মাত্র ৯ বছর বয়সেই সাইবার বিশেষজ্ঞ এবং প্রুডেন্ট গেমস এর সিইও!

আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভার লাগে।  আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।  আশা করি আপনাদের ভাল লাগবে।

টিউনটি হয়ত অনেকের অনুপ্রেরণা হবে। তাই টিউনটি করা। নয় বছরের একজন এত বড় একটা জিনিস করতে পারল, আমরা তার দ্বিগুন বয়সের হয়ে সামন্য কিছুত করতে পারব না। এমন টা মানা যায়।

অাজ আমি বলব আমেরিকার এক নয় বছরের বালকের কথা, যে মাত্র  শৈশব কাটিয়ে কৈইশরে পা দিয়েছে।  বলা হচ্ছে ৯ বছর বয়সী রুবেন পালের কথা, যে এই বয়সেই প্রযুক্তি বিশ্বে আলোচিত নাম হয়ে উঠেছে।

 যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরের বাসিন্দা রুবেন। তৃতীয় শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থী প্রযুক্তি জগতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নাম। জন্মসূত্রে ভারতীয় ৯ বছর বয়সী রুবেন পাল বর্তমানে একজন প্রতিষ্ঠিত হ্যাকার এবং সিইও।সাইবার দুনিয়ায় রুবেনের নাম বেশ পরিচিত। তবে সাইবার জগতে তার পরিচয় শুধু দক্ষ হ্যাকার হিসেবেই নয়, অ্যাপ ডেভেলপার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ-এর পাশাপাশি গেমস নির্মাতা প্রতিষ্ঠান প্রুডেন্ট গেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদটি রুবেনের দখলে। পাশাপাশি সুবক্তা হিসেবেও সে সমাদৃত। ২০১৪ সালের শিশুদিবসে তার ভাষণ শুনে মুগ্ধ হয়েছিল সাইবার দুনিয়া।

সম্প্রতি ভারতের দিল্লিতে হ্যাকারদের সবচেয়ে বড় সম্মেলনে ‘গ্রাউন্ড জিরো সামিট ২০১৫’-তে স্পেশাল অ্যাম্বাসেডার হিসেবে উপস্থিত ছিলেন রুবেন।

রুবেন জানায়, ক্রেডেনশিয়াল হার্ভেস্টিং অর্থাৎ পাসওয়ার্ড চুরি করা দিয়েই হ্যাকার জগতে তার হাতেখড়ি। তবে সাইবার জগতে মঙ্গল সাধনায় ভালো সাইবার স্পাই হয়ে ওঠাই তার লক্ষ্য।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন