কম্পিউটার শিক্ষা #২ কম্পিউটার পরিচিতি | কম্পিউটার বিষয়ে যারা নতুন তাদের কাছে কম্পিউটারকে পরিচয় করাতে এই ভিডিও টিউন

তাসনুভা রায়া'র পক্ষ থেকে আপনাকে স্বাগতম।

যখন কম্পিউটারের কথা প্রথম শুনি, তখন এর কাজের কথা শুনে বিস্মিত হয়ে ছিলাম, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। কারণ পুরো গ্রামে কারো কম্পিউটার ছিলো না। পরে যখন প্রথমবার কম্পিউটার দেখলাম, তখন মনিটরের দিকে অবাক হয়ে তাঁকিয়ে ছিলাম। ভেবেছিলাম ওটাই বুঝি কম্পিউটার। জিজ্ঞেস করায় বললো, আরে, এটা কম্পিউটার না, এটা তো মনিটর। ওটাই হলো মূলত কম্পিউটার। কিছু বললাম না তাঁকে। ভাবছিলাম, ঐ বাক্স টা কম্পিউটার হয় কিভাবে। একজন ঐ কম্পিউটারে গেইম খেলছিলো, শুধু তাঁকিয়েই ছিলা। এবার পেলাম কম্পিউটারকে দেখতে, কিন্তু ছুঁতে পারলাম না।

 

 

কয়েক বছর পর আবার দেখা হলো কম্পিউটারের সাথে। একজন কি অবলীলায় কম্পিউটারে কাজ করছে, কিছুক্ষন শুধু দেখলাম, বিস্মিত হয়ে.... সিদ্ধান্ত নিলাম কম্পিউটার শিখবো, যেভাবেই হোক।

কিছুক্ষন পরে আমার দিকে তাঁকালে, জানতে চাইলাম কম্পিউটার জিনিস টা কি, এটা কিভাবে কাজ করে? পরিচিত যন্ত্র যেমন টেলিভিশন বা রেডিও থেকে এটি কিভাবে আলাদা? ঘন্টাখানেক বুঝালেন, আর এমনভাবে বুঝালেন যে আমি কম্পিউটারের ভেতরে ঢুকে গেলাম।

 

 

তিনি আর দশটা মানুষের মতো, কেবল ডিগ্রীধারী ছিলেন না। তিনি ছিলেন সেই মানুষদের মতো যাদের সংস্পর্শে আপনি এক-দুবার আসেন খানিক সময়ের জন্য, কিন্তু তাঁরা সারা জীবন আপনার আদর্শ হয়ে থেকে যায়। এধরণের মানুষ ছায়ার মতো এসে ছায়ার মতো চলে যায়, কিন্তু যা রেখে যায় তার দীপ্তি শেষ হয় না।

সেদিনের পর আমি কম্পিউটার শিখতে নার্সারীর কম্পিউটার বই থেকে শুরু করে প্রায় আট দশটার মত মোটা মোটা বই
যোগার করি, যেকোন বই, পত্রিকা বা ম্যাগাজিনে কম্পিউটার সম্পর্কিত কিছু পেলে বুঝি বা না বুঝি পড়া শুরু করি। আমি চাচ্ছিলাম কম্পিউটার জিনিসটা আসলে কি তা দেখবো ই। কম্পিউটার কি তা বুঝতে যত বই ই পড়লাম কোন বইতেই তেমনভাবে বুঝায় নি যেমনভাবে তিনি বুঝিয়েছিলেন। অথচ ঐ লেখকগণ ছিলেন কম্পিউটার বিষয়ে উচ্চডিগ্রীধারী, অন্যদিকে তাঁর কম্পিউটার বিষয়ে কোন ডিগ্রীই ছিলো না, কিন্তু তিনি যেভাবে কম্পিউটারকে ধারণ করেছিলেন তা আমাকে অনুপ্রাণীত করেছিলো কম্পিউটার শেখায়।

তখন থেকেই একটা ইচ্ছে দানা বেধেছিলো, পারলে কম্পিউটার শেখানো নিয়ে কিছু করবো। এ ইচ্ছে থেকে কদিন আগে একটি ভিডিও প্রকাশ করি যাতে কম্পিউটার বিষয়ে একেবারে নতুনদের জন্য কম্পিউটার জিনিসটা কি তার একটা সামান্য কিন্তু খুবই সরল ধারণা দেয়া হয়।

আজকে ওটা থেকে একটু সম্প্রসারিত ধারণা দেয়ার জন্য আরও একটি ভিডিও টি দেয়া হলো। আশা করি ভিডিওটি থেকে আপনি সামান্য হলেও কিছু জানতে পারবেন।

নিচে ভিডিওটির ডাউনলোড লিংক দেয়া আছে, আপনি চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। তাছাড়া ভিডিওর পাশাপাশি পিডিএফ ও এমপিথ্রি অডিওর লিংকও দেয়া হয়েছে।

