চেইন টিউনে “Games ORB” ও “জীবন থেকে নেওয়া” series tune গুলো যুক্ত করার জন্য আবেদন

চেইন টিউন

জনাব,

আসসালামু আলাইকুম, আমি Techtunes এ একটি Gaming Review ও Computer সংবলিত series tune করার জন্য আগ্রহ প্রকাশ করছি। আমি চাইছি, যেন এই tunes গুলো পৃথক Chain tunes এ যুক্ত হয়। কিন্তু, টিউন করার  সময়ে কোনো প্রকার "Chain Tune" এ যুক্ত করা যাবে এমন option না পেয়ে এই আবেদন জানাচ্ছি।

আর যদি অন্য কোনো requirements দরকার হয়, তবে আমাকে সম্পূর্ণ প্রক্রিয়াটি জানান দিন।
অসংখ্য ধন্যবাদ।


দেখা
879
উত্তর
3

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু। এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। আপনি টেকটিউনস টিউন গাইলাইন এর নিয়ম মেনে চেইন টিউনের ৫টি পর্ব প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ।আমি সাধারণ ভাবে প্রশ্ন করছি যে,আমি কীভাবে আমার টিউনগুলোর শিরোনাম সম্পাদন করব?