ট্রাস্টেড টিউনার ব্যাজ পাবার জন্য আবেদন

টিউনার ব্যাজ টেকটিউনস মনিটাইজেশন

আমি আমার সর্বশেষ দশটি টিউন টেকটিউনস গাইডলাইন ফলো করে নিজের হাতে লেখা মৌলিক ও অরিজিনালভাবে প্রকাশ করেছি। আমাকে টেকটিউনস ট্রাস্টেড ব্যাজ প্রদান করার মাধ্যমে ভবিষ্যতে আরো ভালোমানের টিউন করার জন্য উৎসাহিত করা হোক।


দেখা
425
উত্তর
3
3 বছর 3 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করা হয়েছে।

১. আপনার সর্বশেষ ১০ টি টিউনই টেকটিউনস অরিজিনাল কন্টেন্ট পলিসি অনুযায়ী হয়েছে। তবে আপনার টিউন গুলোতে ফরমেটিং ও টিউন লেন্থ জনিত বেশ কিছু সমস্যা রয়েছে।

২. এছাড়াও আপনি ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করলে আপনাকে আরও উন্নত ও এক্সক্লুসিভ কন্টেন্ট টপিক নিয়ে টিউন করতে হবে।

৩. আপনার প্রোফাইল পিকচার ট্রাস্টেড টিউনার গাইডলাইন মোতাবেক হয়নি।

ট্রাস্টেড টিউনার ব্যাজের জন্য আপনার টিউনার প্রোফাইলে আপনার বর্তমান ১ মাসের মধ্যে তোলা ছবি এবং ছবিতে ৯০% অংশই মুখমন্ডল রয়েছে এমন ছবি যুক্ত থাকতে হয়। ছদ্ম ছবি, কোড ছবি, ওয়েবসাইটের ছবি, নিজের ছবি নয় এমন ছবি যুক্ত টিউনের প্রোফাইলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।

আপনার প্রোফাইল পিকচারে ৯০% অংশ মুখমন্ডল নেই। ঠিক করুন।

৪. আপনার প্রায় সকল টিউনে দাড়ি (। ) ব্যবহারই করা হয়নি। দাড়ি (। ) এর বদলে ডাবল কমা (, , ) বা সিঙ্গেল কমা (, ) ব্যবহার করা হয়েছে। যা বাংলা ভাষার মধ্যে পড়ে না এবং এবং স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক হয়নি।

আপনার ১০ টি টিউনের প্রতিটিতে সঠিক ভাবে স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী দাড়ি (। ) এর ব্যবহার ঠিক করুন।

৫. আপনার সকল টিউনে, বিশেষ করে আপনার ১০ এমবির মধ্যে সেরা পাঁচটি Android Game টিউন ও মোবাইল দিয়ে Python Code রান করুন টিউনের স্ক্রিনসট গুলো Large সাইজ হিসেবে যুক্ত করা হয়েছে যা স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয়। টিউনের স্ক্রিনসট গুলো Large সাইজ হিসেবে যুক্ত না করে Full Size হিসেবে যুক্ত করে সঠিক ভাবে টিউন ফরমেট করতে হয়।

স্মার্টফোন থেকে স্ক্রিনসট নেবার সময় টেকটিউনসে স্মার্টফোনের ফুল স্ক্রিনসট যোগ করুন। টেকটিউনসে যেহেতু 640 px X 360px এর নিচে কোন ছবি আপলোড করা যায় না তাই স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যাসভাস যোগ করে 640px X 360px বানিয়ে টিউনে যোগ করা যাবে না। টেকটিউনসে যেহেতু বিভিন্ন ডিভাইস থেকে ইউজাররা ইউজ করে তাই টিউনে সবসময় হাই রেজুলেশনের (width 1800px এর বেশি নয়) ও রেসপন্সসিভ ইমেইজ যোগ করতে হয়।

তাই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসটের পূর্ণ রেজুলেশনের ইমেইজ টিউনে যুক্ত করুন। আপনি স্ক্রিনসট গুলোর Height ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে যোগ করুন। কিন্তু স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যাসভাস যোগ করে ইমেইজ সাইজ 640px X 360px বানিয়ে টিউনে যোগ করা যাবে না।

পূর্ণ রেজুলেশনের স্ক্রিনসট গুলো টেকটিউনস টিউন এডিটরে অনেক বড় দেখাবে তা ঠিক কিন্তু সাইটের ইউজার এক্সপেরিন্স ঠিক রাখতে টিউনে অবশ্যই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসটের পূর্ণ রেজুলেশনের ইমেইজ টিউনে যুক্ত করতে হবে।

