কম্পিউটারের সি ড্রাইভের জায়গা স্বল্পতা কিভাবে দূর করবেন, সি ড্রাইভের জায়গা বাড়িয়ে কম্পিউটারের গতি বাড়িয়ে নিন।

আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে কম্পিউটারের সি ড্রাইভের স্পেস বাড়ানো যায়। প্রায়ই দেখা যায় কম্পিউটারের সি ড্রাইভের স্পেস অটোমেটিক কমে যাচ্ছে। সি ড্রাইভে কম স্পেস থাকলে কম্পিউটারের গতি কমে যায়। আমি Windows 8 এর আগে ভার্সনগুলোতে এই সমস্যা দেখিনি। কিন্তু Windows 8 থেকে এই সমস্যা দেখা যায়। নিচে কিছু পদ্ধতি বলছি যার মাধ্যমে আপনি সি ড্রাইভের স্পেস কিছুটা বাড়াতে পারবেন।

১. প্রথমে আপনার কম্পিউটারের “Downloads” folder চেক করুন। আমরা যখনই কিছু ডাউনলোড করি তখন কোথায় ডাউনলোড করব সেটা সিলেক্ট করে না দিলে সেটা ডাউনলোডস ফোল্ডারে চলে যায়। এই ফোল্ডার সি ড্রাইভে থাকে। তাই এই ফোল্ডারে বেশি ফাইল থাকলে সি ড্রাইভের স্পেস কমে যায়। এই ফোল্ডার থেকে ফাইল গুলো অন্য ড্রাইভে সরিয়ে রাখুন।

২. কম্পিউটারের ডেস্কটপে শর্টকাট ফাইল বাদে অন্য কোন বড় ফাইল থাকলে তা সরিয়ে অন্য ড্রাইভে রাখুন।

৩. “Documents” ফোল্ডারে যতসম্ভব কম ফাইল রাখুন।

৪. কম্পিউটারের রান অপশনে যান। Windows key+r অথবা search এ গিয়ে run লিখে এন্টার করুন। এবার রানে “temp” লিখে এন্টার করুন। একটা ফোল্ডার ওপেন হবে যেখানে অনেক ফাইল থাকবে। সব ফাইল সিলেক্ট করে ডিলেট করে দিন। এগুলো অদরকারী ফাইল এবং ডিলেট করলে কোন সমস্যা হবে না। কিছু ফাইল ডিলেট হবে না। সেগুলো স্কিপ করুন।

৫. রানে যেয়ে “%temp%” লিখে এন্টার করুন। একটা ফোল্ডার ওপেন হবে যেখানে অনেক ফাইল থাকবে। সব ফাইল সিলেক্ট করে ডিলেট করে দিন। এগুলো অদরকারী ফাইল এবং ডিলেট করলে কোন সমস্যা হবে না। কিছু ফাইল ডিলেট হবে না। সেগুলো স্কিপ করুন।

৬. রানে যেয়ে “prefetch” লিখে এন্টার করুন। Administrator permission চাবে। Continue তে ক্লিক করুন। ভয়ের কারন নেই। এগুলোও অদরকারী ফাইল। সব ফাইল সিলেক্ট করে ডিলেট করে দিন।

৭. রানে যেয়ে “recent” লিখে এন্টার করুন। ফোল্ডারের সব ফাইল ডিলেট করে দিন।

৮. সপ্তাহে একবার সি ড্রাইভের Disk Cleanup করুন। সি ড্রাইভের উপর রাইট ক্লিক করে properties এ গেলে এই অপশন পাবেন। Disk defragment করুন।

 

এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি সি ড্রাইভের প্রায় ৭গিগাবাইটেরও বেশি জায়গা খালি করতে পারবেন।

আশা করি টিউনটি ভাল লেগেছে। সবাই ভাল থাকবেন।

ফেসবুকে আমি

Level 0

আমি মুবীন উল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I live in a dream...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস