নিয়ে নিন Cadillacs and Dinosaurs (মুসতফা) গেমটি

Cadillacs and Dinosaurs (মুসতফা)’ ছোট বেলায় এই গেম টা খুব ভাল লাগতো। কিন্তু, এই অসাধারণ গেমটি তখন শেষ করা সম্ভব হয়নি। আজ সুযোগ পেয়ে এই গেমটি শেষ করলাম।
আসলে কিছু জিনিস থাকে যেগুলো কখনো পুরনো হয় না, চির জিবন-ই লেখা থাকে স্মৃতির পাতায়।

তাই আজ ভাবলাম টিটির বন্ধু দের সাথে শেয়ার করি। হয় তো অনেকেই এর আগে এই গেমটি কম্পিউটার এ খেলে ফেলেছেন।

হা তবে আবার অনেকেই এই গেম টির ২০ পিস্তল গুলো মিস করেছেন পিসি ভারশন এ। অনলাইন এ এই গেমটির দুটো version পাওয়া যায়। একটাতে ২০ পিস্তল(আনলিমিটেড বুলেট) আছে,অপর টাতে নাই।

তো তাহলে চলুন যারা এখনো পিচি virsion পান নাই বা যারা ২০ পিস্তল টা মিস করেছেন তারা এখন গেমটি নিয়ে নিতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, মাত্র ৭.৬২ mb।

1

ইন্সটল করার পদ্ধতিঃ

  • ১। ZIP ফাইল টি ডাউনলোড করুন।
  • ২। ZIP ফাইলটি EXTRACT করার পর EKMAMEElite32en ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
  • ৩। Cadillacs and Dinosaurs (hack set 3) তে ডাবল ক্লিক দিন।
  • ৪। Tab চাপুন।
  • ৫। Input (this game) সিলেক্ট করুন।

2

  • ৬। এখান থেকে আপনার keyboard এর Controls ঠিক করুন।
  • ৭। যেই কি টি পাল্টতে চান সেটাতে Enter চাপুন এবং তার পর যে কি টি দিতে চান সেটি চাপুন।

3

  • ৮। Coin 1 হলো coin প্রবেশ করানোর কি, অর্থাৎ এই কি টি চাপলে coin যোগ হবে। 1 Player start হলো এই কি টি চাপলে খেলা শুরু হবে। down,up,left,right কি গুলো দিয়ে প্লেয়ার কে এদিক সেদিক মুভ করাতে পারবেন।
  • ৯। সেটিং শেষ হলে Esc চাপুন।

Coin কি চাপ দিয়ে খেলতে থাকুন 🙂 আপনি ইচ্ছে করলে tab চেপে কিছু না এডিট করলেও চলবে আপনি কমান্ড গুলো দেখে নিয়ে Esc চেপে দিতে পারেন।

যদি কিছু না বুঝতে পারেন তাহলে মন্তব্য করুন।

অথবা, আমার সাথে ফেসবুক এ যোগাযোগ করুনঃ Nisad
টিটিতে আমি নতুন,কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 🙂

Level 0

আমি নিসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাঙ্কু

২০ গান ভার্সনটি যেটি শেয়ার করলেন নেটে আসে আমার হাত ধরে। এটি নেটে ছিলনা। প্রায় ২ মাসে তিন গিগা ডেটা খরচ হয়েছিল এটা বের করতে। একজন ডেভলপারের পার্সোনাল ড্রাইভে ছিল রমটি। চালানোর মত ইমুলেটর পাওয়া ছিল আরেক চ্যালেঞ্জ। পরে Ekmame এর একটি কাস্টম ভার্সনে গেমটি চালানো সম্ভব হয়। ২০ গান ভার্সনটি হল একটি বুটলেগ যা তৈরী করেছে চাইনিজ একটি প্রতিষ্ঠান। এর কোড নেম হল 98 টার্বো। রমটি হল dinohb 🙂 .. মোস্তফা গেমের একটি জাভা ভার্সন ট্রান্সলেট করেছিলাম আমি। এনড্রয়েড ভার্সনটিও শেয়ার করা হয়েছে আমার একটি টিউনে.. এই ১টি গেম নিয়ে আমি রীতিমত গবেষণা করেছি! 😛