স্মার্টফোনথেকে স্ক্রিনসট নিয়ে সঠিকভাবে কিভাবে টিউন যুক্ত করবেন তা প্র্যাকটিক্যালি দেখার জন্য এই টিউনটি দেখুন। এই টিউনটিতে স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে যোগ করা হয়েছে। এতে টিউনটি একই সাথে হাই রেজুলেশন ও রেসপন্সিভ ইমেইজও টিউনে যুক্ত হয়েছে। সেই সাথে টিউন এডিটে ও টেকটিউনসের ডেস্কটপ ভার্সনেও স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো অনেক বড় লাগছে না।

আপনি চাইলে এই টিউনের মত করেও Full Size এ টিউনে স্ক্রিনসট যুক্ত করতে পারেন।

আপনি আপনার অনন্যা ১০ টি টিউন চেক করুন। কোন কোন টিউনে এই সমস্যা রয়েছে সে টিউন গুলো সংশোধন করে টিউনের স্ক্রিনসট গুলো Large সাইজ হিসেবে যুক্ত না করে Full Size হিসেবে যুক্ত করে ঠিক করে আপডেট করুন।

৬. আপনার ১০ এমবির মধ্যে সেরা পাঁচটি Android Game টিউন ও মোবাইল দিয়ে Python Code রান করুন টিউনের ফরমেটিং ভেঙ্গে গিয়েছে এবং স্ক্রিনসট গুলো টিউনের সাথে ভঙ্গ অবস্থায় রযেছে এবং স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হয়নি।

ঠিক করুন।

৭. আপনার ১০ এমবির মধ্যে সেরা পাঁচটি Android Game টিউন ও মোবাইল দিয়ে Python Code রান করুন টিউনের স্ক্রিনসট ও স্ক্রিনসটের বর্ণনা গুলো সঠিক ভাবে স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হয়নি। টিউন গুলোতে স্ক্রিনসট ও স্ক্রিনসটের বর্ণনা গুলো বুলেট পয়েন্ট আকারে যুক্ত করা হয়েছে যা স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয়। টিউনে ১, ২, ৩ ক্রমিক সংখ্যা ব্যবহার করে সঠিক ভাবে টিউন ফরমেট করতে হয়। উদাহরণ সরূপ এই টিউনটির ফরমেটিং দেখুন। আপনি আপনার অনন্যা ১০ টি টিউন চেক করুন। কোন কোন টিউনে এই সমস্যা রয়েছে সে টিউন গুলো সংশোধন করে দেখিয়ে দেওয়া টিউনের মত করে টিউনে বুলেট পয়েন্ট ব্যবহার না করে ১, ২, ৩ ক্রমিক সংখ্যা ব্যবহার করে ঠিক করে আপডেট করুন।

৮. আপনার সবচেয়ে বেশি বেতন পায় যেই ১০টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের প্রোগ্রামাররা টিউনে সৌজন্য লিংক ব্যবহার করা হয়েছে। ট্রাসটেড টিউনার হিসেবে পুরো টিউনের কোথাও নিজের সাইট, চ্যানেল, গ্রুপ, পেইজ, সৌশল মিডিয়ার প্রোফাইলের এর লিংক ব্যবহার করা যায় না। ঠিক করুন।

৯. ৩০০ থেকে ৪০০ শব্দের নিচের কোন টিউন টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে গন্য হয় না। আপনার এ রকম বেশ কয়েকটি টিউন রয়েছে যে গুলো ৩০০ থেকে ৪০০ শব্দের নিচের। তাই আপনাকে ৪০০ শব্দের উপরে আরও ৫ টি টিউন, টেকটিউনস গাইডলাইন, টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন ও উপরে বর্ণিত সমস্যাগুলো পুনরাবৃত্তি না করে প্রকাশ করতে হবে।

উপরে বর্ণিত সংশোধন গুলো একএক করে সঠিক ভাবে বুঝে সম্পাদনা করে তারপর আমাদের জানান। মনে রাখবেন ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার জন্য সর্বোচ্চো ৫ বার সুযোগ পাবেন। ৫ বারে বেশি সময় আপনি ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জনে ব্যর্থ হলে আপনি আর ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন না।

উপরের সংশোধন গুলো সঠিক ভাবে করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

প্রিয় টিউনার,

আপনার ট্রাসটেড টিউনার এর আবেদনের সংশোধন গুলো সঠিক ভাবে সাবমিট করার জন্য আর ৬ দিনের সময় রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২০ এর মধ্যে আবেদনের সংশোধন গুলো সঠিক ভাবে সাবমিট না হলে এই আবেদনটি বাতিল হবে। আপনাকে পুনরায় আবার নতুন করে আবেদন করতে হবে।

খেয়াল রাখুন ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার জন্য সর্বোচ্চো ৫ বার আবেদন করা যায়। ৫ বারে বেশি সময় আপনি ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জনে ব্যর্থ হলে আপনি আর ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন না।

ধন্যবাদ।