প্রতিকার সহ জেনে নিন কম্পিউটার হ্যাং (আনরেসপন্সিভ) হয়ে যাওয়ার কারণ সমূহ!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কম্পিউটার আনরেসপন্সিভ হয়ে যাওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে আমার আজকের মেগা টিউন।

কম্পিউটার হ্যাং (আনরেসপন্সিভ) হওয়ার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আপনি হয়তো কোন কাজ করছেন এমন সময় দেখলেন হঠাৎ করেই কিবোর্ড কোন কাজ করছে না, কাজ করছে না মাউসও। পিসিতে কোন কমান্ড দিতে পারছেন না, পিসি আপন মনে চলছে কিংবা নিজের ইচ্ছেই বন্ধ হয়ে আছে। এমন অবস্থাকে আমরা সাধারণত কম্পিউটার হ্যাং হওয়া বলে অভিহিত করে থাকি। কম্পিউটার কিংবা কম্পিউটারের সিস্টেম যখন হ্যাং হয়ে যায় তখন সাধারনত সিপিইউ ইউজ ১০০% দেখায়। যারা সিপিইউ মিটার ব্যবহার করেন তাদের কাছে এটা দৃষ্টিগোচর হওয়ার কথা। যাহোক, কখনো কি মনে হয়েছে কম্পিউটার কেন এমন হ্যাং হয়ে যায়? আর হ্যাং হয়ে গেলে আমাদের করণীয় কী? আজকের টিউনে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো সিস্টেম হ্যাং হয়ে যাওয়ার কারণ সমূহ। এবং অতি অবশ্যই সিস্টেম হ্যাং হয়ে যাওয়ার কারণের পাশাপাশি এর প্রতিকারও বলা হবে। সিস্টেম হ্যাং হয়ে যাওয়ার মিলিয়ন কারণ থাকলেও আমরা কেবল তাদের মাঝে সবচেয়ে কমন এবং সর্বাধিক ঘটা কারণগুলো নিয়ে আলোচনা করবো।

হার্ডওয়্যার ইনকম্প্যাটিবিলিটি

অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়া কিংবা হ্যাং হওয়ার অনেক বড় কারণ হলো হার্ডওয়্যার ইনকম্প্যাটিবিলিটি। সেই হার্ডওয়্যার অনেক কিছুই হতে পারে। যেমন, কম্পিউটারের মাউস, কিবোর্ড, সিডি ড্রাইভ, হার্ডওয়্যার এমনকি ইউএসবি ডিভাইসের জন্য কম্পিউটার হ্যাং হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে হার্ডওয়্যার ইনকম্প্যাটিবল থাকলে কম্পিউটার স্ক্রিণ নীল হয়ে যায়। একে বলা হয় “Blue Screen of Death (BSOD)”। এই ধরনের ব্লু-স্ক্রিন সমস্যা শুধুমাত্র অতিপ্রয়োজনীয় হার্ডওয়্যার ক্ষতিগ্রস্থ হলে দেখা দেয়। যেমন, হার্ডড্রাইভ, ফিজিক্যাল মেমোরি (র‍্যাম) ইত্যাদি।

ড্রাইভার সমস্যা – চালকের সাথে নো ঝামেলা

যদি হার্ডওয়্যারে কোন সমস্যা না থাকে তাহলে ড্রাইভার হলো পরবর্তি বিবেচ্য বিষয়। কারণ ড্রাইভারগুলোই হার্ডওয়্যারগুলোকে পরিচালনা করে। অনেক সময় কম্পিউটারের ড্রাইভার সমস্যার কারণে সিস্টেম আনরেসপন্সিভ হয়ে যায়। মজার ব্যাপার হলো টিউনটি যখন লিখছি ঠিক তখনই কোন কারণ ছাড়ায় গ্রাফিক্স ড্রাইভার এরর দেখিয়ে আমার পিসির স্ক্রিন লাইট একবার চলে যাচ্ছিলো আবার ফিরে আসছিলো। তো এরকম সাউন্ড ড্রাইভার, ব্লুটুথ, ওয়্যারলেস কিংবা অন্যান্য ড্রাইভারে সমস্যা দেখা দিতে পারে। এমন অবস্থায় পুরাতন ড্রাইভার আনইনস্টল করে নতুন ড্রাইভার ইনস্টল করতে হবে। তাছাড়া নিয়মিত ড্রাইভার আপডেট করা গুড প্র্যাকটিস হিসাবে গণ্য করা হয়।

