গ্রাফিক্স ডিজাইন ও থ্রিডি মডেলিং এর উপর ওপেনসোর্স ফ্রি সফটওয়্যার

অনেকেই ওপেনসোর্স বা ফ্রি সফটওয়্যারের কথা শুনলেই প্রথমে যে কথাটি বলেন তা হল, আপনার ভাল কাজের উপযোগী কোন সফটওয়ার ওপেনসোর্স বা ফ্রি না।তাই আপনি পাইরেটেড কপি ব্যবহার করেন।কিন্তু ফটোশপ,ইলাস্ট্রেটর,থ্রিডি ম্যাক্স এর বিকল্প অনেক ওপেনসোর্স এবং ফ্রি সফটওয়ার আছে যেগুলো দিয়ে আপনি খুব সহজেই ডিজাইন এবং থ্রিডি মডেলিং করতে পারেন।আজ সেইরকম সফটওয়্যারের বিশাল একটি কালেকশান আপনাদের সাথে শেয়ার করলাম যেগুলো সম্পুর্ন ফ্রি।

১। এজাক্স ইমেজ এডিটর- এটি একটি ছোট ওপেনসোর্স ইমেজ এডিটর যেটা দিয়ে আপনি খুব সহজেই ইমেজ এডিট করতে পারবেন।এটি বানানো হয়েছে পিএইচপি দিয়ে।

ডাউনলোড

২। আর্গোইউএমেল- যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের ইউএমেল মডেলিং জন্য খুবেই জনপ্রিয় ওপেনসোর্স সফটওয়্যার এটি।

ডাউনলোড

৩।এভিডমাক্স - যারা ভিডিও কাটিং,ফিল্টারিং বা এডকোডিং এর সামান্য কাজ করে থাকেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন।

ডাউনলোড

৪।ব্লেন্ডার- ত্রিডি এনিমেশান শিখতে চান তাহলে ত্রিডিম্যাক্স এর বিকল্প হতে পারে এই ফ্রি সফটওয়্যারটি।হলিউডের বিশাল বাজেটের প্রায় সকল এনিমেশান মুভি এটি ব্যবহার করে বানানো হয়।

ডাউনলোড

৫।বিআরএল ক্যাড- সলিড মডেলিং কাজগুলো যেমন, জ্যামিতিক এন্যালাইসিস,এডিটিং,ছবি ও সিগন্যাল প্রসেসিং ছাড়া আরো অনেক কাজ করা যায়।যারা ক্যাড নিয়ে কাজ করেন তারা ব্যবহার করলে বুঝতে পারবেন এটি সম্পর্কে।সম্পুর্ন ফ্রি এই সফটওয়্যারটির সকল অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা ভার্সন আছে।

ডাউনলোড

৬। ফ্লোচার্ট স্টুডিও - অনেকেই বিভিন্ন কাজে ফ্লো চার্ট ব্যবহার করেন।বিশেষ করে প্রজেক্ট,প্রেজেন্টেশান বা লেকচার রেডী করার সময় ফ্লো চার্টের দরকার হয়।এই ফ্রি সফটওয়াররের মাধ্যমে খুব সুন্দরভাবে ফ্লোচার্ট দিয়ে তা কাষ্টোমাইজ করতে পারবেন।মাত্র ১ মেগাবাইটের ও কম এটির সাইজ।

ডাউনলোড

৭। গিম্প - এটি অনেকের কাছেই পরিচিত একটি সফটওয়্যার।এডোবী ফটোশপের বিকল্প হতে পারে এই সফটওয়্যার তবে ফটোশপের মতো এত সমৃদ্ধ নয় কারন ফ্রি সফটওয়্যার।বাংলা গিম্পের উপর টিউটোরিয়াল পাবেন এইখানে

ডাউনলোড

৮। আই.ম্যাগ - ফটো এডীটিং আরেকটি ছোট কিন্তু কাজের সফটওয়্যার এটি।পিক্সেল ঠিক করা,ক্রোপ,রোটেট,ইফেক্ট,রিসাইজ,কালার ঠিক করা ছাড়াও আরো অনেক কাজ করা যায় এটি দিয়ে।

