কম্পিউটারের স্কিন/গ্রাফিক্স মোড যদি ঘুরে যায় কি করবেন দেখুন

মাঝে মাঝে আমাদের এমন কিছু হয় যে হঠাৎ কম্পিউটারের গ্রাফিক্স মোড ঘুরে গেছে। অর্থাৎ টাষ্কবার উপরের দিকে উঠে গিয়েছে। এই কাজটি হওয়ার কারণ হল কীবোর্ড উল্টোপাল্টা নাড়াচাড়া করার জন্য। আপনি আপনার কীবোর্ড ইচ্ছামত ব্যবহার করতে পারেন। তবে বিনা প্রয়োজনে কম্যান্ড অর্থাৎ Ctrl বা Alt ইত্যাদি বাটান প্রেস করে ধরে অন্য কোন বাটান প্রেস করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ হিসাবে মূলত এই দুইো বাটানকে কম্যান্ড বাটান হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে।

উপরের চিত্রে আমারা দেখতে পাছি টাষ্কবারটা উপরে উঠে গেছে, এখন যদি আমাদের কাজ করতে হয় তাহলে হয়তবা মাথা নিচের দিকে ঝুলিয়ে কাজ করতে হবে। কিন্তু এটাত সম্ভাব না।

যাহোক, আসলে এই ধরনের ঘটনা ঘটেছে Ctrl+Alt+Arrow বাটান প্রেস করার ফলে। অনেকে আবার কীবোর্ড দিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট পেতে চাই, যে দেখি এই দুইটা কী চাপলে কি হয়, এটায় দ্বারা এটা হলো, তাইলে এই দুটাই কি হয়। ব্যাপরটা ঠিক এরাকম কিছু। আর এর ফলে এই ধরনের ঘটনা ঘটে।

হট কী

এই ঘটনা ঘটলে তার সুন্দর এবং সহজ সমাধান হলো হট কী ব্যবহার। অর্থাৎ যখন আপনার মনিটরে এই ধরনের সমস্যা দেখা দেবে তখন কীবোর্ড থেকে Ctrl+Alt বাটান প্রস করে ধরে কীবোর্ড এর মাঝখানের অংশে যে চারটি কী আছে তার মধ্যে থেকে যে কোন একটি ক্লিক করেন। দেখবেন মনিটর আগের অবস্থায় ফিরে আসছে। যদি এতে কাজ না হয় তাহলে তাইলে চিত্র দেখে সঠিক কী টি ক্লিক করুন। আশা করি আপনার সমস্যার সমাধান পাবেন।


ফেসবুকে আমি

Level 0

আমি ব্লগার তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

i am solo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো। তবে আগে জানতাম। নতুনদের জন্য খুব উপকার হবে।

khub valo laglo. thnx vai

আপনাদেও আনেক ধন্যবাদ