😀 ha amio java version ta edit korey chilam

╔════╦╗───────╔╗
║╔╗╔╗║║───────║║
╚╝║║╚╣╚═╦══╦═╗║║╔╗
──║║─║╔╗║╔╗║╔╗╣╚╝╝
──║║─║║║║╔╗║║║║╔╗╗
──╚╝─╚╝╚╩╝╚╩╝╚╩╝╚╝
──────╔╗──╔╗
──────║╚╗╔╝║
──────╚╗╚╝╔╩═╦╗╔╗
───────╚╗╔╣╔╗║║║║
────────║║║╚╝║╚╝║
────────╚╝╚══╩══╝
JΛVΛ ΣПΛBᄂΣD ЯӨM,ƧЦPPӨЯƬΣD ӨП Pᄃ

u r wc

Level 0

৩। Cadillacs and Dinosaurs (hack set 3) তে ডাবল ক্লিক দিন ।

ভাই এটা তো খুজে পাচ্ছি না।।

vai khujey na pailey .. dekhen okhane 1ta search er option achey okhane eita leikha search den

প্রিয় টিউনার,

আপনার টিউন টি খুবই ভাল হয়েছে। আপনার টিউনটি নন-ফরমেটিং অবস্থায় ছিল যা টিউনের রিডেবিলিটি (Readability) প্রচন্ড রকম কমিয়ে দেয়। টেকটিউনস থেকে তা ফরমেট করে দেওয়া হয়েছে। একটি সুন্দর ফরমেটেড টিউন টিউনের রিডেবেলিটি যেমন বৃদ্ধি করে তেমনি আপনার টিউনের ফলোয়ার ও বৃদ্ধি করে। টেকটিউনস থেকে ফরমেট করে দেওয়া মাধ্যমে নন-ফরমেটেড টিউন প্রকাশ না করে, একটু সময় নিয়ে, সুন্দর ভাবে টিউন ফরমেট করে প্রকাশ করার জন্য উৎসাহ করা হয়েছে যেন আপনি আপনার পরবর্তী সকল টিউন সঠিক ফরমেট করে টিউন প্রকাশ করতে পারেন। ফরমেটিং এর জন্য নিচে বেশ কিছু গাইডলাইন প্রদান করা হল। নিচের গাইড লাইন গুলো সঠিক ভাবে পড়ুন ও চর্চা করুন এবং আপনার পরবর্তী সকল টিউন ওয়েল ফরমেটেড হিসেবে প্রকাশ করুন।

➡ আপনার টিউন আর সুন্দর করে ফরমেট করুন।

বিভিন্ন পয়েন্ট গুলো বুলেট আকারে দিন।
টিউনের প্রধান টপিত গুলো H2 করে দিন।
সাব হেডিং গুলো H3 করুন।
টিউনের কোন অংশে কখনও H1 হেডিং ব্যবহার করবেন না।
নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কখনও কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করে দিবেন না। আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
টিউনে কখনও বিভিন্ন টেক্সট ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করবেন না এতে টিউডার টিউনে পড়তে বিরক্তি বোধ করবে।

কীভাবে সুন্দর করে টিউন ফরমেট করবেন তা জানতে টেকটিউনসের টিউন করা শিখে নিন ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ নিচে কিছু দারুন ও সুন্দর ভাবে ফরমেট করা টিউনের উদহরণ দেয়া হল। লক্ষ করুন

টিউন গুলোতে কিভাবে প্রাসঙ্গিক ছবি => https://www.techtunes.io/freelancing/tune-id/141620
প্রয়োজনীয় স্ক্রিনসটের ব্যবহার => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/102544
ঠিক ভাবে হেডিং ও সাব হেডিং এর ব্যবহার => https://www.techtunes.io/reports/tune-id/111219
বিভিন্ন পয়েন্ট গুলোকে বুলেট পয়েন্ট করে দেখানো => https://www.techtunes.io/reports/tune-id/111219
টিউনের মাঝে নির্দিষ্ট প্যারা তৈরি করা => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/129685
টিউনে স্ক্রিনসট সহ টিউটোরিয়ালের বিভিন্ন ধাপ দেখানো => https://www.techtunes.io/featured/tune-id/95448
টিউনে কোড থাকলে তা কোড হাইলাইটারের মাধ্যমে উপস্থাপন => https://www.techtunes.io/web-design/tune-id/77692/

