টেকটিউনস ট্রাস্টেড ব্যাজের জন্য আবেদন

ট্রাস্টেড টিউনার

আসসালামু আলাইকুম। আমি টেকটিউনস গাইডলাইন মোতাবেক মৌলিক ও অরজিনাল ভাবে দশটি টিউন করার চেষ্টা করেছি। আমাকে ট্রাসটেড ব্যাজ প্রদান করে আরো উন্নত টিউন করায় উৎসাহিত করা হোক।


দেখা
1,217
উত্তর
15
3 বছর 3 মাস আগে

প্রিয় টিউনার,

ধন্যবাদ টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজের আবেদনের জন্য।

আপনার টেকটিউনস টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করা হচ্ছে। টেকটিউনস কন্টেন্ট অপস টিম কর্তৃক রিভিউ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে আপনাকে বিস্তারিত আপডেট দেওয়া হবে।

টেকটিউনস কন্টেন্ট অপস টিম এর কার্যদিবস রবিবার থেকে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার কার্যবিরতি। ৭ কার্যদিবস অর্থ শুক্রবার ও শনিবার কার্যবিরতি বাদ দিয়ে ৭ কার্যদিবস।

ধন্যবাদ।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কাজ করতে আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি (National ID) এর প্রয়োজন হবে। আপনার নিজেস্ব ন্যাশনাল আইডি আছে?

হুম আছে। কিন্তু নতুন। অনলাইন কপি।

প্রিয় টিউনার,

আপনার টিউনার একাউন্ট এর তথ্যাদি ও আপনার প্রকাশ করা সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করা হয়েছে।

১. আপনার সর্বশেষ ১০ টি টিউনই টেকটিউনস অরিজিনাল কন্টেন্ট পলিসি অনুযায়ী হয়েছে। তবে আপনার টিউন গুলোতে ফরমেটিং জনিত বেশ কিছু সমস্যা রয়েছে। আপনার বেশ কিছু টিউনের ‘টিউন ফরমেটিং’ সম্পাদনা করে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার টিউন গুলোতে কী কী ‘টিউন ফরমেটিং’ সম্পাদনা করা হয়েছে তা লক্ষ করুন এবং আপনার পরবর্তী সকল টিউনে তা প্রয়োগ করুন।

২. আপনার প্রায় সকল টিউনের ‘টিউন থাম্বনেইল’ গুলো আকর্ষণীয়, টেকটিউনস স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি। টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন অনুযায়ী টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে প্রকাশিত সকল টিউনের টিউন থাম্বনেইল প্রাসঙ্গিক, আকর্ষণীয়, টেকটিউনস স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হয়। আপনি সর্বশেষ ১০ টি টিউনে টেকটিউনস স্ট্যান্ডার্ড অনুযায়ী টিউন থাম্বনেইল অ্যাপলাই করা হয়েছে। আপনি ট্রাসটেড টিউনারশীপ অর্জন করলে আপনাকে টেকটিউনস স্ট্যান্ডার্ড থাম্বনেইল অনুযায়ী টিউন থাম্বনেইল তৈরি করে টিউনে যোগ করতে হবে।

৩. আপনার গুগল থেকে যেভাবে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে টিউনের স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হয়নি। টিউনের স্ক্রিনসট গুলো Large সাইজ হিসেবে যুক্ত না করে Full Size হিসেবে যুক্ত করে সঠিক ভাবে টিউন ফরমেট করতে হয়।

আপনি এই টিউনের মত করে স্মার্টফোনের স্ক্রিনসট নিন ও স্ক্রিনসট গুলো Full Size এ টিউনে স্ক্রিনসট যুক্ত করুন।

আপনি আপনার অন্যান্য ১০ টি টিউন চেক করুন। কোন কোন টিউনে এই সমস্যা রয়েছে সে টিউন গুলো সংশোধন করে টিউনের স্ক্রিনসট গুলো এই গাইড লাইন অনুযায়ী যুক্ত করে টিউন আপডেট করুন।

উপরের সংশোধন গুলো সঠিক ভাবে করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

আমি আমার টিউন ফরম্যাটিং জনিত সামান্য পরিবর্তন করেছি।যেমন-লার্জ সাইজ ইমেজ গুলো ফুল সাইজ করেছি।এছাড়াও অন্যান্য কিছু পরিবর্তন এনেছি।