বোধকরি ভিডিওটি দেখতে তেমন খারাপ লাগবে না, কারণ এর হাই ডেফিনিশন ইমেজ ও সচ্ছ অডিও আপনার কম্পিউটার শেখায় সামান্য হলেও প্রভাব ফেলতে পারে বলে আমার ধারণা।

ভালো থাকবেন

[ গত পর্ব ]

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

Download Links | ডাউনলোড লিংক

ডাউনলোড ভিডিও | সাইজ: ২১.৫ মেগাবাইট [1080p]
ডাউনলোড অডিও | সাইজ: ৪.৫৬ মেগাবাইট [256 kbps]
ডাউনলোড PDF | সাইজ: ২২১ কিলোবাইট

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

 

 

মূল স্ক্রিপ্ট | কম্পিউটার পরিচিতি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আজকাল আমরা প্রায় সবাই নানান ধরণের কম্পিউটার ব্যবহার করছি, ডেস্কটপ কম্পিউটার থেকে স্মার্টফোন। আমরা যেভাবে বেঁচে থাকায় অভ্যস্ত ছিলাম তা এদের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে। কিন্তু আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করেছি, কম্পিউটার জিনিসটা আসলে কি? কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, যা ডাটা বা তথ্য প্রক্রিয়াকরণ করে। ডাটা হলো কম্পিউটার কাছে এক ও শূণ্য। অর্থাৎ কম্পিউটার ডাটাকে চেনে এক ও শূণ্য হিসেবে। কিন্তু কম্পিউটার জানে কিভাবে ডাটাকে আরও জটিল কিছুতে রূপান্তর করতে হয়, যেমন ছবি, মুভি, ওয়েবসাইট, গেইমস ও আরও অনেক কিছু। হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ে কম্পিউটার গঠিত। কম্পিউটার যেসকল যন্ত্রাংশ নিয়ে গঠিত সেগুলো ই হলো হার্ডওয়্যার। যেমন প্রসেসর, কিবোর্ড, মনিটর। অপরদিকে সফটওয়্যার হলো একগুচ্ছ নির্দেশনার সমষ্টি, যা হার্ডওয়্যারকে নির্দেশ করে হার্ডওয়্যার কি করবে, যেমন ওয়েব ব্রাউজার, মিডিয়া প্লেয়ার, ওয়ার্ড প্রসেসর। যখন বেশীরভাগ মানুষ কম্পিউটারের কথা বলে, তাঁরা সাধারণত পার্সোনাল কম্পিউটারের কথাই বলে। এটি হতে পারে ডেস্কটপ কিংবা ল্যাপটপ। এরা উভয়েই মূলত একই কাজ করে। পার্সোনাল কম্পিউটার সাধারণত দুই ধরণের, পিসি ও ম্যাক। এর মধ্যে পিসি হলো সবচেয়ে পরিচিত। পিসি প্রস্তুত করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা অনেক। আর পিসিতে সাধারণত থাকে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিষ্টেম। অন্যদিকে ম্যাক প্রস্তুত করে কেবল একটিমাত্র প্রতিষ্ঠান, অ্যাপল। আর এতে থাকে ম্যাক ওএস এক্স অপারেটিং সিষ্টেম। অপারেটিং সিষ্টেম হলো, একটি কম্পিউটারের প্রধান বা মূল সফটওয়্যার, যা ব্যাতীত কম্পিউটার হয় না।

তাছাড়া আরও নানা আকার ও আকৃতির কম্পিউটার রয়েছে। যেমন- স্মার্টফোন, ট্যাবলেট, গেইম কনসোল। এমনকি আজকাল এক ধরণের টিভি পাওয়া যাচ্ছে যাতে বিল্ট-ইন কম্পিউটার রয়েছে। এ টিভিগুলো স্মার্ট টিভি নামে পরিচিত। যদিও ডেস্কটপ ও ল্যাপটপের সাহায্যে যত কাজ করা যায়, এদের সাহায্যে তত কাজ করা সম্ভব নয়। আরেক ধরণের কম্পিউটার রয়েছে, যার ভূমিকা আমাদের জীবনে অনেক বেশী। সার্ভার। সার্ভারের কাজ হলো তথ্য সরবরাহ করা। সার্ভার নেটওয়ার্কে যুক্ত সকল কম্পিউটারে তথ্য সরবরাহ করে। প্রকৃতপক্ষে যতবারই আপনি ইন্টারনেট ব্যবহার করেন, ওয়েব সার্ভার রা ই আপনাকে সেই ওয়েবপেইজ টি সরবরাহ করছে, যা আপনি দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারে। বিভিন্ন অফিস ও ব্যাংকেও সার্ভার ব্যাবহৃত হয় তথ্য সংরক্ষণ ও সরবরাহ করার জন্য। আপনি তাহলে এখন বুঝতেই পারছেন, বিভিন্ন ধরণের কম্পিউটার রয়েছে, যা আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করছে।

Level 0

আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন টিউন । চালিয়ে যান আপু