উইন্ডোজ রেজিস্ট্রি এরর – প্রাণ নিয়ে টানাটানি

উইন্ডোজ এবং উইন্ডোজ রেজিস্ট্রি হলো খুবই জটিল একটি সৃষ্টি। খুব সামান্য একটু রেজিস্ট্রি এরর এর কারণে শুধু কোন প্রোগ্রাম না বরং পুরো কম্পিউটার অচল হয়ে যেতে পারে। কোন প্রোগ্রাম যখন কম্পিউটারে ইনস্টল করা হয় তখন তার সাথে অনেক রেজিস্ট্রি এনট্রি হয়ে যায়। আবার সেগুলো আনইনস্টল করলেও অনেক সময় রেজিস্ট্রি রিমুভ হয় না। এর ফলে কম্পিউটারে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাছাড়া কম্পিউটারের রেজিস্ট্রিগুলো কোন কারণে ক্ষতিগ্রস্ত হলে সেগুলোর কারণেও কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। তাই কম্পিউটার হ্যাং এড়াতে নিয়মিত রেজিস্ট্রি পরিষ্কার করতে হবে। কম্পিউটারে রেজিস্ট্রি ক্লিন করার জন্য আমার দেখা অন্যতম ভালো সফটওয়্যারটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

ম্যালওয়্যার – ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজান, এডওয়্যার

বিভিন্ন ম্যালওয়্যারের আক্রমনে কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। কোন ধরনের ম্যালওয়্যার কী ধরনের ক্ষতি করে সে বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। স্পাইওয়্যার, এডওয়্যার, ট্রোজান ইত্যাদি ম্যালওয়্যারগুলো প্রতিনিয়ত ইন্টারনেটে আপলোড করা হচ্ছে। সেগুলো‌ই হয়তো আপনার অজ্ঞাতসারেই কম্পিউটারে ডাউনলোড হয়ে সিস্টেম স্লো করে দিচ্ছে। আর এ কারণে খুব ভালোমানের ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করা উচিত। আমার প্রিয় ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারগুলো হলো, ইসেট স্মার্ট সিকিউরিটি এবং এভিজি ইন্টারনেট সিকিউরিটি। শুধু ইন্টারনেট সিকিউরিটি প্রোগ্রাম থাকলেই হবে না। এগুলোকে নিয়মিত আপডেট করতে হবে এবং কম্পিউটার স্ক্যান করতে হবে।

এন্টিভাইরাস প্রোগ্রাম – রক্ষক যখন ভক্ষক

মজার ব্যাপার হলো একটু আগে আমি কম্পিউটারের নিরাপত্তার ক্ষেত্রে যে এন্টি ম্যালওয়্যার প্রোগ্রামের কথা বললাম সেগুলোর কারণেই কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। একটি কম্পিউটারে যদি একাধিক এন্টিভাইরাস প্রোগ্রাম ইনস্টল করা থাকে তাহলে কম্পিউটার নির্ঘাত হ্যাং হয়ে যাবে। তাছাড়া বর্তমান বাজারে প্রচলিত যতো এন্টিভাইরাস প্রোগ্রাম আছে তাদের অধিকাংশ কম্পিউটার স্লো করে ফেলে। এ কারণে এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে কোন এন্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করিনা। যদি করি তাহলে উপরে রিকমেন্ড করা এন্টিভাইরাস দুটির যেকোন একটি সাময়িকের জন্য ব্যবহার করি।

কম্পিউটার কিংবা ওয়েব অ্যাপ্লিকেশনে বাগ

সাধারনত অ্যাপ্লিকেশনে বাগ থাকলে সেই অ্যাপ্লিকেশন পিসিতে চালালে পিসি হ্যাং হয়ে যায়। অনেক সময় ফায়ারফক্স, ক্রোম ইত্যাদি ব্রাউজারগুলোকেই হ্যাং হয়ে যেতে দেখা দেখা যায়। এর কারণ হলো আপনি যে ওয়েব সাইট ব্যবহার করছেন সেখানে কোডিং এ বড় ধরনের বাগ আছে। সমস্যাটা শুধু আমারই হয় কিনা জানিনা, মাঝে মাঝে টেকটিউনসে ঢুকলেই আমার ব্রাউজার হ্যাং হয়ে যায়, হা হা হা। যাহোক, যদি আপনি সৌভাগ্যবশত ধরতে পারেন যে কোন প্রোগ্রামের কারণে সমস্যা হচ্ছে তাহলে সাথে সাথে সেটা রেজিস্ট্রিসহ আনইনস্টল করে ফেলুন।

