ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন পিসিতে

আসসালামুয়ালাইকুম। এটি টেকটিউনসে আমার ২য় টিউন। ২০১৩ সালে টেকটিউনসে যুক্ত হয়েছি। কিন্তু জ্ঞানের স্বল্পতার কারনে অত টিউন করা হয় না। আজ যে সফটওয়্যারটির ব্যাপারে আমি লিখছি সেটি হয়ত অনেকেই ব্যবহার করেছেন। তারপরও যারা জানেন না তাদের জন্য এই টিউন করা।

আপনার কম্পিউটার বা মোবাইলের কোন দরকারি ছবি, ফাইল, গান বা ভিডিও কি আপনি ভুলে ডিলিট করে ফেলেছেন? এখন কি করবেন?? এত দরকারি একটা জিনিস আপনি ডিলিট করে ফেললেন এখন চুল ছিরতে ইচ্ছা করছে তাই না? কোন সমস্যা নেই। এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে ডিলিট করা ফাইলও ফেরত পাওয়ার সফটওয়্যার আবিষ্কার হয়ে গেছে। অনেকেই হয়ত এইরকম অনেক সফটওয়্যার ব্যবহার করেছেন। ডিলিট হওয়া ডাটা পুনরুদ্ধারের জন্য অনেক সফটওয়্যার ই রয়েছে। তবে আমি আজ যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটির নাম “Recuva”।

প্রথমেই http://filehippo.com/download_recuva  থেকে “Recuva” সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর অন্যান্য সফটওয়্যার এর মত ইন্সটল করুন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১। প্রথমে সফটওয়্যার রান করালে নিচের মত পিকচার আসলে নেক্সট দিন।

 

২.আপনি যে ফাইল রিকভার করতে চান ওই টাইপ এ ক্লিক করে নেক্সট দিন

 

৩. আপনি যে ড্রাইভ থেকে ফাইল খুজতে চান সেটা সিলেক্ট করে নেক্সট দিন।

 

৪. এরপর “Enable Deep Scan” দিয়ে নেক্সট দিন

 

 

 

 

 

৫. এরপর আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। আপনি যে ফাইলটি রিকভার করতে চান তা শুধু সিলেক্ট করে রিকভার করুন। আর রিকভার করা ফাইল কোথায় সেভ করবেন তাও দেখিয়ে দিন। ব্যাস আপনার কাজ শেষ।

 

 

আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। আর বুঝতে কোন সমস্যা থাকলে টিউমেন্ট বক্স তো রয়েছেই। কোন ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

 

ফেসবুকে আমি ঃ- http://www.facebook.com/fashopnil

 

 

 

এই টিউনটি পূর্বে http://sourcetune.com/?p=2138 এখানে প্রকাশিত হয়েছে।

 

কিছু মনের কথা বলি। বর্তমানে টেকটিউনসে মানসম্মত টিউন করা অনেক কমে গেছে। কিছু কিছু টিউন দেখলে মনে হয়  নিজস্ব সাইটের বিজ্ঞাপন দিচ্ছেন। এছাড়াও আরও কিছু আজেবাজে টিউন দেখলে টেকটিউনে ঢুকতে ইচ্ছা করে না। আগের টেকটিউনস কে দেখতে চাই। আশা করি অ্যাডমিন প্যানেল ও মডারেটরগন কঠোরভাবে টেকটিউনসের মান বজায় রাখতে সচেষ্ট হবেন। এই টিউন খারাপ হলে এটিও ডিলিট করে দিতে পারেন। কোন দুঃখ নেই। তবে সুন্দর টেকটিউনস চাই।

Level 2

আমি FA Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 444 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি FA Shopnil। মানে ফেরদৌস আলম ষপ্নিল।তিতুমির কলেজ এ ১বম বর্ষের ছাত্র। কম্পিউটার নিয়ে পরে থাকি সারাদিন কিন্তু পারি না কিচ্ছু। Techtunes থেকে অনেক কিছু শিখেছি।আমার অনেক ইচ্ছা কম্পিউটার expert হয়ে ওঠার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

1 mash ager dlt hye jawa data firiye ana jbe ki

    Level 2

    শুধু ১ মাস না। আরও অনেক আগের ডাটা ফেরত আনতে পারবেন।