টেকটিউনসে টিউমেন্টস কেন কম হয়?

টেকটিউনস টিউমেন্ট

টেকটিউনস একটা বড় ধরনের সামাজিক মাধ্যম এবং ব্লগ সাইট। এটার রয়েছে বিশাল পাঠক এবং টিউনার। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ব্লগে অন্যান্য সামাজিক মিডিয়া এবং ব্লক সাইটের তুলনায় অনেক অনেক কম লাইক এবং মন্তব্য পরে। আমার কাছে মনে হয় এটার কিছু কারণ আছে। যেমনঃ  সহজ ব্যবহার বান্ধব না। এই সাইটের প্রতিশব্দ গুলো অনেকের কাছে বোধগম্য নয়। আবার কেউ যখন  টিউনের মন্তব্য লিখতে চায় তখন সেটার প্লেসমেন্ট খুঁজে পায়না। অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর টিউমেন্টস লেখার জায়টা দেখতে পাওয় যায়। নিচে এই ধাপগুলো উল্লেখ করলাম।

১। বিজ্ঞাপণ

২। টিউনারের প্রোফাইল

৩। "আরও টিউনস" দেখার নির্দেশনা

৪। "টিউনারের আরও টিউনস" দেখার নির্দেশনা

কোন পাঠক  টিউন পড়ার শেষে  যদি  "টিউমেন্টস" এর অপশন সঙ্গে সঙ্গে দেখতে  পায় তা হলে স্বভাবতই সে তার মন্তব্য লিখতে আগ্রহ প্রকাশ করবে। আমার মনে এই দিকটা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কেননা, যত বেশি মন্তব্য এবং লাইক আসবে সেটা টিউনারের জন্য ভালো। সে আরও ভাল টিউন লেখার ব্যাপারে উৎসাহ পাবে। ভাল কিছু দিতে পারবে।

 


দেখা
782
উত্তর
1
5 বছর 5 মাস আগে

ধন্যবাদ আপনার সুন্দর মতামত ও পরামর্শের জন্য। টেকটিউনস টিম সর্বদা টেকটিউনস User Experience নিয়ে কাজ করে যাচ্ছে। আপানার মতমতা ও পরামর্শ Techtunes UXOps Team কাছে পাঠানো হয়েছে।

তবে টিউনারের টিউনে টিউমেন্ট পাবার জন্য টিউনারেরও বেশ কিছু বিষয়ের দিকে গুরুত্ব দিতে হবে। প্রথমত টেকটিউনস একটি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সৌশাল নেটওয়ার্ক। আপনি যদি বেশি লাইক কমেন্ট পেতে চান তবে আপনাকে টিউজার ও টিউডারদের সাথে একটি কানেক্টশন তৈরি করতে হবে। অন্য টিউনারদের টিউনেও টিউমেন্ট করতে হবে। অন্য টিউনাদের টিউনে গঠনমূলক টিউমেন্ট দিতে হবে। টিউন জোসস দিতে হবে। টিউনারদের ফলো করতে হবে ফেন্ড করতে হবে। আপনার সাথে যখন অন্য টিউনারদের কানেক্টশন তৈরি হবে। আপনি যখন অন্য টিউনারদের টিউনে একশন রিঅ্যাক্ট করবেন। অন্য টিউনার ও টিউজিটরাও আপনার টিউনে টিমেন্ট জোসস ও ফলো করবে।

টিউনাররা অনেক সময় মনে করেন কন্টেন্ট তৈরি করলেই টিউজিটর রা রিএক্ট করবে। তা একদম ভুল। সৌশল নেটওয়ার্ক সাইটে আপনাকে নিজে একটি ইনফ্লুয়েন্স তৈরি করতে হবে। অন্যদের সাথে কানেক্টশন তৈরির মাধ্যমে।

আরেকটি খুবই বড় বিষয় হলো। নিয়মিত সল্প সময় ব্যবধানে টিউন প্রকাশ করা। এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ টিউজিটর ও টিউজার রা সেই টিউনারকেই পছন্দ করে যারা নিয়মিত টিউন প্রকাশ করে। প্রয়োজনের রুটিন মাফিক টিউন প্রকাশ করা। প্রতি সপ্তাহে ৪টি বা প্রতি সপ্তাহে ৩টি। কারণ টিউন প্রকাশে consistency না থাকলে বা কালেভদ্রে টিউন করলে টিউজিটররা সেই টিউনারকে মনে রাখে না। কারণ পাঠক বা টিউডার ও টিউজিটররা সবসময়ই consistency পছন্দ করে।

তাই আপনি যদি আপনার টিউনে বেশি র‌্যাংক পেতে চান বেশি জোসস, টিউমেন্ট, ফলো, ফ্রেন্ড বাড়াতে চান তবে টিউনার হিসেবে ১. অন্য টিউনাদের সাথে ইন্টাএক্ট করুন এবং ২. ধারাবাহিকভাবে রুটিন করে নিয়মিত consistency বজায় রেখে টিউন প্রকাশ করুন। টিউজার আপনার টিউনেও জোসস টিউমেন্ট করবে।