টেকটিউনস গ্রুপে লিঙ্ক শেয়ার প্রসঙ্গে

টেকটিউনস শেয়ার

আমি ট্রাসটেড টিউনার ব্যাজ পাবার পর আমার একটি ফেসবুক একাউন্ট দিয়ে 'টেকটিউনস শেয়ার গাইডলাইন' অনুযায়ী টিউন লিঙ্ক শেয়ার এবং সাবমিট করেছি। তবে পরবর্তীতে সে একাউন্ট দিয়ে ফেসবুকে বেশি একটিভ না থাকার কারণে সেই একাউন্টটি পরিবর্তন করতে চাচ্ছিলাম। এজন্য আমি desk এ জিজ্ঞাসাও করেছিলাম। সেটির লিঙ্ক

সে পরামর্শ মোতাবেক আমি একাউন্ট ভেরিফিকেশন এর সময় ফেসবুক আইডি পরিবর্তন করেছি। তবে বর্তমানে সে একাউন্ট দিয়ে ফেসবুকে টেকটিউনস গ্রুপে লিঙ্ক শেয়ার করলে সেটি pending অবস্থায় রাখে। কিন্তু পূর্ববর্তী একাউন্ট দিয়ে গ্রুপে লিঙ্ক শেয়ার করলে সেটি ইনস্ট্যান্ট শেয়ার হয়।

টেকটিউনস শেয়ার গাইডলাইন অনুযায়ী আমি যদি পূর্ববর্তী একাউন্ট দিয়ে ফেসবুক গ্রুপে এবং বর্তমান ভেরিফাই একাউন্ট দিয়ে নিজের প্রোফাইলে লিঙ্ক শেয়ার করি এবং তারপর দুই একাউন্ট থেকে গ্রুপ এবং নিজের প্রোফাইল লিঙ্ক নিয়ে সাবমিট গাইডলাইন অনুযায়ী টেকটিউনস এ সাবমিট করি তবে কোনো সমস্যা হবে কি?

আর যদি কোনো সমস্যা হয়, তবে আমার ভেরিফাই ফেসবুক একাউন্ট টিকে টেকটিউনস গ্রুপে Accept করা হোক। যাতে করে আমি ইনস্ট্যান্ট লিঙ্ক শেয়ার করতে পারি এবং আমি একই আইডি দিয়ে টেকটিউনস গ্রুপ এবং নিজের প্রোফাইলে লিঙ্ক শেয়ার করে সাবমিট করতে পারি।

উল্লেখ্য যে, গতকাল আমার একাউন্ট টি ভেরিফিকেশন হয়েছে। ভেরিফাই একাউন্ট দিয়ে টেকটিউনস ফেসবুক গ্রুপে লিঙ্ক শেয়ার না হয়ে pending হওয়ার কারণে আমি ট্রাসটেড ব্যাজ পাওয়ার সময় যে একাউন্ট রেখেছিলাম এবং গত একমাস লিঙ্ক সাবমিট করলাম, সে একাউন্ট দিয়ে গ্রুপ এবং নিজের প্রোফাইলে সাবমিট করে গাইডলাইন অনুযায়ী টেকটিউনস এ সাবমিট করেছি। এক্ষেত্রে ও কোন সমস্যা হবে কি আর্নিং প্রসেস হতে?


দেখা
457
উত্তর
3
3 বছর 2 মাস আগে

আপনার ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এরপর যে টিউন গুলো শেয়ার করে সাবমিট করা হবে, ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর সময় টেকটিউনস অ্যাকাউন্টের প্রোফাইল ফ্লিডে যে ফেসবুক প্রোফাইল দিয়েছেন সে একই ফেসবুক প্রোফাইল ব্যবহার করে নিজের ফেসবুক প্রোফাইলে ও টেকটিউনস গ্রুপে টিউন শেয়ার ও সাবমিট করতে হবে। আপনি আর আপনার পূর্ববর্তী ফেসবুক প্রোফাইল ব্যবহার করে নিজের ফেসবুক প্রোফাইলে ও টেকটিউনস গ্রুপে টিউন শেয়ার ও সাবমিট করতে পারবেন না।

আপনার ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এরপর ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া অন্য কোন ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে নিজের ফেসবুক প্রোফাইলে ও টেকটিউনস গ্রুপে টিউন শেয়ার ও সাবমিট করা যায় না এবং করলে টেকটিউনস ক্যাশ প্রসেস হয় না।

‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টেকটিউনস ফেসবুক গ্রুপে লিঙ্ক শেয়ার করলে প্রথম দিকে পেন্ডিং থাকলেও পরবর্তিতে অ্যাপপ্রুভাল পাবেন এবং ‘টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন’ এর ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে নিয়মিত টিউন শেয়ার করতে পারবেন।

    আমার একাউন্ট ভেরিফিকেশন হওয়ার আগে মোট পাঁচটি এবং ভেরিফিকেশন সফল হওয়ার পর একটি টিউন এর লিঙ্ক পূর্ববর্তী আইডি দিয়ে শেয়ার এবং সাবমিট করেছি। সে ছয়টি টিউন এর আর্নিং এখনও প্রসেস হয়নি।

    এবার আমি কি সেসব টিউন এর লিঙ্ক আবার আমার ভেরিফাই ফেসবুক আইডিতে শেয়ার করে সাবমিট করবো?