কম্পিউটার এ টাইপ করার গতি আরও বাড়িয়ে নিন

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই পোষ্ট । আমরা কোন কিছু লেখার জন্য সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি । এছাড়াও আমাদের দৈনন্দিন ছোটখাটো লেখালেখি করার জন্যও ডায়েরি হিসেবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি । তবে, আমাদের দ্রুত কাজ করার জন্য শুধু টাইপ জানলেই চলবে না, আমাদের টাইপের গতি থাকতে হবে । তাই, আপনাদের হাতের টাইপের গতি বাড়াতে একটি ছোট সফটওয়্যার নিয়ে এলাম । সফটওয়্যারটির নাম ‘লেট মি টাইপ’ (Let Me Type) সফটওয়্যারটির বিশেষ সুবিধা হচ্ছে আপনি যখন কোন শব্দ লিখতে যাবেন তখন সেই শব্দের প্রথম ২/১ টি অক্ষর লেখার সাথে সাথে সেই শব্দের সাথে সম্পর্কযুক্ত কিছু শব্দ দেখাবে ।  আপনি চাইলে সেখান থেকে আপনার পছন্দের শব্দটি বেছে নিতে পারেন । এছাড়া, আপনি যদি কোন শব্দের সম্পূর্ণ বানান না পারেন তাহলে সেই শব্দের প্রথম ২/১ টি অক্ষর লেখার সাথে সাথে আপনার কাঙ্খিত শব্দটি পেয়ে যাবেন । শুধু মাইক্রোসফট ওয়ার্ড-ই নয় সকল টেক্সট এডিটর এ আপনি এই সুবিধা পেতে পারেন । তাই দেরি না করে এখনই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।

সফটওয়্যারটি ডাউনলোড (সাইজ কিলোবাইট ৫৯১ মাত্র) করতে এখানে ক্লিক করুন । ডাউনলোড করার পর সফটওয়্যারটি সাধারণভাবে ইন্সটল করুন । ভাল হয় যদি সফটওয়্যারটি ইন্সটলের  পর কম্পিউটার রিস্টার্ট দেন ।

সবাই ভাল থাকবেন । পোষ্টটি ভাল লাগলে কমেন্ট করবেন । ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি পড়ার জন্য ।

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের জিহাদুর রহমান ।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে।

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai ami a blog a notun ami akta help chai apnader theke .ami intel er desktop and zoom ultra modem use kori ami ki desktop theke wifi hotspot crete korte parbo??ami winxp usu kori.amake help korun .ami mobile a wifi use korte chai sejonne apnader help chaisi

Level 0

Let Me Type অবশ্য আগে ব্যবহার করিনি। তাই জানিনা কেমন হবে। তবে টাইপিং মাস্টার সবার কাছেই জনপ্রিয়। তবে ওটা প্রায় ৭/৮ মেগাবাইট।

Typing Speed বাড়ানো নিয়ে আমার নিজের একটা আবিষ্কার আছে। এক কথায় বলতে গেলে- আপনাকে হাতের নাড়াচাড়া মুখস্ত করে ফেলতে হবে। কোন শব্দ টাইপ করতে কোন কী লাগে সেগুলো মুখস্ত করে ফেললেই আপনার গতি কখনো কমবে না।

এটা নিয়ে লিখব আশা রাখি। আপনারা আপাতত English Version দেখতে পারেন- http://munnamark.blogspot.com/2013/01/typing-speed-secret.html

@mghabir apni tp-link er TL-WN422G ai router ti kine nen 1000-1200 tk nibe then connectify pro ai software ti download kore setup din taholei parben….

vai amake kewo parle ektu help koiren bipode porchi….. ami je khane job kori shykhane sever thaeke FACEBOOK OFF KOIRA DICHE .. KEWO JODI BOLTEN KIVABE AMI FB TA ON KORTE PARBO TAHOLE UPOKAR HOTO….. PLSSSSSS VIRA HELP ME………….

    Level 0

    @সপ্নীল সাগর:
    ধুর মিয়া। Office এ গিয়েও ছেচরামি!

    আপনারা তো Officer (সেই সাথে দেশেরও) Productivity কমিয়ে ফেলছেন! 🙂

    এবার একটা পরামর্শ দেই- Office এ যেটা নিষেধ করেছে সেটা না চালানোই ভাল। কারণ কেউ হঠাৎ দেখে ফেললে হয়ত আপনার সমস্যা হবে। এখানে একটা কথা আছে। কিসের অফিস সেটা বলেননি।

    আরেকটা ব্যাপার হল- ফেসবুক বন্ধ করেছে কোন যায়গা থেকে? অফিসের ভেতরে সার্ভারের নিয়ন্ত্রণ নাকি হেড অফিস এ?

vi re eito din fb amra shobi use korchilam kintu sir essa kore officer serve theke fb koredichi.. ekhne charamir ki holo….. mansu koto ki kora ar fb to pulapain jinis ..eita ke apne chasramir sathe tuona dilen… tahole to bolte ho officer sir boro chasra …… shob kichu korte parri shudhu fb ta off kore diche…………………

    Level 0

    @সপ্নীল সাগর:
    officer sir boro chasra
    নির্ঘাত ওনার রিলেশন নষ্ট হয়েছে। মনে হয় ফেক আইডি দিয়ে ছেকা খেয়েছে! 😉

Level 0

valo soft
vai amake typing master98 with key dite parben…..

Level 0

thnx