টেকটিউনস থেকে লেখালেখির মাধ্যমে আয় করবো কিভাবে?

টেকটিউনস মনিটাইজেশন

হেলো, আমি জোবায়ের পারভেজ হিমেল। আমি টেকটিউনসে লেভেল ৪ এর লেখক। আমি টেকটিউনসে একেবারেই নতুন। আমি জানতে চাচ্ছি যে, টেকটিউনস এ লেখালেখির মাধ্যমে কোনো ভাবে আয় করা পসিবল? যদি সম্ভব হয়, তাহলে কিভাবে সেটা? এখানে কি গুগলে অ্যাডসেন্স এর অ্যাড বসাতে হবে, নাকি অন্য কোনো মাধ্যমে আয় করা পসিবল? তাছাড়া এখানে কি মনিটাইজেশনের কোনো ব্যাপার আছে? অভিজ্ঞদের বিস্তারিত মতামত আশা করছি।

ধন্যবাদ।


দেখা
999
উত্তর
1

টেকটিউনস থেকে প্রতি মাসে যত খুশি তত আর্ন করা যায় কোন লিমিট নেই। যত বেশি টিউন করা যায় তত বেশি আর্ন করা যায়। পুরোটাই নির্ভর করে আপনার প্ররিশ্রম ও টিউন লেখার যোগ্যতার উপর। প্রতি টিউনের আর্ন নির্ভর করে আপনার টিউন কোয়ালিটি, টিউনে জোসস, টিউনার ফলোয়ার, টিউনের শব্দ সংখ্যা এবং আপনার টিউনারশীপ এর উপর। এ বিষয় গুলো আপনি ধীরে ধীরে যত বৃদ্ধি করতে থাকবেন আপনার আর্নিং তত বাড়তে থাকবে। তবে যে কোন ধরনের টিউন প্রকাশ করলেই টেকটিউনস থেকে আর্ন করা যায় না। শুধু মাত্র কোয়ালিটি ও ইউনিক টিউন প্রকাশ করতে পারলেই টেকটিউনস থেকে আর্ন করা যায়। আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনারদের’ টিউন গুলোর ফরমেট টিউনের মান ইত্যাদি ফলো করুন। সে মানের ইউনিক টিউন প্রকাশ করতে পারলে আপনি টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন। ধন্যবাদ।