আমার দেখা সবচেয়ে বেস্ট একটি ইউটিলিটি সফটওয়্যার

শিরোনামটা কেমন যেন হয়ে গেল তাই না কেননা আমার কাছে যেটা সবচেয়ে ভাল আপনাদের কাছে তা ভাল নাও লাগতে পারে। তবে আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের কাজে আসবে এমন সফটওয়ার দিতে। জানিনা আপনাদের উপকারে কতটুকু আসে সফটওয়ারগুলো। আজ লিখতে বসেছি একটি ইউটিলিটি সফটওয়ার নিয়ে। যা আমার কাছে এবং আশা করি আপনারাও একমত হবেন এই সফটওয়ার এর ইউটিলিটিগুলো দেখে যে এটা সবচেয়ে ভাল ইউটিলিটি।

কি কি আছে এই ইউটিলিটি সফটওয়্যারটিতেঃ

এতে আগের টিউন ইউটিলিটি সফটওয়ার থেকে অনেক কিছু বেশী দেখতে পাবেন। যেগুলো আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে।

  • 1 . Porn cleanup
  • 2 . Registry Cleaner
  • 3 . Shortcuts Fixer
  • 4 . Uninstall Manager
  • 5 . Startup Manager
  • 6 . Memory Optimizer
  • 7 . Context Menu Manger
  • 8 . Bs Registry Defregment
  • 9 . Cop Protection
  • 10. Porn Shredder
  • 11 . Porn Encrypt & decrypt
  • 12 .File Undelete
  • 13 . Disk Analysis
  • 14 . duplicate file finder
  • 15 . Empty Folder Finder
  • 16 . File Splitter & Joiner
  • 17 . Process Manager
  • 18 . Internet Explorer Assistent
  • 19 . Windows Standard Tools

এগুলো নিয়ে যদি বেশী লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে তাই কিছু বিস্তারিত বলছি যাতে আপনাদের ব্যবহার করে দেখার আগ্রহ তৈরি হয়।