কাস্টম সেটিংস – অতিচালাকের ভবিষ্যৎ সব সময় ভালো হয় না

অনেক সময় আমরা টেকটিউনসে কিংবা আরও কিছু আন্তর্জাতিক মানের ওয়েব সাইটে পিসির স্পিড আপ করার জন্য বিভিন্ন রেজিস্ট্রি এডিট, ডিফল্ট প্রোগ্রাম চেইঞ্জ কিংবা আরও অনেক থার্ডপার্টি সফটওয়্যারের ব্যবহার দেখে থাকি। কিন্তু আমাদের এই চেইঞ্জগুলো সব সময় ফলপ্রসূ হয় না। এ কারণে কোন বিষয়ে বিস্তারিত না জেনে কারও কথায় হুটহাট কোন সেটিং পরিবর্তন করবেন না। যদি করতেই চান তাহলে অবশ্যই তার আগে উক্ত সেটাপের ব্যাকাপ নিয়ে রাখবেন। তারফলে সমস্যা দেখা দিলে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

➡ ইমেইলে আমার সকল টিউনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄

FB PageProfileTwitterLinkedInGPlusSubscriptionMail

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সানিম মাহবীর ফাহাদ ভাই@ মানেই অসাধারণ টিউন

আপনার টিউন আমার খুব ভালো লাগে। আপানার টিউন থেকে নতুন কিছু শিখতে পারি। আপনি রসায়নে না পড়ে কম্পিউটার সায়েন্সে পড়লে ভালো হত।

    আমি যদি রসায়নে না পড়ে কম্পিউটার সায়েন্সে পড়তাম তাহলে হয়তো রসায়নের মতো কম্পিউটার রিলেটেড টপিক্সেও আগ্রহ হারিয়ে ফেলতাম।

আপানার টিউন থেকে নতুন কিছু শিখতে পারি। আপনি রসায়নে না পড়ে কম্পিউটার সায়েন্সে পড়লে ভালো হত।

Awesome tune thanks For sharing ^^

ফাহিম ভাই, ধন্যবাদ আপনার টিউনের অক্ষুণ্ণ ধারাবাহিকতা বজায় রাখার জন্য। টিউনের সমস্যা উল্লেখের পাশাপাশি সফটওয়ার সাজেষ্ট করলে উপকৃত হতাম। 🙂

বিশেষ করে আমার জন্য একটা টপ লিষ্টেট ইন্টারনেট সিকিউরিট(ফ্রী)।

    ফ্রিতে প্রিমিয়াম পেলে চলবে? এভিজি ইন্টারনেট সিকিউরিটি ট্রায়াল ভার্সন ডাউনলোড করেন। তারপর নিচের লাইসেন্সগুলো ব্যবহার করে ফুল ভার্সন করে ফেলুন।

    8MEH-R78BH-EYG8L-MLMVA-Z2RWY-GEMBR-ACED
    8MEH-R9Q3V-ZHN2T-92KCR-AYPHR-YEMBR-ACED
    8MEH-RYH2W-SAT6N-H2HGA-WPAXZ-9EMBR-ACED
    8MEH-RFOD4-SXWR8-JRTQA-J66DN-WEMBR-ACED
    8MEH-RYGA4-P8CR8-WQV7A-7ZMJ4-8EMBR-ACED
    8MEH-RYH2W-SAT6N-H2HGA-W2AS2-9EMBR-ACED
    8MEH-RFOD4-SXWR8-JRTQA-J66DN-WEMBR-ACED
    8MEH-RYGA4-P8CR8-WQV7A-7ZMJ4-8EMBR-ACED
    8MEH-REJA9-D2M3S-337LR-DAXEM-REMBR-ACED
    8MEH-RBG6H-9C2PW-G499A-LPHAP-8EMBR-ACED
    8MEH-RRX6F-OD26X-H9ZCR-XQDX9-PEMBR-ACED
    8MEH-RCKOP-BP9KK-YW8EA-6OKSL-SEMBR-ACED
    8MEH-R78BH-EYG8L-MLMVA-Z2RWY-GEMBR-ACED
    8MEH-R9Q3V-ZHN2T-92KCR-AYPHR-YEMBR-ACED
    8MEH-RYH2W-SAT6N-H2HGA-WPAXZ-9EMBR-ACED
    8MEH-RG9B7-BG7WC-PXRCR-JF3UP-HEMBR-ACED
    8MEH-RG9B7-BG7WC-PXRCR-JF3UP-HEMBR-ACED

