টিউনের ক্যাশ প্রসেস বিলম্ব হওয়ার ব্যাপারে

টেকটিউনস ক্যাশ

আমার অনেকগুলো টিউনের ক্যাশ এখনো প্রসেস হয়নি। গতমাসে আমার টিউনের ক্যাশ প্রসেস বিলম্বের কারণে আমার আর্নিং প্রসেস হয়নি। এভাবে চলতে থাকলে মনে হয় এমাসেও আর্নিং প্রসেস হবে না। আমার টিউনের থাম্বনেল এর কিছু ভুল ধরা হয়েছিল, যেগুলো আমি তাৎক্ষণিক সমাধান করেছি এবং আপনাদেরকে বলেছি। আমি এখন নিয়মিত টিউন করছি, কিন্তু তারপরও সেসব টিউনের ক্যাশ এখনো প্রসেস হয়নি।

আমি চাই যে, এ মাসের মধ্যে অন্তত দশটি টিউনের ক্যাশ করাতে। যাতে করে আমার এ মাসের আর্নিং প্রসেস হয় এবং আমি আমার টিউনের ধারা অব্যাহত রাখতে পারি।


দেখা
479
উত্তর
4

প্রিয় ট্রাসটেড টিউনার,

‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট পলিসি অনুযায়ী প্রতি মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সিস্টেম থেকে স্বয়ক্রিয় ভাবে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হয় ৪ টি বিষয় পূরণের সাপেক্ষে

১. আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে।
২. আপনার ট্রাসটেড টিউনারশীপ একটিভ থাকতে হবে।
৩. পূর্ববর্তী মাসের ১-৩০ (বা মাস অনুযায়ী ৩১) তারিখের মধ্যে আপনার কমপক্ষে ১০টি টিউন প্রকাশ থাকতে হবে। অর্থাৎ ১০ টি টিউনের জন্য ‘টেকটিউনস ক্যাশ’ পেতে হবে।
৪. পূর্ববর্তী মাসের ১-৩০ (বা মাস অনুযায়ী ৩১) তারিখের মধ্যে আপনার ‘টেকটিউনস ক্যাশ’ ব্যালেন্স কমপক্ষে ১০০০ টাকা থাকতে হবে।

এ ৪ টি বিষয়ের কোন একটি পূরণ না হলে বা পূর্ণ করতে ব্যর্থ হলে কোন ধরনের ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হয় না। টেকটিউনস ক্যাশ পেতে নিয়মিত ভাবে টিউনের মাধ্যমে এ ৪ টি বিষয় পূরণ করতে হয়।

এ ৪ টি বিষয় পূরণ হলে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট পলিসি অনুযায়ী প্রতি মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সিস্টেম থেকে স্বয়ক্রিয় ভাবে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হয়।

ফেব্রুয়ারী ২০২১ এ আপনার প্রকাশিত টিউনের সংখ্যা ৯ টি।

    এ বিষয়গুলো না হয় বুঝলাম। কিন্তু টিউনের ভুল ধরার পর সেগুলোর তাৎক্ষণিক সংশোধন করলেও ক্যাশ প্রসেস বিলম্ব হয়। যেমনভাবে আমার টিউনের ক্যাশ আটকে আছে। আপনাদের মনে হয় এই ব্যাপারটির আরো উন্নতি করা দরকার।
    এছাড়া ডেস্ক এ প্রশ্ন করলে সেটির উত্তর দিতে কোনটির কয়েদিন সময় লেগে যায়। আশা করছি দ্রুতই এর সমাধান বের করবেন ইনশাআল্লাহ।

আপনি প্রতি মাসে ১০ টির বেশি প্রকাশ করলে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট পলিসি অনুযায়ী প্রতি মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সিস্টেম থেকে স্বয়ক্রিয় ভাবে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হবে। ক্যাশ প্রসেস বিলম্ব হলেও। ফেব্রুয়ারী ২০২১ এ আপনার প্রকাশিত টিউনের সংখ্যা ৯ টি তাই ক্যাশ প্রসেস হয়নি। ক্যাশ প্রসেস বিলম্বের জন্য নয়।

আপনি মার্চ ২০২১ মাসে ১০ টির বেশি প্রকাশ করলে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট পলিসি অনুযায়ী এপ্রিল ২০২১ মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সিস্টেম থেকে স্বয়ক্রিয় ভাবে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হবে।

প্রতি মাসে ক্যাশ পে-আউট পেতে প্রতি মাসে ১০ টির বেশি টিউন প্রকাশ করুন। ক্যাশ প্রসেস বিলম্ব হোক বা না হোক। এবং ক্যাশ প্রসেস বিলম্ব হবার মূল কারণ টিউন পারফেক্ট না হওয়া। ক্যাশ প্রসেস বিলম্ব যেন না হয় সেজন্য টিউন টেকটিউনস গাইডলাইন মেনে টিউন পারফেক্ট করুন।

যদি মার্চ ২০২১ এ ১০ টির বেশি টিউন প্রকাশিত থাকে এবং এ ১০ টি টিউনের ক্যাশ প্রসেস হয় (ক্যাশ প্রসেস বিলম্ব হোক বা না হোক) অর্থাৎ এ ১০ টি টিউনের কোন টিউন টেকটিউনস ট্রাসটেড টিউন হিসেবে বাতিল না হয়, তবে আপনার আগের আন পে-আউট হওয়া ক্যাশ + ০১ মার্চ থেকে ৩১ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত প্রকাশিত টিউনের ক্যাশ ১৫ এপ্রিল ২০২১ এর মধ্যে পেআউট হবে।

মনে রাখুন টেকটিউনস ক্যাশ পে-আউট নিয়মিত পেতে, টেকটিউনস গাইডলাইন মেনে পারফেক্ট ভাবে নিয়মিত ১০টির বেশি টিউন প্রকাশ করা সবচেয়ে জরুরি।

নিয়মিত প্রতি মাসে টেকটিউনস গাইডলাইন মেনে পারফেক্ট ভাবে ১০ টির বেশি টিউন প্রকাশ করলে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট পলিসি অনুযায়ী প্রতি মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে সিস্টেম থেকে স্বয়ক্রিয় ভাবে ‘টেকটিউনস ক্যাশ’ পে-আউট হয়।

ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা একটি প্রসেস অরিওন্টেড সিস্টেম। ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা, বিলম্ব হলে টেকটিউনস ডেস্কে “টেকটিউনস ক্যাশ জমা কেন হচ্ছে না?” জাতীয় প্রশ্ন করার প্রয়োজন নেই। টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন মেনে ইউনিক টপিক ও এক্সক্লুসিভ টিউন নিয়মিত করলে ও টিউন সঠিক নিয়মে শেয়ার করে সাবমিট করলে টেকটিউনস ট্রাসটেড টিউনার প্রসেস অনুযায়ী ট্রাসটেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ স্বাভাবিক ভাবেই জমা হয়।

কোন ট্রাসটেড টিউন শেয়ার করে সাবমিট করার ৬০ দিনের পরও যদি সে টিউনের জন্য কোন টেকটিউনস ক্যাশ জমা না হয় সেক্ষেত্রে আপনি টেকটিউনস ডেস্কে তা জানান।