কম্পিউটার দিয়ে লজিক গেইট Logic Gate তৈরি করুন

টিউন বিভাগ কম্পিউটিং
প্রকাশিত
জোসস করেছেন

আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যে কিভাবে কম্পিউটার দিয়ে লজিক গেইট তৈরি করবেন।

অনেকেই হয়তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লজিক চিত্র অংকন করার চেষ্টা করেন।

কিন্তু মাইক্রোসফট  ওয়ার্ড দিয়ে লজিক গেইট আকা গেলেও অরিজিনাল লুক পাওয়া যায় না।

কিন্তু আজকের টিউটোরিয়ালের পরে আপনি লজিক গেইট সুন্দর ভাবে অংকন করতে পারবেন।

এই পদ্ধতি টা হয়তো অনেকের ই জানা, আবার হয়তো অনেকেই জানেন না।

যারা জানেন না শুধু তাদের জন্য আজকের এই টিউন টা।

চলুন শুরু করা যাক।

সবার প্রথমে দুটি সফটওয়্যার এর প্রয়োজন হবে।

নিচে দুটি সফটওয়্যার এর ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে।

১. java Runtime

২. Logisim

প্রথমে java Runtime সফটওয়্যার টি ডাউনলোড করুন। নিচের স্ক্রিনশট দেখুন।

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। ইন্সটল করার পর কিছু সময় নিবে এবং নিচের স্ক্রিনশট এর মত Downloading Installer লেখা দেখাবে।

ইন্সটল হয়ে গেলে নিচের মত পেইজ শো হবে।

এখন ২ নাম্বার সফটওয়্যার তথা Logisim সফটওয়্যার টা ডাউনলোড করুন।

ডাউনলোড হয়ে গেলে সফটওয়্যার টি রান করুন। রান করার পর আপনাদের সামনে নিচের মত

ইন্টারফেস চলে আসবে।

এখান থেকে ইচ্ছে মত যেকোন প্রকার গেইট অংকন করতে পারবেন। হলুদ রঙ চিহ্নিত স্থান থেকে গেইট টির ইনপুট এবং প্রয়োজন অনু্যায়ী সাইজ নির্ধারন করতে পারবেন।

গেইট তৈরি করা হয়ে গেলে File থেকে  Export image ক্লিক করুন। উপরের স্ক্রিনশট এর মত।

ক্লিক করার সাথে সাথে নিচের ছবির মত একটা পপ আপ শো হবে।

এখান থেকে আপনি আপনার প্রয়োজন মত ছবিটির ফরম্যাট নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করে

আপনার পিসির ড্রাইভ সিলেক্ট করে সেইভ করুন।

গেইট অংকন করার জন্য এমন আরো অনেক সফটওয়্যার রয়েছে। তবে সেগুলোর মাঝে এটা আমার কাছে বেশি ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

কোন সমস্যা কিংবা কোন প্রশ্ন থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ

Contact via Facebook

ধন্যবাদ।

আমাদের সাথেই থাকুন।

নতুন নতুন টিউটোরিয়াল পেতে  ভিজিট করুন Trickmost.xyz

Level 1

আমি অনিক দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Admin at Trickmost.xyz


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই সবটাই আমার FlagBD.Com থেকে কপি করা… কেডিট টা দিলেও পারতেন

    ভাই এটা ফাইজলামো করার জায়গা না। বাংলা কনটেন্ট ট্রান্সলেট করে নিজের নামে চালিয়ে দিলেন। কপি তো করছেন ট্রিকবিডি থেকে।
    আর ট্রিকবিডিতে আমি ই এটা প্রথম শেয়ার করি।
    আপনি আপনার সাইটে পোস্ট করেছেন Monday, February 24, 2020 তারিখ ।
    আর ট্রিকবিডি তে আমি ২২ তারিখ এটা পোস্ট করেছি।
    https://trickbd.com/windows-pc/639362

    কেডিট না ক্রেডিট হবে। কার ক্রেডিট দেওয়া উচিত সেটা আপনি ভাবুন।

      আরে ভাই…. ট্রিকবিডি তে এটা কাল ই প্রকাশ হলো…. আর আপনি বলছেন এটা আপনার…. আজব দুনিয়া মাইরি ভাই

ট্রিকবিডিতে এটা পোস্ট করছি February 23, 2020 তারিখ আর আপনার সাইটে পোস্ট করছেন Monday, February 24, 2020 তারিখ।
এক দিন আগেই আমি আপনার সাইট থেকে কপি করছি। এটা তো বুঝেন যে পোস্ট করার একদিন আগেই আপনার করা পোস্ট আমার পক্ষে করা অসম্ভব। আজব লোক আপনি।
এই পোস্ট টি প্রথম প্রকাশ করি February 22, 2020 তারিখ। নিচে লিংক চেক করুন।
http://www.trickmost.xyz/2020/02/draw-logic-gate.html

সত্যি কথা বলার চেষ্টা করুন। আর এরপর ও যদি আপনি বলেন এটা আপনার পোস্ট তাইলে আপনি প্রমান সহ আমাকে জানাবেন। শুধু শুধু ফালতু কমেন্ট আর কপিরাইট এর কথা বলবেন না। আশা করি আপনাকে আর বুঝাতে হবে না।

তারপর ও কোন কথা থাকলে এখানে না বলে ফেসবুক এ যোগাযোগ করুন।
fb.com/anikofficial24
মিথ্যে কথা বলে
টেকটিউনস এর পরিবেশ নষ্ট কইরেন না।