ডাউনলোড

৯।ইঙ্কস্ক্যাপ - যারা এডোবী ইলাস্ট্রেটরে কাজ করেন তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।যেসকম ওপেনসোর্স বা ফ্রি সফট আছে এই ধরনের তাদের মধ্যে এটির নেট রিসোর্স বেশী।এটাতে কাজ করতে অনেক মজা।আপনাদের সকলের প্রিয় টিউনার মিনহাজুল হক শাওনের গ্রাফিক্স নিয়ে ঘুতাঘুতি এই ইঙ্কস্ক্যাপ এর প্রেমে পড়েই।ব্যবহার করেই দেখুন।আপনিও এটির প্রেমে পড়ে যাবেন। 😆

ডাউনলোড

১০।ক্যাড প্রোগ্রাম - অনেকেই অটোডেস্ক কোম্পানীর অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করে থাকে টুডি বা থ্রিডি ড্রয়িং বা ডিজাইনের জন্য যদিও সফটওয়্যারটি ফ্রি না।আপনি চাইলে এটার পরিবর্তে ফ্রি এবং ওপেনসোর্স ক্যাড সফটগুলো ব্যবহার করতে পারেন।ক্যাড সফটগুলোর মধ্যে আছে কিউক্যাড(লিনাক্সে ফ্রি তবে এটার লিব্রে ক্যাড ভার্সনটি ফ্রি),প্রোজক্যাড,গুগল স্কেচাপ।এই সম্পর্কে শামীম ভাইয়ের একটা লেখা আছে পড়ে আসতে পারেন।এছাড়া সুইট হোম থ্রিডি নামে আরেকটি থ্রিডি ডিজাইনিং সফট আছে যা সম্পুর্ন ফ্রি।

---------------------------

পুর্বে টেকস্পেটে প্রকাশিত।

--------------------------

Level 0

আমি নিশাচর নাইম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 1182 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু জানি না, কিছু জানলে তা অন্যদের শিখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব।জ্ঞান নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়াই প্রকৃত সার্থকতা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thnx vaia.valo post hoyeche.

    @elias: ধন্যবাদ।সমস্যা না থাকলে এই ধরনের সফটওয়ারগুলো শেয়ার কইরেন অন্যদের সাথে।ওপেনসোর্স ডেভেলপাররা কাজ করতে উৎসাহ পায় যদি তাদের কাজের ব্যবহারকারী বেশি হয় তাই যত বেশী ব্যবহার হবে তত নতুন নতুন আপডেটেড সফটওয়্যার পাবেন। 😀

গিম্প আসলেই চ্রম। 🙂
ইঙ্কস্কেপ নামাইসি , দেখি কেমন!
টিউনের জন্য অসংখ্য ধন্যবাদ। :mrgreen:

Level New

thanks for share .

Level 0

nice post ভাইয়া। http://www.technobdtraining.com এই প্রতিষ্ঠানটিতে আমি গ্রাফিক ডিজাইন শিখছি, কিন্তু থ্রিডির ওপর প্রফেশনাল ট্রেনিং কোথায় নিতে পারি বলবেন কি??

    @amit haque: আসলেই এই ধরনের প্রতিষ্ঠানের কোর্স সিলেবাস না দেখে বলার উপায় নেই।অনেকে গ্রাফিক্স ডিজাইনের কোর্সে টুকটাক ইলাস্ট্রেটর বা ফটোশপ অথবা থ্রিডি ম্যাক্সের কমান্ড দেখিয়ে দিয়েই কোর্স কমপ্লিট করে দেয়।

ভাই একটা প্রবলেমে পরেছি, ইঙ্কস্কেপের ভাষা থাইল্যান্ড, ইংলিশ ভাষাটা আছে কিন্তু সেট করার অপশন্টা খুঁজে পাচ্ছি না। দয়া করে স্ক্রিনশট দিতে পারবেন যে কত নম্বর ট্যাবের কত নম্বর সারিতে ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের অপশনটা আছে?
ধন্যবাদ।