দুঃখিত 🙁 @সানিম মাহবীর ফাহাদ ভাই আপনার নামটা অনাকাংখিতভাবে ভুল লিখার জন্য :'(

আমার কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল করলে কম্পিউটার স্লো হয়ে যায়। তাই আমি অ্যান্টিভাইরাস ব্যবহার করিনা।

    আমিও ব্যবহার করিনা। তবে যদি কখনো এফেক্টেড হয় তখন একবার এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে নেই।

ভাইরাস যে কি জিনিস সেটা আমি খুব ভালো করেই জানি। একবার আমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারপর কম্পিউটারের সমস্ত ফাইলে ভাইরাস ঢুকে যায়। তারপর এন্টিভাইরাস ইন্সটল করলাম কিন্তু এন্টিভাইরাসকেও রেহাই দিল না সর্বনাশা ট্রোজান হর্স। তারপর আর কি করব, মূল্যবান কম্পিউটারটাকে বাঁচাতে সবগুলো হার্ডডিস্ক ড্রাইভ ফরমেট দিতে হল। আমার মত আর কাউকে যেন ভাইরাসের সমস্যায় ভোগতে না হয় সেই কামনাই করি।

    সতর্কতার সাথে কম্পিউটার ব্যবহার করলে এ ধরনের সমস্যায় পড়তে হয় না। কই আমি তো ছোটবেলা থেকেই কম্পিউটার ব্যবহার করি। আমার তো এরকম কখনো হয়নি। তাছাড়া আমার কম্পিউটার যতোক্ষণ চালু থাকে ইন্টারনেট কানেকশন দেওয়ায় থাকে।

ফাহাদ ভাই আপনি এই টিউনে যে যে সমস্যা গুলোর কথা উল্লেখ করেছেন তার অনেকগুলোর সাথেই আমি পরিচিত। কারণ আমি বিভিন্ন সময় এই সমস্যা গুলোর সম্মূখীন হয়েছি।

    এর ফলে বুঝা যাচ্ছে আপনি কম্পিউটারের প্রতি যত্নশীল না। কম্পিউটার একটু বুঝে শুনে চালাবেন।

ভাইয়া, adobe photoshop cc 2015 Nov Update এর ডাউনলোড দিলে কৃতঞ্জ থাকিতাম।

    আমি যতোটুকু জানি অনলাইনে জুলাইয়ের আপডেট পাওয়া যায়। নভেম্বর মাসেরটা খুঁজে পেলাম না 🙁

মাত্রাতিরিক্ত ভালো টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ ফাহাদ ভাই ।
এক কথায় অসাধারণ, ভালো থাকবেন আর আমাদের মাতিয়ে রাখুন প্রযুক্তির সুরে ।

    আরে অভিষেক ভাই, এতোদিন পরে কোথা থেকে উদয় হলেন? আপনার টিউনগুলোকে অনেক মিস করি। আশা করি আমাদের ভুলে যাবেন না।

ভাইয়া, বিরক্ত হবেন না দয়া করে, http://www.adobe.com/products/photoshop/features.html এখানে কি Nov update না july টা ই?
আপনার সুদৃষ্টি কামনা করিছ।

    দেখে তো মনে হচ্ছে এটা নভেম্বেরর। তবে ২০১৫ বললে সেটা জুলাই এর আর ২০১৫.১ বললে সেটা নভেম্বর হবে।

অসাধারন হয়েছে ভাই । ধন্যবাদ সুন্দর এই টিউনটির জন্য।

অামারতো মনে হয় বাংলার ঘরে ঘরে পিসি স্লো হবার ভীতিকর দু:স্বপ্নের কারন এইসব “এন্টি”গুলা…..কত রকম লজিকের মানুষ যে দেখেছি এন্টিভাইরাস, এন্টিম্যালওয়্যার ব্যবহারের পক্ষে- এন্টি অামি নিজেও ইউজ করি, কিন্তু সেটা নেহায়েতই অামার বেখেয়ালীপনাকে সুরক্ষা দেবার জন্য, কিছুটা অানসেইফ লাগে তা না হলে- বিশেষত কলমিপথ (pendrive) কিংবা মুভির সাইটগুলো হয়ে বিনা অামন্ত্রণে অাসা অতিথিদের রুখতেই কিছুটা প্রয়াস করি…..এছাড়া এটার প্রতি কোন অমর প্রেম অামার নাই……
এমনকি টেকি পাবলিকদেরও দেখেছি এন্টির জন্য কীরকম অবসেসড হয়ে যেতে- সেদিনতো একজন বলেই বসছে- “দাদা, এন্টি ছাড়াতো মনে হয় নেট চালানো যায় না, না?“…….শুনে একটু কষ্টই পাইছি যে কে তারে এই ভয় পাওয়াইলো? 😡 তবে মানুষ কিন্তু ভয় পেতে ভালোইবাসে- সে যে পথেই হোক 😉

