আসসালামুয়ালাইকুম আমি ইমরান আজকে আমি আপনাদের সাথে আরও একটি মজার টিপস শেয়ার করব যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার কম্পিউটারটি সেটআপ করে নিতে পারেন এবং তাও কোন ঝামেলা ছাড়া কোন সফটওয়্যার ইনস্টল করতে হবে না আমি আপনাদেরকে একটি portable সফটওয়্যার দিব সেটাতে ক্লিক করার পরে অটোমেটিক ওপেন হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে ইন্সটল করতে হবে না তো চলুন কাজের কথায় আসা যাক
আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা কম বেশি সেটআপ সম্পর্কে জানে এবং কিছুদিন পর পর সে কম্পিউটার টি সেটআপ ও করতে হবে কারণ একটাই কম্পিউটার ভাইরাস সেজন্য কিন্তু আমরা যখন সেটআপ দিতে যাই তখন ঘটে সমস্যা হয়তো ডিভিডি রোম নষ্ট হয়ে যায় অথবা সিডি কিনে আনলে সেটি নষ্ট পরে যাই অথবা কোন একটা সিডি দিয়ে সেটআপ দেওয়ার পরে সেই সি ডি টি আর কাজ করে না ঘটে নানান ধরনের বিপত্তি আর যদি সেটাপ হয় তাহলে তাও অনেক শ্লোক এক থেকে দেড় ঘন্টা অব্দি লেগে যাই যেটা অনেক বিরক্তিকর কিন্তু আপনার যদি আমার নিচের স্ক্রিনশট দেওয়া অনুযায়ী কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি 20 মিনিট এর ভিতর আপনার কম্পিউটারটি সেটআপ করে নিতে পারবেন কারণ পেন ড্রাইভ দিয়ে সেটাপ করলে খুব তাড়াতাড়ি কম্পিউটার সেটআপ হয়ে যায় সেটা যে কোন উইন্ডোস হোক আর আমার দেওয়া সফট্ওয়ারে কোন ধরনের উইন্ডোস সিলেক্ট করে দাও আর ঝামেলা নাই শুধুমাত্র আমি যেরকম করে দেখিয়ে দিয়েছি সেরকম করে কাজ কর প্রথমে
যে উইন্ডোজটি আপনি সেটাপ দিবেন সে উইন্ডোস iso ফাইলটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন
যেমন গুগলে গিয়ে সার্চ করুন উইন্ডোস 7 oso ফাইল তাহলে দেখবেন ওখানে হাজার হাজার ওয়েব সাইট চলে আসলো ওখান থেকে যেকোন একটাতে গিয়ে আপনি উইন্ডোজ 7 এর ফাইল টি ডাউনলোড করে নিন এরপর স্ক্রীনশট মত কাজ করুন ধন্যবাদ
সফটওয়্যারটির লিংক নিচে দেওয়া আছে সর্বপ্রথম আপনি ফাইলটি ডাউনলোড করুন তারপর কাজ করুন
আমি ইমরান ডি কে। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই যদি পারেন তাহলে এডোবি ইলেস্ট্রটর 2019 ও ফটোশপ সিসি 2019 ক্রাক ফাইলসহ যদি পারেন দিয়েন। যা দিবেন কাজ যেন হয়। ধন্যবাদ