গতি বাড়ান আপনার কম্পিউটারের!! **

নানা কারণেই গতি কমে যেতে পারে কম্পিউটারের। এর একটি কারণ হতে পারে কম্পিউটার ডিস্কে অপ্রয়োজনীয় ফাইল জমে থাকা। নিয়মিত হার্ডডিস্ক পরিস্কার রাখলে আপনার কম্পিউটারের গতি কমার আশঙ্কা কম। টেম্পোরারি ইন্টারনেট ফাইলের মতো বেশ কিছু ফাইল এ প্রক্রিয়ার মুছে ফেলা সম্ভব। এগুলো মূলত কম্পিউটারের হার্ড ডিস্কে জমা হওয়া ওয়েব পেজ। এই পাতাগুলো মুছে ফেলতে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যান। সেখান থেকে অ্যাকসেসরিজে গিয়ে সিস্টেম টুল থেকে ডিস্ক ক্লিনআপ নির্বাচন করুন এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। একটি উইন্ডো খুলবে যেখানে ফাইল মুছে কতটুকু জায়গা ফাঁকা হবে তা দেখতে পাবেন।
কম্পিউটারের গতি কমে যাওয়ার আরেকটি কারণ হতে পারে ফাইল ফ্র্যাগমেন্টটেশন ও ডাটা ফোর্সিংয়ের কারণে হার্ড ডিস্কে অতিরিক্ত চাপ পড়া। এ সমস্যা সমাধানে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যেতে হবে। এরপর অ্যাকসেসরিজ থেকে সিস্টেম টুল বেছে নিতে হবে। সিস্টেম টুলের ডিস্ক ডিফ্রাগমেন্টারে গিয়েও ফাইল মুছে দেওয়া যায়।

সোর্স : প্রথমআলো

সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসেন , আশা করি মজা পাইবেন।।

ব্লগ এ যেতে এইখান এ ক্লিক করুন।

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hur mia!
koto ager idea…

আপনার জন্য না… নতুনদের জন্য…

Level 0

চমতকার ! অসংখ্য ধন্যবাদ