  • 1 .  Porn cleanup: এটার কাজ হল টেম্পোরারী ফাইলগুলো ডিলেট করে আপনার কম্পিউটারকে গতিশীল রাখে।
  • 2 .  Registry Cleaner: এটার কাজ হল আপনাদের ব্যাড রেজিষ্ট্রিগুলো রিপেয়ার করে থাকে।
  • 3 .  Shortcuts Fixer: নাম দেখেই বুঝছেন যে এটা সর্টকাট কে ফিক্স করার জন্য।
  • 4 . Uninstall Manager : ইউনিস্টল কারার জন্যে অনেকেই আলাদে সফটওয়ার ব্যবহার করে থাকেন। কিন্তু এই সফটওয়ারের মধ্যেই পাবেন ইউনিস্টল করার সফটওয়ার।
    d
  • 5 . Startup Manager : এটার কাজ হল আপনার কম্পিউটারের স্টার্টআপকে দ্রুত চালু করে। আপনি যদি আপনার অপ্রয়োজনীয় স্টার্টআপকে ডিলেট এবং সময় ফিকস্ট করে রাখতে পারবেন। এতে আপনার কম্পিউটার দ্রুত চালু হবে।
  • 6 . Memory Optimizer : মেমোরি অপটিমাইজ কারার জন্য আমরা নানা রকম সফটওয়ার ব্যবহার করে থাকি। এই ইউটিলিটি সফটওয়ারের সাথেই আপনি পাবেন মেমোরি অপটিমাইজ সফটওয়ার।
  • 7 . Context Menu Manger : এটার কাজ হল আপনি আপনার অপ্রয়জনীয় মেনু অলপ্রগ্রাম মেনু থেকে রিমুভ এবং C ডাইভে লুকিয়ে থাকা সর্টকাট গুলো বেছে বেছে ডিলেট করতে পারবেন।
  • 8 . Bs Registry Defregment : আমাদের ডাইভের যেমন ডিফ্রাগ করার দরকার হয় তেমনি রেজিষ্ট্র ডিফ্রাগের এরও প্রয়োজন পরে। আমরা সাধারনত রেজেষ্ট্রি ডিফ্রাগ করার তেমন কোন ভাল সফটওয়ার পাই না। কিন্তু এই ইউটিলিটি সফটওয়ারের সাথে এটা পাবেন।d
  • 9 . Cop Protection: আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তারা পায় প্রত্যেকেই এই ধরনের একটা সফটওয়ার ব্যবহার করে থাকি আমাদের ইন্টারনেটের জমা হওয়ার অপ্রয়োজনীয় কুকিজ, টেম্পোরারি ইন্টারনেট ফাইল, এবং উইন্ডোজের জাংক ফাইলগুলো খুজে ডিলেট করে।
  • 10. Porn Shredder : এটার কাজ হল আপনার কম্পিউটার থেকে সকল প্রকার পর্ন ফাইলগুলো পারমানেন্টলি ডিলেট করে দেবে।
  • 11 . Porn Encrypt & decrypt : এটা আপনার সকলপ্রকার পর্ন ফাইলগুলো লক করে দেবে যাতে অন্য কেউ আপনার প্রাইভেসি কেউ নষ্ট করতে না পারে। আপনি ইচ্ছা কররে আবার লক খুলতেও পারবেন।
  • 12 . File Undelete : এটার মাধ্যমে আপনি আপনার ডিলেট হওয়ার ফাইলগুলো রিকভার করতে পারবেন। এবং এটা ব্যবহার করা খুব সহজ।
    sa
  • 13 . Disk Analysis : এটা আপনার হার্ডডিস্ক এনালাইসিস করবে।
  • 14 . duplicate file finder : এটার মাধ্যমে আপনি ডুপলিকেট ফাইলগুলো বের করে ডিলেট করতে পারবেন।
  • 15 . Empty Folder Finder : আমরা টেকটিউনসেই দেখেছিলাম একটা টিউন যেটা কম্পিউটারের Empty folder খুজে বের করবে। এটার কাজও একই।
  • 16 . File Splitter & Joiner : এটার মাধ্যমে আপনি আপনার যে কোন ফাইলকে কেটে টুকরে টুকরো করতে পারবেন। এবং যখন ইচ্ছা করবে তা আবার আগের মত স্বাভাবিক করতে পারবেন।s
  • 17 . Process Manager : এটার মাধ্যমে আপনি আপনার কম্পিউরে কি কি কাজ হচ্ছে তা মনিটরিং করতে পারবেন।
  • 18 . Internet Explorer Assistent : এটার কাজ টা একটু খুজে দেখতে হবে আপনাদের।sd

এখান থেকে আপনারা সফওয়ারটি ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়ারটি পোর্টেবল হওয়ায় ইনস্টল এবং রেজিষ্টার করার ঝামেলা নেই। এখন আপনারা ব্যবহার করে দেখুন এবং ১০০ তে মার্ক দিন যে এই সফটওয়ারটিকে কত মার্ক দেয়া যায়। সকলকে ধন্যবাদ কষ্ট করে এত বড় টিউন পড়ার জন্য।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই ত মনে হচ্ছে ……….

এটার ফ্রি ভারসনটাও কিন্তু অনেক কাজের। গ্লারি প্রথমে ফ্রি ভার্সন দিয়েই জনপ্রিয়তা পায় পরে প্রো ভার্সন ছাড়ে। ফ্রিওয়্যারটিতে সাধারণ ব্যবহারকারিদের জন্য যথেষ্ঠ ফিচার আছে। আমি গ্লারির মোটামুটি একজন ফ্যান। তবে আপনি গ্লারির মূল প্রডাক্ট পাতার লিংক এবং এটার যে একটা ফ্রি ভার্সনও আছে তা উল্লেখ করে দিয়েন। ধন্যবাদ।

    মেহেদি ভাই আমি তো মনে করেছিলাম আপনার কমেন্ট বুঝি কখনই পাওয়া হবে না । যাইহোক এর ফ্রি ভার্সনটি এখান থেকে ডাউনলোড করা যাবে http://www.glaryutilities.com/gu.html# . ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য ।

Level 0

লোটাস ভাই; আপনার এই portable software টি avast দ্বারা scan করাতে virus detect করছে।

