টেকটিউনসেে ইথিকাল হ্যাকিং সংক্রান্ত টিউন করা যায় কী?

টিউন গাইডলাইন

আমি কি টেকটিউনসেে ইথিকাল হ্যাকিং সংক্রান্ত টিউন করতে পারবো?


দেখা
318
উত্তর
1
3 বছর 4 মাস আগে

টেকটিউনসে আপনি ইথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি নিয়ে টিউন করতে পারবেন। তবে এমন টিউন করা যাবে না যাতে সরাসরি কোনো হ্যাকিং শিক্ষা দেওয়া হচ্ছে হ্যাকিংয়ের কোন প্রসেস বর্ণনা করা হচ্ছে।

আপনি সাইবার সিকিউরিটি প্রস্পেক্টিভ দিক থেকে ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন বিষয় নিয়ে নির্দ্বিধায় টিউন করতে পারবেন এবং এরকম অনেক ইথিক্যাল হ্যাকিং এর টিউন টেকটিউনসে রয়েছে এবং টেকটিউনস টিউনাররা করে থাকে।

কিন্তু হ্যাকিংয়ের মাধ্যমে সোস্যাল ইন্জিনিয়ারিং করা, কোন কমার্শিয়াল সফটওয়্যার বা অ্যাপ এর লাইসেন্স ব্রেক করা, কোন কেবল অপারেটর, মোবাইল অপারেটর, স্ট্রিমিং সার্ভিসের প্রিমিয়াম এক্সেস নেওয়া ইত্যাদি ধরনের টিউন টেকটিউনসে করা যায় না।

অর্থাৎ হ্যাকিংকে ইলিগ্যাল কাজে ব্যবহার করার যে কোন টিউন টেকটিউনস এ সম্পূর্ণ নিষিদ্ধ।