একই মেসেঞ্জারে একাধিক মেসেঞ্জারে চ্যাট করার সুবিধা।

ইন্টারনেটে বিভিন্ন মেইলের পাশাপাশি রয়েছে চ্যাট করার সুবিধা।তবে প্রায় প্রতিটি ফ্রী ই-মেইল সেবাদাতা  প্রতিষ্ঠানের রয়েছে আলাধা চ্যাট করার সুবিধা ।চ্যাট করার করার সময় ইয়াহুর জন্য ইয়াহু! মেসেঞ্জার , হটমেইলের জন্য উইন্ডোজ মেসেঞ্জার ইস্কাইপিইর জন্য ইস্কাইপিই মেসেঞ্জার ইত্যাদি।এগুলো চ্যাটের জন্য ব্যবহার করতে হয়।তবে ইচ্ছা করলে একসাথেই সবগুলো ই-মেইল ঠিকানা ব্যবহার করে একটি মেসেঞ্জার চ্যাট করা সম্ভব। এমনই একটি মেসেঞ্জার হচ্ছে pidgin .

9930f4.resized

ই-মেইলের পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে ও চ্যাট করা যায় এ মেসেঞ্জার মাধ্যমে । মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স ও বিভিন্ন ডিস্ট্রোতে pidgin মেসেঞ্জারটি দেয়া থাকে।ইছা করলে উইন্ডোজ ব্যবহারকারীরা pidgin ব্যবহার করতে পারবেন।এ জন্য এখান থেকে ১২.৪ মেগাবাইটের মেসেঞ্জারটি ডাউনলোড করে নিন।এবার আপনার ব্যবহিত সব ই-মেইল ঠিকানা যোগ করে নিন এবং উপভোগ করুন একই  মেসেঞ্জারে একাধিক আইডি চ্যাট করার সুবিধা।

Level 0

আমি Esshan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

pidgin খুবই ভালো !
তবে আমার পিসিতে সেপআপ দিলে এরর দেখায় ।
সমস্যাটা বুঝতে পারছিনা ।
“Error 1013: The username you have entered is invalid. The most common cause of this error is entering your email address instead of your Yahoo! ID.”
এই মেসেজটি আসে ।

তাই আমি বাধ্য হয়ে yahoo messenger ব্যবহার করি ।

    আপনি NImbuzz ব্যবহার করতে পারেন।

Level 2

জনাব রূহুল আমীন , আমি কি আপনার ব্যক্তিগত যোগাযোগের ঠিকানাটি জানতে পারি ? অবশ্যই আপনার যদি এতে কোন অসুবিধা না থাকে।

moni ভাই,
টেকটিউনস আইডিতে আমার ঠিকানা দেওয়া আছে ।
এর অতিরিক্ত জানতে চাইলে চ্যাটে আসুন ।
ইমেইল আইডি [email protected]

————- thanks————-

মামুন ভাই,
NImbuzz তো মোবাইলীয় সফটওয়্যার !!
পিসিতে চলবে তো ?
– – – একটু বিস্তারিত লিখুন ।

——— THANKS ———

pidgin সফটওয়্যারটি ভাল আমি আগে থেকেই ব্যবহার করছি। কোন সমস্যা তো দেখছি না।

Level 0

Not Found

Sorry, but you are looking for something that isn’t here. ???????????

দারুণ জিনিস……