কম্পিউটারে অ্যান্ড্রয়েড ইনস্টল। এড়িয়ে যাবেন না !!!

বর্তমানে সেলফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের জয়জয়কার থাকলেও খুব কম মানুষই এটা ব্যবহার করার সুযোগ পেয়েছেন। তবে কিছুটা কৌশলী হলে সেলফোনের পরিবর্তে পিসিতেই অ্যান্ড্রয়েড চালানো সম্ভব। এজন্য প্রথমে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড [নূ্যনতম ২৫৬ মেগাবাইট] কম্পিউটারের সঙ্গে সংযোগ করাতে হবে। এর পর android-x86-2.2-generic.iso এবংUNetbootin অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড শেষে UNetbootin ফাইলটি রান করুন। প্রদর্শিত বার্তার পাশের দিকে UNetbootin অপশনটি ক্লিক করে সিলেক্ট থেকে আপনার ডাউনলোড করা android-x86-2.2-generic.iso ফাইলটি বাছাই করে দিন। এরই সঙ্গে নিচের দিকের মেন্যু থেকে ফ্লাশড্রাইভটি নির্বাচিত করে Ok ক্লিক করুন। কমান্ড পাওয়া মাত্রUNetbootin ফাইলটি ফ্লাশড্রাইভে কপি হওয়া শুরু হবে। ড্রাইভের গতির ওপর ভিত্তি করে কিছুটা সময় নেবে। প্রসেস শেষে পিসি রিস্টার্ট হওয়ার অনুমতি চাইলে Ok ক্লিক করতে হবে। পিসি চালু হওয়ার সময় অ্যান্ড্রয়েড রিবুট করার জন্য কিবোর্ড থেকেF2, F10 চাপতে হবে। কখনও বায়োসের গঠন আলাদা হওয়ায় অন্য কোনো বোতামে ফাংশনটি দিয়ে দেওয়া থাকতে পারে। সিলেক্ট অপশন এলে Live CD–Run Android-x86 without installation অপশনটি নির্ধারণ করে দিতে হবে। অল্প কিছুক্ষণের মধ্যে লোড হতে শুরু করবে। লোড হওয়া শেষ হলে সরাসরি অ্যান্ড্রয়েড ডেস্কটপ ওপেন হবে। এরপর ডেস্কটপ, উইজেট সবকিছু নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। পাশাপাশি নেট থেকে অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যে অ্যাপ্লিকেশন নামিয়ে ইনস্টল করে অনেকটা ক্রোম ল্যাপটপের মতোই ব্যবহার করা যাবে। তবে মনে রাখতে হবে কম্পিউটার পুনরায় বন্ধ বা রিস্টার্ট দিলে আগের উইন্ডোজ চলে আসবে। ডাউনলোড ঠিকানা : http://bit.ly/yrnMlP  এবং  http://bit.ly/oy8Jd1

আমার ফেসবুক লিঙ্ক

Level 0

আমি Enamul Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘুমাতে যাওয়ার আগে দেখে নিন যেন অপ্রয়োজনীয় কোন লাইট, ফ্যান, টেলিভিশন, গ্যাসের চুলা, পানির কল অথবা কোন ইলিকট্রিক যন্ত্রপাতি যেন জ্বালানো না থাকে। আসুন সবাই মিলে দেশের সম্পদ অপচয় রোধে এগিয়ে আসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই জটিল জিনিস । প্রিয়তে নিছি । কিন্তু ভাই অন্য স্মার্টফোনের অপারেটরিং সিস্টম (যেমন সিমবিয়ান বা ব্ল্যাকবেরি) কি পিসিতে রান করা যাবে ?

ভাই লেখাটা একটো এলো মেলো মনে হয়ছে। যদি screenshot দিয়ে লিখলে ভাল হত।

Excellent Idea.
দেখি ভাই কাজ করে কি না ,তার পর +++++++++++++++++++++++,কাজ না করলে খবর আছে কইলাম !!!

Level 0

inside windows androaid setup dia jabe na?

Level 0

একটা ফাইল ডাউনলোড হলো একটা হলো না । মানে http://bit.ly/oy8Jd1 এটার ডাউনলোড করতে পারিরন ।

Level 0

একটা ফাইল ডাউনলোড হলো একটা হলো না । মানে http://bit.ly/oy8Jd1 এটার ডাউনলোড করতে পারিরন ।ববববববববববববব

Level New

ভাই রাগ করিয়েন না আমি একটা অন্য বিষয়ে সাহায্য চাই । সেটা হল symphony Xplorer W10 মোবাইল টি ক্যামন হবে তা যদি জানাতেন তবে খুব খুশি হতাম ।

Level 0

আমি সব কিছুই করলাম কিন্তু কিছুই হল না কারন রি-বুট হওয়ার পর কখন f2 আর f10 pressকরতে হবে এ ব্যাপার টা বিস্তারিত জানালে ভাল হয়। আর পুনরায় চালু করতে হলে কি করব।

Level 0

এতগুলো কমেন্ট হয়েছে আপনার এই টিউনে, কিন্তু আপনি কোন উত্তর দেননি, কিছু মনে করবেন না- আপনি কি এটা টুকে মেরেছেন।

omg is it real vaia ??? thank rhank thank thank you ………….. lak lak lak .

Download Bluestacks here and run upto 750000 Mobile Apps on Windows or Mac.

http://www.bluestacks.com

er theke sohoj r kisu nai 😛