গুগল থেকে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড এই টিউনটির স্ক্রিনশট এরও পরিবর্তন করেছি।

আমি বুঝতে পারতেছি না আমার কোন টিউন গুলোর ফরম্যাট আপনারা পরিবর্তন করেছেন আর কোন গুলো আমি করবো।কি ধরনের পরিবর্তন করব এটা যদি একটু উল্লেখ করে জানিয়ে দেন তাহলে ভালো হতো।

    আপনার আপনার সর্বশেষ ১০ টি টিউনের ‘টিউন ফরমেটিং’ সম্পাদনা করে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনার টিউন গুলোতে কী কী ‘টিউন ফরমেটিং’ সম্পাদনা করা হয়েছে তা লক্ষ করুন এবং আপনার পরবর্তী সকল টিউনে তা প্রয়োগ করুন।

    আপনারকে টিউন গুলোতে কী কী ‘টিউন ফরমেটিং’ সম্পাদনা করা হয়েছে তা লক্ষ করতে বলা হয়েছে এবং আপনার পরবর্তী সকল টিউনে তা প্রয়োগ করতে বলা হয়েছে। এই মুহুর্তে “গুগল থেকে যেভাবে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে ” টিউন ছাড়া অন্য কোন টিউন সম্পদনা করতে বলা হয়নি।

গাইডলাইন বেশ কয়েকবার পরেছি তারপরেও কেন জানি টিউন করতে পারতেছি না।

    আপনার সমস্যা বিস্তারিত বলুন। “টিউন করতে পারছেন না” অর্থ বোঝা যাচ্ছে না।

আপনার “গুগল থেকে যেভাবে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে” টিউনের স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হয়নি।

স্মার্টফোন থেকে নেওয়া আপনার স্ক্রিনসট গুলো ঝাপসা ও লো-রেজুলেশনের হয়েছে। এছাড়া লো-ডাইমেনশনের স্ক্রিনসট গুলো রিসাইজ করে বড় করা হয়েছে। যা স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয়।

এছাড়া টিউনে ডেস্কটপ থেকে স্ক্রিনসট নিয়ে মোবাইলের ফ্রেমে বসানো হয়েছে। যা স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয়। স্মার্টফোন থেকে স্ক্রিনসট টিউনে যোগ করতে আপনাকে অবশ্যই রিয়েল স্মার্টফোন বা স্মার্টফোন ইমুলেটর ব্যবহার করে টিউনে স্ক্রিনসট যোগ করতে হয়।

টেকটিউনসের টিউনে স্মার্ট ফোনের স্ক্রিনসট টিউনে যোগ করার বিশেষ নিয়ম রয়েছে। আপনি “গুগল থেকে যেভাবে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে” টিউনের বর্তমান স্ক্রিনসট গুলো নিচের গাইডলাইন অনুযায়ী আপডেট করুন।

খেয়াল করুন, স্মার্টফোন থেকে স্ক্রিনসট টিউনে যোগ করতে আপনাকে অবশ্যই রিয়েল স্মার্টফোন বা স্মার্টফোন ইমুলেটর ব্যবহার করে টিউনে স্ক্রিনসট যোগ করতে হবে। ডেস্কটপ থেকে স্ক্রিনসট নিয়ে মোবাইলের ফ্রেমে বসিয়ে টিউনে যোগ করা যাবে না।

স্মার্টফোন থেকে স্ক্রিনসট নেবার সময় টেকটিউনসে স্মার্টফোনের ফুল স্ক্রিনসট যোগ করুন। টেকটিউনসে যেহেতু 640 px X 360px এর নিচে কোন ছবি আপলোড করা যায় না তাই স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যাসভাস যোগ করে 640px X 360px বা উপরের ডাইমেনশন বানিয়ে টিউনে যোগ করা যাবে না। টেকটিউনসে যেহেতু বিভিন্ন ডিভাইস থেকে ইউজাররা ইউজ করে তাই টিউনে সবসময় হাই রেজুলেশনের (width 2000px এর বেশি নয়) ও রেসপন্সসিভ ইমেইজ যোগ করতে হয়।

