ডিজিটেল বাংলাদেশের ডিজিটাল তালা ও চাবি। আসুন জেনে নেই কিভাবে আপনার চেহারাকে পিসির পাসওয়ার্ড (চাবি) বানাবেন। কিভাবে আপনার পিসিকে লক করবেন আপনার চেহারা দিয়ে।

শুরু করছি ’ফেইস লগিং’ এর ছোট্ট এবং মজাদার একটি সফ্টওয়ার দিয়ে, যার সম্পর্কে আমি গত দুই দিন আগেও কিছু জানতাম না।
এখান থেকে প্রথমে সফ্টওয়ারটি ডানলোউড করে নিন।

তারপর নরমাল্লী সফ্টওয়ারটি ইনস্টল করে চালু করুন। এবার আসুন জেনে নেই কি কি কাজ করা যায় এই সফ্টওয়ার দিয়ে।


প্রথমেই বলে নিচ্ছি আমার কোন ভুল হয়ে থাকলে ধরিয়ে দিবেন। অনেক কষ্ট করে টিউনটি করছি। অনুগ্রহ করে মনযোগ সহকারে পুরো টিউনটি পড়ুন।

সফ্টওয়ারটির নাম হচ্ছে রোহস ফেইস লগন। খুবই কার্যকরি একটি সফ্টওয়ার, যা দিয়ে আপনি আপনার পিসি বা লেপটপকে লক করে রাখতে পারবেন। পরবর্তিতে আপনার ফেইস (চেহারা) ছারা অন্য কারো ফেইস দিয়ে পিসি লগিন করা যাবেনা।

সফ্টওয়ারটি ইনস্টল করা হলে প্রথমে আপনার ফেইস রেজিস্টার্ড করে নিন।
এই সফ্টওয়ারের একটি সুবিধা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনি ছারা আপনার পরিবারের সদস্য বা বন্ধুদেরকেও এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। ইউজার একটাই থাকবে কিন্তু তাদের ফেইস আপনার পিসিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তখন যাদের রেজিস্ট্রেশন করেছেন তারা ছারা অন্যকেউ আপনার পিসি ওপেন করতে পারবে না।

যেকোন সময় আপনি দেখে নিতে পারেন কারা আপনার পিসিতে রেজিস্টার্ড। তাদের ইচ্ছ করলে ডিলেডও করতে পারেন।

সবচেয়ে মজার ব্যপার হচ্ছে এই দারুন সফ্টওয়ারটি মাত্র ৫এমবি। খুব সহজেই ইনস্টল করা যায় এবং কোন গাইড ছাড়াই সবাই ব্যবহার করতে পারবে। নতুনদের বেশি পছন্দ হবে আশা করি।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: সানগ্লাস পরে অথবা অন্ধকারে আপনি ফেইস রেজিস্ট্রেশন করতে পারবেন না।

এই সফ্টওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন।

Level 0

আমি বিল্লাহ ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জানি আমি যা চাই তা পাওয়া সম্ভব নয়। তবুও না পাওয়া ভয়ে বসে থাকার বোকামি আমি করতে চাইনা। কখনো আমার লেখা মানুষের উপকারে আসতে পারে কল্পনাতেও ভাবতে পারিনি। মানুষের একটি ধন্যবাদ আমাকে কতটা আনন্দিত করে ভাষায় প্রকাশ করার মত নয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক সুন্দর হয়েছে টিউনটি।দেখি কাজ হয় কিনা।
এরকম আরও সুন্দর সুন্দর মজাদার টিউন চাই

Level 0

ধন্যবাদ। ভাই কাজ যদি না হয় তাহলে এবার থেকে টিউন করা বন্ধ করে দিব। এই বিষয়ে আমি খুব গবেষনা করছি। আমি পরবর্তী যে টিউনটি করব তা এই বিষয়ের উপর। যা আমি ধারনা করছি মেগা টিউন হতে পারে। এক সপ্তাহ ধরে কাজ করছি, আরও এক সপ্তাহ লাগতে পারে। দোয়া করবেন টিউনটি যেন মানসম্মত করতে পারি।

Level 0

via aita korar jonno ki webcame lagbea.

    Level 0

    @MIXER_BD: জি ভাই। অবশ্যই ওযেবক্যাম লাগবে। তা না হলে আপনার ফেইস রেজিস্টার্ড করবেন কিভাবে?

টি টি তে টিউন্স করার জন্য আপনাকে জানাই = আন্তরিক অভিনন্দন =
ভাই আমার তো লেপটফ নাই
আছে নকিয়া N70
যদি পারেন নকিয়া N70 এর জন্য একটি ফেইস লগিং সফ্টওয়ার দিবেন

সফটওয়্যার টির CRACK দিতে পারলে ভাল হত। কারন Full Version হলে USB Backup রাখা যেত …. তারপর ও যা হয়েছে তাই অনেক … Thanks a LOT … 😀

khub sundor tune. Onek dhonnobad. Via ki daffodil a poren ???

    Level 0

    @রানা: ধন্যবাদ ভাই। আমি ডেফোডিলে পরিনা তবে পরার খুব ইচ্ছা ছিল।

Level 0

osam soft vi……..full versoin hola valo hoto
vi apnar porar tune ta korla link ta parla please mail koiran…………
[email protected]

    Level 0

    @mamun009: ধন্যবাদ ভাই। আমার এখন শুরুর সময়। টিউন করার চিন্তায় আপনাদের মূল্যবান টিউন পড়ার সময় পাইনা।

বিল্লাহ্ ভাই হয়তো প্রবাসী ভাই ব্যস্ততার জন্য আপনার মন্তব্যের জবাব দেয়নি তাই একটুখানি অনধিকার চর্চা করছি এবং তার পূর্বে প্রবাসী ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার সব কটি টিউনই দেখেছি, নতুন হিসেবে ভালোই শুরু করেছেন বলতে হয়। উপদেশ নয় পরামর্শ হলো সবসময় মৌলিক টিউন করার চেষ্টা করবেন, অন্যের টিউন কপি পেস্ট করে টিউন করবেন না। এবং ডাউনলোড লিংক শেয়ারের সময় লক্ষ্য রাখবেন যেন হোস্টিং সাইটটি টেকটিউনস্ বান্ধব হয়। যে সফটওয়্যার টি নিয়ে টিউন করবেন তার পূর্ণাঙ্গ নাম ও ভার্সন ইংরেজীতে টিউনে উল্লেখ করুন যেন সবাই নাম পড়েই বুঝতে পারে যে সফটওয়্যারটি তার প্রয়োজন হবে কি না? এবং টিউনে সম্ভব হলে সফটওয়্যারের মূল সাইটের লিংক ও শেয়ার করুন। আর মনে রাখবেন প্রয়োজনীয় স্ক্রীনশর্ট আপনার টিউনটিকে করে তুলবে প্রাণবন্ত। আর কিছু কিছু .Gif এ্যানিমেশন ফাইল যদি যুক্ত করেন তা আপনার টিউনটিকে করে তুলবে আরো বেশী আকর্ষনীয়। যেমন: “এখান থেকে ডাউনলোড করুন” “সবাইকে শুভেচ্ছা খোদা হাফেজ” ইত্যাদি।

    @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ ভাই। আপনার উপদেশ আমার জন্য পরম পা্ওয়া। আসলেই খুব কাজের কথা বলেছেন। দোয়া করবেন আপনার পরামর্শ যেন যতযত কাজে প্রয়োগ করতে পারি।