ইসেট অামারও পছন্দের…..অন্যরা যেরকম বিতিকিচ্ছিরি ঝামেলা করে (প্রতিটা অনলাইন লিংকের পাশে ভেরিফিকেশনের সবুজ বাত্তি, কথায় কথায় বাহুল্যময় অনুমতি- না হলে কান্নাকাটি, পারফর্মেন্স গিলে খাওয়া) তা দেখলে গলায় দড়ি দিতে ইচ্ছে করে 👿 তাছাড়া ইনষ্টলার হিসেবেও জানালার জন্য থার্ড পার্টি সফটুই পছন্দ করি অামি……

অনলাইনের চোরাবালিতে নেমে যদি একটু সতর্ক নিজেই না থাকি তাহলে কম্পুর মতো বন্দুকে হাত না দেয়াই ভাল…..ট্রিগার চাপব কিন্তু পেছনে অাগুনের ফুলকি এড়াব-তা কি হয়?

টিউনটা ভালাই পাইছি…….তয় সবসুময় হুদাই কম কম লাগে 😛 ধইন্যা লইয়েন কেজিতে কেজিতে…..

***টাইপো: অন্যন্ন -> অন্যান্য

    সত্যি বলতে ওয়ার্ড এর দিক থেকে এখন টেকটিউনসের ন্যুনতম স্ট্যান্ডার্ড মেনে টিউন করি। তাই আকার আয়তন আমার নিজের কাছেও কম মনে হয়। তাই অল্প কথায় বুঝাতে চেষ্টা করি।

    এন্টিভাইরাসের প্রতি বছর খানেক আগে হঠাৎ করেই একটা এন্টি মনোভাব তৈরি হয়ে গিয়েছিলো। সেটা এতোদিনেও কমেনি। তাছাড়া ক্র্যাক প্যাচ নিয়ে কারবার করতে গেলে বারবার বাধ সাধে। এন্টির কারনে পিসিতে সবকিছু জিপ করে রাখতে হয়। প্রয়োজনে এন্টি ডিজএবল করা মহাবিরক্তিকর ব্যাপার। তাই এক্কেবারে গুডবাই জানিয়ে দিয়েছি।

    অনলাইন জগতের অলিগলিতে নিত্য পদচারণা থাকলেও ভয়ভীতি জিনিসটা মনে এখনো পয়দা হয়নি। মোটামুটি নিজের মহল্লা মনে করে নির্ভয়ে পথ চলি। পিসিতে মোর সোনার কোন খনি নেই। সো যা হবার হয়ে যাক না। ক্লাউড এর যুগে এন্টিভাইরাসকে কে ডরায়।

    পরিশেষে এতো সুন্দর টিউমেন্টের জন্য আপনার দেওয়া কেজি কেজি ধইন্যা হতে সামান্য একটু ঘুরিয়ে ফেরত দিলাম 🙂

আমি ইসেট চালাই। খুব ভাল। কোন স্ল করে না

    আমিও এককালে ইসেট নির্ভর ছিলাম। কিন্তু লাইসেন্স নিয়ে মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়।

অনেক ভাল হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার টিউন বরাবর ই আমার প্রিয়.এন্টিভাইরাস নিয়ে কোন টিউন করলে উপকারে আসতো.বিশেষ করে eset smart security 9 এর উপর আর activation crack Download Link সহ দিবেন …plz

    ধন্যবাদ ভাই। ইসেট নিয়ে টেকটিউনসে কিছু টিউন আছে। সময় করে খুঁজে বের করে পড়ে নিতে পারেন।

হ্যালো
আপনার সাথে আমার একটু কথা ছিলো
সেটা হয়তো ইমেলে বলতে পারলে ভালো হবে
যদি আপনি সানিম মাহবীর ফাহাদ ভাই সম্মতি দিন তাহলে আমাকে
একটা মেইল করবেন
আশা করি সেখানে বিস্তারিত আপনাকে বলতে পারবো
[email protected]

    টিউনের শেষে আমার সাথে যোগাযোগের সব ধরনের এড্রেস দেওয়া আছে। যেকোন ভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ 🙂