ইত্যাদি করে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এই টিউনের ফরমেট গুলোকে আদর্শ হিসেবে নিয়ে সবসময় আপনার টিউন গুলোকে সুন্দর ফরমেটে উপস্থাপন করুন। এতে আপনার টিউনের পাঠযোগ্যতা টিউডার ও টিউজিটরের কাছে বহুগুণে বৃদ্ধি পাবে।

➡ আপনার টিউনে যদি প্রোগ্রামিং সংক্রান্ত টিউন হয় ও টিউনে কোডের ব্যবহার থাকে তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি https://www.techtunes.io/web-design/tune-id/77692/ দেখুন।

➡ টিউন করার আগে কিছু সময় নিয়ে পরিকল্পনা করুন।

➡ টিউডার ও টিউজিটররা বিস্তারিত, যত্ন নিয়ে, প্রয়োজনীয় ছবি যোগ করা ও সাবলীল ভাষার টিউনারদের খুবই পছন্দ করে। তাই সময় নিয়ে সুন্দর ভাবে, পরিপাটি করে ভাষা গুছিয়ে, আপনার মেধার পূর্ণ প্রয়োগ করে বিস্তারিত টিউন করুন।

অসম্পূর্ণ, অগোছালো, সুনির্দিষ্ট নয়, নাম মাত্র টিউন বা কোন রকম টিউন – এ ধরনের টিউন না করে সময় নিয়ে, সুন্দর ভাষার সুষ্ঠু প্রয়োগ করে, মেধার পূর্ণ ব্যবহার করে বিস্তারিত ভাবে টিউন করুন।

➡ কিছুদিন পর পর বা বেশ সময় ব্যবধানে টিউন না করে নিয়মিত টিউন করে কমিউনিটিতে আপনার বিশ্বস্থতা ধরে রাখুন। নিয়মিত টিউনারদের টিউডাররা খুব পছন্দ করে ও আস্থা রাখে। টিউন করার জন্য সপ্তাহের দুটি দিন বেছে নিন। এতে আপনার নিয়মিত টিউন করার ধারাবাহিকতা থাকবে।

টেকটিউনস বিজ্ঞান প্রযুক্তি চর্চার এক উন্মুক্ত সৌশাল নেটওয়ার্ক। টেকটিউনসে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির চিন্তা চেতনা মনন, অভিজ্ঞতার প্রকাশ ঘটান। আপনার বিজ্ঞান ও প্রযুক্তির জানা বিষয় গুলো প্রযুক্তির এই সুবিশাল নেটওয়ার্কে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। নিজেকে একজন মানসম্মত, দ্ক্ষ, কমিউনিটির অন্যদের সাথে বন্ধু ভাবাপন্ন টিউনার হিসেবে গড়ে তুলুন। হয়ে উঠুন একজন আদর্শ টেকটিউনার।

tx Techtunes (admin) 🙂

ধন্যবাদ। Cadillacs and Dinosaurs এর অন্য কোন প্লাস গেমস থাকলে শেয়ার করেন

Khub mozar game share korlen, kentu mostofa fight korar jonno key konta kebabe set korbo? pls aktu bolben ke?

TNXXXXXXXXX

Ami je vabe korchi ,>> Up=w,down=s,left=a,right=d…. Hand=h,jump=j…. coin=c,player 1 start=z…. ami i vabe set korchi, apni apnar nijer suvida moto korte parben

u r wc @Rubel Hossain

@নাহিয়ান apni jei file tar link diyechen seti 18.99 MB, r amr deya ti 7.62mb … And amar ta compressed file eta extract korar por 23mb hoye jabe… so,i think amr deya link ti-e better 🙂 Tnx 4 comment 🙂

Thanks for sharing 🙂

Level 0

@নিসাদ vi apnar file compresser ta o amare den plz

compress winrar diye e korte parben

আর ভাই বাকি ফাইলগুলো কিসের?