Windows XP চালান Voice Command এর মাধ্যমে

বিভিন্ন movie  তে তো দেখা যায় computer operate  করা হচ্ছে voice command  এর সাহায্যে, যদি নিজের PC  টা এভাবে voice command  এর সাহায্যে operate  করা যায় তবে !!!

Windows 7  এ built in voice command option  থাকলেও তা ততটা কার্যকরী না এবং ইচ্ছামত নতুন নতুন Command  তৈরী করাও যায় না। আর Windows XP তে এই ধরনের built in voice command option  নেই।

তাই Voice command  এর জন্য E-Speaking Voice Recognition software  টি খুবই উপযোগী আর Performance  ও built in voice recognition  থেকে ভাল। এই software  এর মাধ্যমে চাইলে computer  এর যেকোন কাজ voice command  এর মাধ্যমে করা যাবে। এতে আরেকটি সুবিধা হল এতে নিজের ইচ্ছামত command create  করা যায়। By default  সফটওয়্যার টিতে অনেকগুলো command setup  করা আছে। এছাড়া বিভিন্ন আলাদা আলাদা software  চালনার জন্য আলাদা command create  করা যায়। voice  recognition  এর performance  বাড়ানোর জন্য speech training  এর option  আছে। আবার প্রতিটি command  এর জন্য আলাদা word training  দেয়া যায়। command create  না করে Internet  থেকে সরাসরি কিছু বিশেষ software  এর জন্য command download  করা নেয়া যায়। software  টি কিভাবে চালাতে হবে, কিভাবে নতুন command create  করা যাবে এগুলোর জন্য software  এর ভিতরে Built-in tutorial option  রয়েছে।

Feature:-

  1. Built in commands
  2. Download more built in commands
  3. Create new commands for various softwares
  4. Speech training
  5. Word training for each command
  6. Can be used for any operation of computer
  7. More efficiency than Windows 7 Built in voice recognition
  8. Built in  Training system

প্রথমে SAPI  সফটওয়্যার টি download  এবং install  করুন।

তারপর E-Speaking  সফটওয়্যার টি download  এবং install  করুন।

Software  টির License Crack  করতে Software  এর সাথে থাকা Readme.txt  ফাইল টি ভালভাবে পড়ুন।

Download SAPI

Download E-Speaking Software full

 

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি এস এ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস