস,
অতএব এই দুই জিনিস কে একসাথে মেলানোর চেষ্টা না করা বুদ্ধিমানের কাজ।

@carifahmad: “আর এজন্যই স্যারের উপন্যাসকে উপন্যাস বলা ভয়ানক মূর্খতা।” আপনি এই মূর্খতা কইরেন না। আর আপনি যখন এত বোঝেন তাহলে নিজে উপন্যাস লেখেন। ভালো লিখলে সবাই কিনবে। মানুষ তার কাজের জন্য বিখ্যাত হয়, ভালবাসা পায়। আপনার কাজ ভালো হলে অবশ্যই সফলতা পাবেন। আর না পারলে যারা পারে তাদের সম্মান করুন। কারণ তারা যত খারাপই পারুক সেটা আপনার কাজের (লেখালেখি) চেয়ে ভালো। মানুষকে সম্মান করলে সম্মান পাওয়া যায়। আপনাকে বাক্তিগত আক্রমণ করার ইচ্ছা আমার নেই কারণ আমি আপনাকে চিনি না। কথাগুলো নিরপেক্ষভাবে বললাম।

হুমায়ুন আহমেদের ব্যাক্তিগত জীবন নিয়ে টানাটানি না করে তাঁর লেখা নিয়ে টানাটানি করলে হয়না? যারা বলেন যে তাঁর লেখা খারাপ তারা ভাল লেখা লেখে দেখান। আমার তো মনে হয়না এই জীবনে তাঁর চাইতে ভাল লেখক আর পাব এবং তার লেখা পড়তে পারবে।

    @Utpal Kumar Sarkar: সহমত

    @Utpal Kumar Sarkar: ভাই ৭০ বছরের বৃদ্ধ ১৮ বছরের যুবতীকে বিয়ে করলে “নানা রোমান্টিক” আর এখানেই দোষ।এই মেয়ে তার পরিবার ছেড়ে সব ছেড়ে বিয়ে করসে তার দিগুন বয়সের একটা লোককে।বিয়ের সময় যে মেয়ের পাশে আপন কেউ ছিল না ছিলেন অন্যপ্রকাশের মাজহার সাহেবের বৌ।প্রেম আসলেই এমন একটা কিছু।প্রেমের জয় হোক।

Level 0

all@@@@@amader deshe ponditer shonkha besi bolei aj ai obostha. amar akta comments niye eto ghataghati korar fole amader shonmanito sirer morjadaito khunno holo? naki??? ar ami har manlam ami kharap apnara tulsi vejaano dudh ar ami uponnasher uu o bujhina apnara er tola suddo janen. ar kotha baraben kina apnader bishoy,
tobe eta vabbenna ami sir er natok dekhini. nattokar hisebe otulonio. ar sedina apnader moto akdoler sathe torko hocchilo ,tader gharooo ai rokomii tera. tara boltesilo sir nastik. ar ami boltesilam sir allahte bisshas korten. kintu seshe amiee har mante baddho holam. ajooo har manlam. shobai valo thakben, sustho thakben

    @carifahmad: নারে ভাই আপনি হার মানলেন কই,আপনি তো পালালেন।আমরা উপন্যাস কি জানি না ভাই কারন আমরা তো আপনার মত বাংলায় পরছিনা।আপনিও দেখা যায় পিছলা মানুষ।এখন আসছেন নাটকের কথা বলে সম্মান বাচাতে।স্যারের কথা ভাববেন না,অমন মহাপুরুষের নামে আপনি ৩ বেলা গালাগালি করলেও ওনার মর্যাদা ক্ষুণ্ণ হবে না।

Level 0

আমরা মৃতব্যক্তিকে নিয়ে কোন মন্তব্য না করি। সকলেরই ব্যক্তিগত জীবন রয়েছে তাই কর্মের সাথে ব্যক্তিজীবনকে মিলিয়ে না ফেলাই ভালো। উপন্যাসিক চলচিত্রকার কিংবা লেখক হুমায়ূন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হিসেবেই তাকে আমরা চিনি। ব্যক্তি জীবন নিয়ে টানাটানি না করাই ভালো। তার আত্না শান্তিতে থাকুক সেই কামনা করি।