তাই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে Full Size হিসেবে যোগ করুন। স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যাসভাস যোগ করে ইমেইজ সাইজ 640px X 360px বানিয়ে টিউনে যোগ করা যাবে না।

Width 640px এ রিসাইজ করে Full Size হিসেবে স্ক্রিনসট গুলো টেকটিউনস টিউন এডিটরে অনেক বড় দেখাবে তা অবশ্য ঠিক। কিন্তু সাইটের ইউজার এক্সপেরিন্স ঠিক রাখতে টিউনে অবশ্যই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসটের Width 640px এ রিসাইজ করে Full Size হিসেবে স্ক্রিনসট টিউনে যুক্ত করতে হবে।

স্মার্টফোনথেকে স্ক্রিনসট নিয়ে সঠিকভাবে কিভাবে টিউন যুক্ত করবেন তা প্র্যাকটিক্যালি দেখার জন্য এই টিউনটি দেখুন। এই টিউনটিতে স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে যোগ করা হয়েছে। এতে টিউনটি একই সাথে হাই রেজুলেশন ও রেসপন্সিভ ইমেইজও টিউনে যুক্ত হয়েছে। সেই সাথে টিউন এডিটে ও টেকটিউনসের মোবাইল ও ডেস্কটপ ভার্সনেও স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো অনেক বড় লাগছে না।

“গুগল থেকে যেভাবে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড করবেন মোবাইলের মাধ্যমে” টিউনের বর্তমান স্ক্রিনসট গুলো এই গাইডলাইন অনুযায়ী আপডেট করুন এবং এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    আমি ” গুগল থেকে কপিরাইট মুক্ত ফটো ডাউনলোড” টিউনটির অরজিনাল স্ক্রিনশট যুক্ত করেছি।আমি কোন থার্ডপার্টি অ্যাপ ব্যাবহার করে আমার স্ক্রিনশট এর হাইট অপরিবর্তিত রেখে ওয়াইট পরিবর্তন করতে পারি নি।কারণ ওয়াইট পরিবর্তন করলে হাইট ও পরিবর্তিত হয়।
    আর এ টিউনটিতে কোন ডেক্সটপ থেকে স্ক্রিনশট নিয়ে তা মোবাইল ফ্রেমে যুক্ত করা হয় নি।এটা ক্রোম ব্রাউজারের ডেক্সটপ সাইটে গিয়ে করা হয়েছে।এখানে এই রকম ডেক্সটপ সাইটে না গিয়ে এই টিউন টি করা অসম্ভব।

      স্ক্রিনসট গুলোর Height ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে Full Size হিসেবে যোগ করা অর্থ Height Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে। যাহোক এখন ঠিক আছে।

এই টিউনের ট্রিকস টি মুলত ডেক্সটপ সাইটে গিয়েই দেখানো সম্ভব।

প্রিয় টিউনার,

আপনি ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদন গাইডলাইন’ অনুযায়ী আপনার টিউনার প্রোফাইলের তথ্যাদি সঠিক ভাবে সেট করেছেন এবং টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক এবং ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের গাইডলাইন’ অনুযায়ী মৌলিক, অরিজিনাল ও ইউনিক ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করেছেন। অভিনন্দন! আপনাকে।

খেয়াল করুন, টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ মেনে আপনাকে আপনার ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে হয়। ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ এ নির্দেশিত গাইডলাইন এর কোন একটি বিষয় ভঙ্গ করলে ট্রাসটেড টিউনারশীপ বাতিল হয়।

➡ আপনার কোন একটি Single টিউন ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ ভঙ্গ করে নেগেটিভ র‌্যাংক পেলে অথবা ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ ভঙ্গ করলে আপনার ট্রাসটেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই ট্রাসটেড টিউনার হিসেবে টিউন করতে ‘টেকটিউনস টিউন গাইডলাইন’  ও ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ খুবই ভালো করে পড়ে আয়ত্ব করে নিন।

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনাকে স্বাগতম!

আমরা আশা করি আপনি টেকটিউনসে এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং ও কোয়ালিটি টিউন প্রকাশ করে টেকটিউনসকে আরও সমৃদ্ধ করবেন। অনিয়মিত ও ইনএকটিভ না থেকে, নিয়মিত ও একটিভ ভাবে টিউন প্রকাশের ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ।