টিউন ভিউ

টিউন রিপোর্ট

আমি লক্ষ্য করেছি কোন একটা টিউন খুলে রেখে রিফ্রেশ করেলেই প্রতিবার ১  থেকে ৯ টি ভিউ বেড়ে যায়। যে কেউ এভাবে রিফ্রেশ করে টিউন ভিউ ম্যানিপুলেশন করতে পারবে, সেই সঙ্গে তার টিউনের রাঙ্ক উন্নতি করতে পারবে। এই সমস্যার কারণে আমরা প্রকৃত ভিউ জানতে পারবো না। জানিনা এটা আপনাদের বাগ কিনা।

আশা করছি এই সমস্যাটি দ্রুত সমাধান করবেন। ধন্যবাদ।

 


দেখা
686
উত্তর
2
5 বছর 3 মাস আগে

টেকটিউনসে প্রতি মাসে পেইজ ভিউ ১ কোটিরও অধিক। আপনি যখন কোন টিউন সেটা নিজের হোক বা অন্যের তা অন্য হাজারও টিউজিটরও একই সময়ে ভিজিট করে এর ফলে টিউন ভিউ রিয়েলটাইম আপডেট এর ফলে এমন হয়। তবে টিউনারের নিজের টিউনে, নিজের টিউন ভিউ যেন কাউন্ট না হয় সেটা একটি ফিচার ইম্প্রুভমেন্ট হতে পারে। তবে টিউন যতই ভিউ হোক না কেন। টিউন ভিউ টেকটিউনস টিউন Ranking এর কোন ফ্যক্টর নয়। একটি টিউনে কত জোসস হলো, টিউনারের ফলোয়ার, টিউনে টিউমেন্ট সহ আরও ইন্টারনাল ফ্যাক্টর রয়েছে টিউন Rank করার।

টিউন ভিউ রিয়েলটাইম আপডেট হয় এটা ঠিক আছে। কিন্তু রিফ্রেশ করলেই টিউন ভিউ ম্যানিপুলেশন হচ্ছে এটা বন্ধ করতে হবে। এতে করে আমরা ইউনিক ভিউ এর হিসাব পাচ্ছি না। ধন্যবাদ।