২০০+ পেজের একটা পূর্ণাঙ্গ সি এস এস শেখার Free ই-বুক (সি এস এস স্টাইল মাস্টার)

“সি এস এস স্টাইল মাস্টার” (সম্পূর্ন-বাংলা-ভাষায়-রচিত) ২০০+ পেজের একটা পূর্ণাঙ্গ সি এস এস শেখার Free ই-বুক

বইটিতে নেভিগেশন বার, ইমেজ স্প্রাইটস,বাটন এবং একটা ইমেজ গ্যালারিরর প্রফেশনাল প্রজেক্ট বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করেছি ,যা প্রফেশনাল ডিজাইন তৈরির ধারণা তৈরি করবে। নতুনদের জন্য এই বইটি বিশেষ সহায়ক হিসাবে কাজে দিবে। সি এস এস এল অনেক গুরুত্বপূর্ন ট্রিকস্ শিখতে পারবেন এই বাইটিতে... সর্বশেষে বইটি সবার ভাল লাগবে

ডাউনলোড লিংকঃ http://tutorialbd.com/books/CSS%20TUTOHOST%20E-BOOK.pdf

Our Facebook Page: https://www.facebook.com/MofazzalSarker

Level 0

আমি সাইফুল কালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চেষ্টা করি কিছু শিখতে.....ভাল লাগে কিছু শেখাতে.......তাইতো সামান্য প্রচেষ্টা........ আমাদের ফেসবুক https://www.facebook.com/shopnomelaa/ যদি সময় হয় একবার ঘুরে আসবেন..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download দিলাম। পরে পড়ে দেখবো। ধন্যবাদ

@ mhsoftltd : “সি এস এস স্টাইল মাস্টার” বইটি প্রকাশ করা হয়েছে বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে এবং এর স্বত্তাধিকার ছিলো টিউটোরিয়ালবিডি, টিউটোহোস্ট এবং লেখকের । আমার মনে হয় আপনি টিউটোরিয়ালবিডি, টিউটোহোস্ট এবং লেখক কারো সাথে যোগাযোগ না করেই আপনার কম্পানির প্রচারণার উদ্দেশ্যে বইটিকে ব্যবহার করছেন। এটা কি ঠিক করা হচ্ছে? লেখক হিসেবে বইটি প্রচার করার ব্যপারে আমার কোন আপত্তি নেই । তবে, আপনার টিউনে বইটির স্বত্তাধিকার, লেখক এবং বইটির সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেন নি। আপনি যা টিউনে লিখেছেন এটা আপনার বক্তব্য নয়, এটা লেখকের বক্তব্য ছিলো আপনি , এটাও উল্লেখ করেন নি। এই বিষয় গুলো একটু থেয়াল করবেন। এই বইটি সম্পর্কে আপনি ব্যক্তিগত আইডি থেকে স্বত্তাধিকার এবং লেখক নাম উল্লেখ করে রিভিউ প্রকাশ করতে পারেন , কিন্তু কোন ব্যবসায়িক উদ্দেশ্য সাধনের জন্য বইটি ব্যবহার করা উচিৎ নয়। ধন্যবাদ , শুভকামনা রইলো।

    Level 0

    @Ashim Kumar: ভাই, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর এই বইটি লেখার জন্য। তবে ভাই আসল কথা কি কোম্পানির প্রচারের উদ্দেশ্যে বা এই ধরনের কোন উদ্দেশ্যে নয়, বরং একটি ভাল বই প্রচারের উদ্দেশ্যেই এটি এখানে সাবমিট করা হয়েছে। টিউনে কোথাও কিন্তু লেখা হয় নাই যে এটি MHSoft এর স্বতাধিকারী। বরং খেয়াল করে দেখবেন ডাউনলোডের যে লিংকটা তা টিউটোরিয়ালবিডির লিংক। আর যেহেতু বইটা লেখা হয়েছে একটি ভাল এবং কিছু ফ্রি শেখানো উদ্দেশ্যে এবং ফ্রিতে বিতরনের জন্য তাই লেখকের অনুমোতি বা জানানোর প্রয়োজন মনে করিনি।
    আর বইটি ডাউনলোড করলে যে কেউ লেখক, পরিবেশক ইত্যাদি কারা তা জানতে পারবে। তাই ব্যক্তিগত আইডি থেকে স্বত্তাধিকার এবং লেখক নাম উল্লেখ করে রিভিউ প্রকাশ করি নাই।
    তারপরও আপনার সুক্ষ মতামতের জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
    পরিশেষে…… চেষ্টা করি কিছু শিখতে…..ভাল লাগে কিছু শেখাতে…….তাইতো সামান্য প্রচেষ্টা……..
    ধন্যবাদ , আপনার জন্যও শুভকামনা রইলো।