আপনার এক বা একাধীক ডিভাইস কে সিন্ক্রোনাইজ করে নিন সিন্কমেট দিয়ে।

এর আগে কখনও ম্যাক অপেরাটিং সিস্টেম নিয়ে টিউন করি নাই। আজই প্রথম এবং একই সাথে বৃহত্তর টিউনার গোষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করছি কারন এই টিউনটি আমরা যারা ইউন্ডোজ ব্যবহার করি তাদের কোন কাজে আসবে না। কারণ টিউনটি যে টুলটি নিয়ে তা শুধু ম্যাক ব্যবহারকারীদের জন্যেই। তবে টুল এর কনসেপ্ট টা খুব চমৎকার হওয়ায় শেয়ার করার ইচ্ছা জাগল। তবে আমার জানা যে কয়জন ম্যাক ইউজার টিউনার আছে তারা অবশ্যই সফটটি ইউজ করে দেখতে পারেন।

এবার আসা যাক কাজের কথায় .........

অনেক সময়ই আমরা আমার একাধীক ডিভাইসকে একসাথে একই প্ল্যাটফর্মে এনে কাজ করার কথা করতাম। কিন্তু সেটা কখনই সম্পূর্ণভাবে সম্পন্ন হত না। তবে ম্যাক ইউজাররা এখন খুব স্বাচ্ছেন্দ্যের সাথেই এই কাজটি করতে পারবেন। “সিন্কমেট” হচ্ছে এমন একটি টুল যেখানে আপনি আপনার ম্যাক পিসির সাথে উইন্ডোজ মোবাইল, নকিয়া 40 সিরিজের ফোন, গুগল এ্যাকাউন্টস এবং অনলাইন স্টোরেজ এবং আরো অন্যান্ন ডিভাইস এবং তাও চমৎকার টুলবার ভিউবারের সাহায্যে।

SyncMate

ফিচারস

আপনার পিডিএ তে যে কোন এ্যাপ্লিকেশান খুব দ্রুত এবং সহজেই ইন্সটল করতে পারবেন।

আপনার পার্সোনাল কন্টাক্টস, ক্যালেন্ডার এবং আরো দরকারী ডেটা (এক্রপার্ট এডিশানে) অনলাইনে ডিরেক্টলি স্টোর করে দিতে পারবেন।

প্রতিবারেই আপনার এডিট করা অপশনগুলো সাথে অনলাইনে সিন্ক্রোনাইজ করে নেয়া হবে এবং আপনি বিনা কষ্টেই ফ্রেশ ডেটার সাথে আপডেটেড থাকবেন।

এই টুলে থেকেই আপনি বিভিন্ন মেসেজ পড়া, এডিটিং এবং সেন্ডও করতে পারবেন।

সবচেয়ে বড় ব্যাপার হল এর ২.৪ ভার্সানে আপনি আপনার উইন্ডোজ পিসি এবং পিএসপি কে ও সিন্ক্রোনাইজ করাতে পারবেন।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই ম্যাক ইউজার পাইবেন কই? বাংলাদেশে তো বাত্তি দিয়া খুজলেও ম্যাক ইউজার পাবেন না।

    আমার জানা কয়েকটা টিউনার ম্যাক ইউজার ……..

Level 2

TIN TIN BAI……APNAR JODI BISES KONO SOMMOSAA NA HOY TOBE AMAR EMAIL ADDRESS A APNAR MOBILE NUMBER TA KOSTO KORE PATHABEN KI…([email protected]).

Level 0

টিনটিন ভাই এতদিন কই ছিলেন? আমি যে “ম্যাক ব্যবহার করতে চাই সাহায্য করেন” বলতে বলতে গলা ফাটায়া ফেলছিলাম তখন কিছু বললেন না কেন? ভাই হয় গোড়া থেকে শুরু করেন নইলে লাভ নাই (ম্যাক এখনও সেট আপ দিতে পারি নাই, আপাতত থিমটাই ব্যবহার করছি)। এই বিষয়ে আগাগোড়া সাহায্য চাই।

    আমিও MAC OSX ব্যাবহার করতে চাই। উইন্ডোজের সাথে ডুয়াল বূটের মাধ্যমে কি চালান যাবে? টিনটিন ভাই, এই ব্যাপারে বিস্তারিত টিউন আশা করছি।

    আরে ভাই ……. ম্যাক ইউজ করতে হলে আপনাকে এ্যাপেলের ম্যাকবুক ইউজ করতে হবে। …….. তাই আপাতত থিমটা ই চালান ……

ক্লাস, কুইজ, আর এত কাজ করে আইসা টিউনও কইরা ফালাইছ!! ইউ আর GR8