    Level 0

    লোটাস ভাই দেখি কোন response করলেন না। আপনি sure হয়ে বললে software টি run করব কিনা নিশ্চিত হতাম।
    ভাল থাকবেন।

    aaasim ভাই দুঃখিত । আমি মনে করেছিলাম আপনি আমার উত্তর আগেই পেয়ে গেছেন । যাইহোক যেহেতু আপনার পিসি তে সফটওয়ারটি ভাইরাস হিসেবে সো করেছে তাই এটা না ব্যবহার করাই ভাল । আপনি বরং এর ফ্রি ভার্সনটা ব্যবহার করেন । এখান থেকে ডাউনলোড করতে পারবেন http://www.glaryutilities.com/gu.html# । এটা আমি উপরেও বলে দিয়েছিলাম তাই আপনাকে আর রিপ্লাই করা হয় নি ।

    Level 0

    ধন্যবাদ

ভাই ফয়সাল তুমি তো ভাই একটা দারূন জিনিস দিছ। নিয়মিত টিউনে থেকো ভাই। তুমি ভাই কাজের লোক।

    taslimahmed ভাই আপনি এখানে কাকে ফয়সাল বলছেন বুঝলাম না । এখানে ফয়সাল নামে তো কেউ টিউন বা কমেন্ট করে নাই । ধন্যবাদ

দুঃখিত হাসিব ভাই, সেদিন তাড়াহুড়ায় সঠিকভাবে নামটা লক্ষ করিনি মাফ করবেন। আসলে নতুনতো তাই উলটপালট হয়ে যায়। আপনারা সাহায্য সহযোগিতা করলে ঠিক হয়ে যাবে। ভুল ধরার জন্য ধন্যবাদ।

লোটাস ভাই আমি একদমি লক্ষই করিনি যে আপনি ইমেল করেছেন। দুঃখিত ভাই আর ভুল হবেনা।

    taslimahmed ভাই ভুলের মাধ্যমেই মানুষ নতুন কিছু শিখতে পারে । যার ভুল নেই তার তো কিছুই শিখার প্রয়োজন হয় না । আর আশা করি যেকোন কম্পিউটারের সমস্যায় আমাদের সকলেরই সাহায্য সহযোগিতায় পাবেন ।

লোটাস ভাই, হাসিব ভাই আপনারা কি একই ব্যক্তি?
আমি বুঝতে পারছি না।
যদি দুজন হন তবে image একই কেন?
আর যদি একই হন তবে নাম আলাদা কেন?
বিস্তারিত বললে সংশোধন হতে পারতাম।
দয়া করে বলবেন কি?

    taslimahmed ভাই আপনি তো নতুন তাই বলছি , আমি যখন নতুন এসেছিলাম তখন আমিও টেকটিউনসের কিছু নীতিমালা সম্পর্কে জানতাম না তাই একটি টিউন করেছিলাম যা ফান করে । পরে আমি জিনতে পারলাম ওইরকম টিউন এখানে নিষিদ্ধ । তাই যেহেতু ওই আইডিতে ব্যাড কমেন্ট পড়েছিল তাই চেন্জ করেছি । দুইটাই আমার আইডি । তবে ওটা আর এখন আমি ব্যবহার করি না । ওটা দিয়ে ২৩ টি টিউন করা হয়েছিল । আশা করি বুঝতে পেরেছেন ব্যপারটা ।

“এখন আপনারা ব্যবহার করে দেখুন এবং ১০০ তে মার্ক দিন যে এই সফটওয়ারটিকে কত মার্ক দেয়া যায়।”
হাসিব ,
সফটওয়ারটিকে ১০০ মার্ক দিলে তুমি বাদ পরে যাও।
আবার তোমাকে ১০০ মার্ক দিলে সফটওয়ারটি বাদ পরে যায় ।
তাই অপ্রাসঙ্গিকতা থাকলেও আমি তোমাকে ৫০
এবং সফটওয়ারটিকে ৫০ মার্ক দিলাম ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

দারুন সফটওয়ার
কাজের জিনিস !!!!!!!!!!!!!!!!