delete হয় না এমন ফাইল বা ফোল্ডার কে Delete করুন খুব সহজে (আপনার মেমোরি কার্ড, পেন ড্রাইভ ও কম্পিউটার থেকে)।

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা?
আপনার কম্পিউটার এর হাইড ফাইল বা ফোল্ডার ডিলিট করতে পারছেন না ? মেমোরি, পেনড্রাইভ বা কম্পিউটার এ ভাইরাসে আক্রান্ত করেছে এবং এমন কিছু ফোল্ডার তৈরি হয়েছে যা আপনার পক্ষে ডিলিট করা সম্ভাব না ? তাহলে এই পোস্ট টি আপনার জন্য। হা বন্ধুরা আমি আজ আপনাদের আমনি একটি সফটওয়্যার শেয়ার করব জার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার, মেমোরি কার্ড বা পেনড্রাইভ এর হিডেন ফাইল গুলো খুব সহজেই ডিলিট করতে পারবেন। ভয় পাবেন্না তেমন বড় কোন সফটওয়্যার না, মাত্র 1.2 MB । সফটওয়্যার টির নাম Unlocker তাহলে এখনি ডাউনলোড করুন এবং ডিলেট হয়না এমন ফাইল বা ফোল্ডার ডিলেট করুন।

যেভাবে Delete করবেন

প্রথমে সফটওয়্যার টি আপনার কম্পিউটার এ ডাউনলোড এবং ইনস্টল করুন।
এবার যে ফাইল বা ফোল্ডার টি ডিলিট করবেন সেটার উপর রাইট বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করুন।
এবার No Action এ ক্লিক করে Delete সিলেক্ট করুন এবং ওকে ক্লিক করুন।
এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন দেখুন আপনার ফাওল বা ফোল্ডার টি delete হয়ে গেছে। ( ডিলিট করার পদ্ধতি টা আপনার ফাইল বা ফোল্ডার এর উপর ভিত্তি করে একটু ভিন্ন ও হতে পারে।)

স্কিন সর্ট দিতে চেয়ে ছিলাম।
নেট টা একটু ট্রাবল করায় দিতে পারলাম না বলে দুঃখিত। যদি কার বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন।
পোস্ট টি চিত্র দিয়ে আপডেট করার চেষ্টা করব।
এই ধরনের আরো পোস্ট পেতে এখানে ক্লিক করে আমার সাইটে ঘুরে আসার আমন্ত্রণ রইল।
পোস্ট টি ভাল লাগলে এখানে আমাদের ফ্যান পেজে একটা লাইক দিতে পারেন।
লিখায় ভুল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টি তে দেখবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি abdullah al masud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mone hoy darun hobe , karon $$recycell folder ta delete hoyna so….

    @md. mainul islam: ব্যাবহার করেই দেখেন।

    ট্রাই করুন । ইন্সেয়াল্লাহ হয়েজাবে

Level 0

tnx vai …awesome post

    @dx atik: আপনাকে ও ধন্যবাদ। আমি কম্পিউটার সারভিসিং করি। এই ধরনের সমস্যা আমার কাছে অনেকেই নিয়ে আসে আমি এই সফটওয়্যার এর মাদ্ধমেই করে থাকি।

    ওয়েলকাম

download করলাম ভাই। আশা করি বদ folder গুলির ১৪ গুষ্টি উপড়াইয়া ফেলিমু softwere টির দ্বারা। blog টি ভালই বানিয়েছেন।

    @FAIYAJ BIN REZA: ধন্যবাদ। তবে সাবধান থাইকেন বদ ফোল্ডার উপড়াইয়া গিয়া কামের ফোল্ডার উপড়াইয়া ফালাইয়েন না।

ভাই আপনাকে ধন্যবাদ। ১ টা ফাজিল ফোল্ডার কে ডিলিট করতে পারছি…। আরেকবার আপনাকে ধন্যবাদ। 😀

    @রাহাতুল ইসলাম: আপনাকে ও ধন্যবাদ।

কিছু টরেন্টের ফাইল ঝামেলা করছিলো।
সব ডিলিট করে ফেললাম ।
ধন্যবাদ ভাই ।

Level 0

sob file delete hosse na kisu kisu hosse

    @zamid90: ডিলিট হবে। এই সফটওয়্যার এ আর কিছু অপশন আছে। আপনি যেটি পারছেন না সেটাও হবে একটু ভালো করে চেষ্টা করেন। এই সম্পর্কে বিস্তারিত লিখতে গেলে আর একটা পোস্ট এর দরকার। সময়ের অভাবে লিখতে পারছি না। তবে আমি লিখব একটু সময় পেলেই। আমার ব্লগে খেয়াল রাইখেন। ধন্যবাদ আপনাকে।

কাজে দিবে অনেক thanks

    @রাকিব হাসান: আপনাকে ও ধন্যবাদ

আপনাকে আনেক ধন্যবাদ, আমার কাজ করে ফেলেছি।

    আপনাকে ও ধন্যবাদ মতামত প্রকাশ করার জন্য

Level 0

ভাই পাসোয়ার্ড প্রোটেক্টেড ফাইল ত এই আনলাকার দিয়া ডিলেট করা যায় না

    ডিলিট করার আগে দেখুন মুভ নামে একটা অপশন আছে সেটার মাধ্যমে অন্ন যায়গায় নিয়ে যান
    এবং আবার ট্রাই করুন । ডিলিট হয়েজাবে

ভাই pc আর পেনড্রাইভ sort খাট ফাইল delete কর
মো কিভাবে “”

    পষ্টটি ফলো করুন ডিলিট হবে।
    তবে এতে করে একটু পর আবার চলে আস্তে পারে যেহেতু এগুলো ভাইরাস দারা আক্রান্ত। তাই ভালো একটি এন্টি ভাইরাস ব্যাবহার করুন।
    আর এর জন্য বিস্তারিত বলতে গেলে অনেক বড় কমেন্ট হয়ে যাবে। তবে আমি আপনার সমস্যাটি নিয়ে আরো একটি পোস্ট লিখব। ধন্যবাদ।