কম্পিউটার প্রযুক্তির অজানা কিছু তথ্য

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোষ্ট । আজ কম্পিউটার এর সাথে সম্পর্কিত আমি আপনাদের জন্য এমন কিছু তথ্য নিয়ে এলাম যা অনেকেই এসব জানেন না । এসব তথ্য আপনার কম্পিউটার প্রযুক্তির জ্ঞানকে আরও প্রসিদ্ধ করবেঃ

  1. অ্যাপল কম্পিউটার এ যে হার্ডডিস্ক ব্যবহার করা হত সেটির ইনফর্মেশন ধারন ক্ষমতা ছিল মাত্র ৫ মেগাবাইট ।
  2. বিশ্বের প্রথম যে ক্যামেরা আবিস্কার করা হয়েছিল সেটি দিয়ে ছবি তুলতে হলে ৮ ঘণ্টা স্থির থাকতে হত ।
  3. বিশ্বের প্রথম যে অ্যালার্ম ঘড়ি আবিস্কার করা হয়েছিল সেটি শুধু প্রতিদিন সকাল ৪ টায় অ্যালার্ম দিত ।
  4. জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জনক জেমস গসলিং কফি খাওয়ার সময় তার মাথায় ‘জাভা’ নামটি আসে ।
  5. ইউটিউব এর ১ দিনের ব্যান্ডউইথ খরচ ১ মিলিয়ন ডলার ।
  6. aaa.com থেকে zzz.com পর্যন্ত সকল ডোমেইন নেম ইতোমধ্যে নিবন্ধন করা হয়ে গেছে ।
  7. ইউটিউব এ ব্যান্ডউইথ এ প্রতিদিন যে পরিমান টাকা খরচ হয় তা ইউটিউব এর নিজস্ব আয় থেকে এ খরচ মেটানো সম্ভব নয় ।
  8.  এখন প্রতিদিন প্রতি ১০ সেকেন্ডে কেউ না কেউ ইন্টারনেট এ সাইবারক্রাইমের শিকার হচ্ছে ।
  9. একজন পেশাদার টাইপিস্টের আঙ্গুল প্রতিদিন যে পরিমান নাড়াচাড়া করেন সেটিকে মাইলে পরিণত করলে দ্বারায় প্রায় সাড়ে বার মাইল ।
  10. বিশ্বের ১১ শতাংশ মানুষের ফেইসবুক অ্যাকাউন্ট রয়েছে এবং প্রতি সেকেন্ডে তিন
    হাজারছবি আপলোড হয় ।

ধন্যবাদ সবাইকে আমার পোষ্টটি পড়ার জন্য । ভাল থাকবেন ।

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের জিহাদুর রহমান ।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে।

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

OMG

দারুণ হইছে ভাই।

ভালোই তো লাগছিলো কিন্তু শেষ হয়ে গেলো কেন?

Level 0

তথ্যের সাথে Source দিলে ভালো হতো….শেয়ার করার জন্য ধন্যবাদ…

Level 0

daruuuun

thank you for techtunes
thanks