কম্পিউটার শিক্ষা #১০ BIOS পরিচিতি

তাসনুভা রায়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম

BIOS (বায়োস) কি, বায়োস মেন্যুতে কিভাবে যেতে হয়, বায়োসের কাজ কি? তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।

 
 


 

কম্পিউটার তাঁর সকল কাজ সম্পন্ন করে একটির পর একটি নির্দেশ পালনের মাধ্যমে। পাওয়ার বাটনে চাপ দেওয়ার পর প্রথম যে নির্দেশগুলো কম্পিউটার পালন করে সে নির্দেশগুলো সংরক্ষিত থাকে একটি Electronic Chip এ। এই চিপ টির নাম BIOS, এটি মাদারবোর্ড এ থাকে।
 

 
হার্ডওয়্যার ও সফটওয়্যারের যোগাযোগ ঘটে BIOS এর সাহায্যে। BIOS এ থাকা নির্দেশগুলো পালনের মাধ্যমে প্রসেসর কম্পিউটারের সকল
যন্ত্রের সথে যোগাযোগ করে এবং এদের নিয়ন্ত্রণ করে।
 

 
BIOS না থাকলে Procssor জানতো না কম্পিউটারের যন্ত্রগুলো জায়গামতো আছে কি না, ঠিকঠাক চলছে কি না, কিভাবে কম্পিউটারের
যন্ত্রগুলোর সথে যোগাযোগ করতে হয়, কিভাবে কম্পিউটার চালু করতে হয়।
 
প্রতিবারই Power বাটনে চাপ দেওয়ার পর BIOS এর সরব উপস্থিতির কারণেই আপনার কম্পিউটার ঠিকভাবে চালু হচ্ছে। BIOS এর সাহায্যে
আপনি জানতে পারছেন Procssor ও অন্য যন্ত্রগুলোর তাপমাত্রা, ভোল্টেজ, কাজের গতি-প্রকৃতি, ত্রুটি।
 
আপনি Power বাটনে চাপ দেওয়ার পর থেকে কম্পিউটার পুরোপুরি চালু হওয়ার আগ পর্যন্ত যত কাজ করতে হয় তাঁর নির্দেশনা Procssor
BIOS থেকে পায়।
 
আপনি চাইলে BIOS এর সাহায্যে Procssor এর গতি কমাতে বা বাড়াতে পারেন, কম্পিউটার চালু হওয়ার সময় কোন অপারেটিং সিস্টেম
লোড হবে তা নির্ধারণ করতে পারেন। এ কাজগুলো করতে BIOS মেন্যুতে যেতে হবে।
 
BIOS মেন্যুতে যাওয়ার জন্য কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ডের একটি নির্দিষ্ট বাটন বা কি চাপতে হয়। এই বাটন টি বিভিন্ন মাদারবোর্ড
এ বিভিন্ন রকম হয়। যেমন ASUS ও Gigabyte মাদারবোর্ড এ Delete বাটন চাপতে হয় কিন্তু Intel মাদারবোর্ড এ চাপতে হয় F2 বাটন।
 
আপনার মাদারবোর্ডের জন্য কোন বাটন চাপতে হবে তা জানতে কম্পিউটার চালু হওয়ার সময় মনিটরের নিচ দিকে লক্ষ্য রাখুন। তাছাড়া
আপনি মাদারবোর্ডের ম্যানুয়েল থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন।

 
 

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+

Download Links | ডাউনলোড লিংক

ডাউনলোড ভিডিও | সাইজ: 18 মেগাবাইট [720p]
ডাউনলোড অডিও | সাইজ: 3 মেগাবাইট [192 kbps]
ডাউনলোড PDF | সাইজ: 222 কিলোবাইট

 

-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+
আগের পর্বগুলো

কম্পিউটার শিক্ষা #১ কম্পিউটারের ধারণা | কম্পিউটার সম্পর্কে যারা কিচ্ছু জানে না তাদের জন্য এই ভিডিও
কম্পিউটার শিক্ষা #২ কম্পিউটার পরিচিতি | কম্পিউটার বিষয়ে যারা নতুন তাদের কাছে কম্পিউটারকে পরিচয় করাতে এই ভিডিও টিউন
কম্পিউটার শিক্ষা #৩ কম্পিউটারের পরিচয় ও গঠন
কম্পিউটার শিক্ষা #৪ কম্পিউটার কি?
কম্পিউটার শিক্ষা #৫ কম্পিউটারের ইতিহাস
কম্পিউটার শিক্ষা #৬ কম্পিউটার কেনার নির্দেশিকা | আপনি কি কম্পিউটার কেনার কথা ভাবছেন? তাহলে এই টিউনটি আপনার জন্য
কম্পিউটার শিক্ষা #৮ কম্পিউটার যেভাবে কাজ করে

কম্পিউটার শিক্ষা #৯ কম্পিউটার যেভাবে চালু হয়

Level 0

আমি তাসনুভা রায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Youtube থেকে আগেই দেখেছিলাম । তবে আমার সমস্যার সমাধান কই আপু 😀

    আমি পরশু রাতে আপনার পোস্ট পড়ে কয়েক ঘন্টা ঘাটাঘাটি করেছি কিন্তু কোন সমাধান পাইনি বলে আপনাকে জানাই নি। আবার ও ট্রাই করবো, একটু সময় নিয়ে। আপনাকে কিছু প্রশ্ন করার ছিলো এ বিষয়ে। রাতে করবো, এখন অনেক ক্লান্ত।

ভালো পোস্ট .

আমি IDB কোর্স করতেছি, আপনার টিউটোরিয়াল গুলো অনেকটা এর মত. ভাল লাগল ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ ভাইয়া, আচ্ছা আপনি কি IDB-BISEW IT Scholarship এর কথা বলছেন?

Ki bolbo cinta kotesi…. .. .

apuuu 🙂

apu Bios Update Shomporke jodi kono post korten…..upokrito hoitam

চিন্তার বিষয় এতো কষ্ট করেন কোন কারনে………

    ভাইয়া কি বলতে চাইলেন ঠিক বুঝলাম না, দয়া করে একটু বুঝিয়ে বলবেন কি?