আমার টিউন অটো ডিলিট হচ্ছে কেন?

টিউন রিপোর্ট টেকটিউনস অ্যাকাউন্ট টেকটিউনস কন্টেন্ট

এখন পর্যন্ত আমার দুইটা টিউন ডিলিট হয়েছে। আমার চারটা টিউন হবার পর থেকে এই সমস্যা হচ্ছে। যখনই কোনো নতুন টিউন করতেছি তখনই দেখতেছি আমার অন্য টিউন টি আমার টিউনার পেইজ থেকে অটো ডিলিট হয়ে যাচ্চে আমার প্রশ্ন হচ্ছে এমনটা কেন হচ্ছে? এর সমাধান এবং কারণ জানতে চাই।


দেখা
365
উত্তর
2
4 বছর 10 মাস আগে

আপনার টিউন নেগেটিভ র‌্যাংক করছে। টেকটিউনস গাইডলাইন পড়ুন ও টেকটিউনস গাইডলাইন মেনে টিউন করুন https://www.techtunes.io/techtunes-tune-guideline

https://www.techtunes.io/techtunes-tune-guideline

৪. টিউডার ও টিউজিটর রিডাইরেক্ট

  • টেকটিউনস টিউডার ও টিউজিটরকে রিডাইরেক্ট এর উদ্দেশ্যে ডাউনলোডের জন্য, আংশিক টিউন করে বাকি টিউন পড়তে বা অন্য কোন তথ্য টিউনে না দিয়ে নিজেস্ব বা অন্য সাইটে রিডাইরেক্ট করা যাবে না। সম্পূর্ণ টিউন করে টিউনের সাথে সকল প্রাসঙ্গিক লিংক টিউনের অবস্থান করতে হবে। নিজের সাইটের লিংক দেবার জন্য সম্পূর্ণ টিউন করে টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিতে হবে। এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 মত করে যেখানে টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
  • পুরো টিউনে নিজের সাইট, চ্যানেল, গ্রুপ, পেইজ এর লিংক শুধু মাত্র একবার ব্যবহার করা যাবে এবং তা টিউন এর একদম শেষে উপরের আলোচিত উপায়ে সৌজন্য লিংক হিসেবে দিতে হবে। কোন ভাবেই টিউনে শুরুতে, টিউনের মাঝে, টিউনের বিভিন্ন কিওয়ার্ডে ঘন ঘন লিংক করে ইত্যাদি করে টিউনে যোগ করা যাবে না।

৫. রেফারাল

  • টিউনে কোন রকমের এফিলিয়েট জাতীয় অ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না।
  • টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় অ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
  • রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরনের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের অফিসিয়াল লিংক দিতে হবে।

৬. ডাউনলোড

  • টিউনের যে কোন লিংক হতে হবে নন-রিডাইরেক্ট। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে, উদ্দেশ্যমূলক ভাবে ডাউলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে না দিয়ে ডাউনলোড করতে নিজেস্ব সাইট, ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়া, অনলাইন নিউজ মিডিয়া, ভিডিওতে গিয়ে ডাউনলোডের লিংক দেওয়া যাবে না। যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে।
  • যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক,  ডকুমেন্ট অন্য সাইটে, নিজের সাইটে, যে কোন ধরনের ফাইল হোস্টিং ও ফাইল শেয়ারিং সার্ভিসে হোস্ট করে বা অন্য কোথাও আপলোড করে ডাউনলোড করার জন্য লিংক দেওয়া যাবে না। যে কোন ফ্রিওয়্যার, ফ্রিঅ্যাপস, ফ্রি গেমস, ওপেন সোর্স প্রোডাক্ট, প্লাগিং, এক্সটেনশন, স্ক্রিপ্ট, ই-বুক, ডকুমেন্ট ডাউনলোডের জন্য অবশ্যই এবং অবশ্যই নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইট বা প্রোডাক্টপাতার ডাউনলোড লিংক বা নির্মাতা/প্রকাশক বা নির্মাতা/প্রকাশক প্রতিষ্ঠানের দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড পোর্টাল এর ডাউনলোড লিংক দিতে হবে। ফ্রিওয়্যার ডাউনলোডের জন্য অব্যশ্যই নির্মাতার ওয়েবসাইট বা প্রোডাক্ট পেইজের ডাউলোড লিংক দিতে হবে।
  • যে কোন কিছু ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। অর্থাৎ টিউজিটর ও টিউডার ডাউলোড লিংক এ ক্লিক করলে সেটি যেন মূল প্রোডাক্ট পাতা / মার্কেট প্লসে থেকে ডাউনলোড করতে পারে। টিউজিটর ও টিউডার রিডাউরেক্টের উদ্দেশ্যে নিজেস্ব বা  এমন ব্লগ, ফোরাম, অনলাইন মিডিয়ার  ভিডিওতে গিয়ে ডাউনলোড এর লিংক দেওয়া যাবে না।
  • গান, মিউজিক, মুভি ডাউনলোডের জন্য কোন প্রকার টিউন টেকটিউনসে করা যাবে না। শুধু মাত্র সাইন্সফিকশন মুভি, প্রযুক্তির কোন বিষয় আলোতপাত করা মুভি নিয়ে পূর্ণ রিভিউ প্রকাশ করা যাবে অথবা যে কোন মুভির ট্যাকনিক্যাল দিক, মুভিতে বিশেষ কোন প্রযুক্তির ব্যবহার ইত্যাদি নিয়ে পূর্ণাঙ্গ টিউন করা যাবে।