আপনার কম্পিউটার নিয়ন্ত্রন করুন এক ক্লিকে-২

এর আগের টিউনটিঃ https://www.techtunes.io/download/tune-id/108021/

আজকে এই এপ্লিকেশনের নতুন ভার্সন নিয়ে আলোচনা করব। এই ভার্সনে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। আশা করি ভাল লাগবে আপনাদের।

এটি .NET Framework 4 ব্যবহার করে তৈরী করা হয়েছে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে C# ব্যবহৃত হয়েছে। পূর্বের ভার্সনটি .NET 3.5 ব্যবহার করা হয়েছিল।

এক নজরে দেখি এই সফটওয়্যারের পূর্বের কিছু বৈশিষ্ট্যঃ

  • এক ক্লিকে Shutdown, Restart, Hibernate, Sleep, Lock অথবা Log-Out করুন। একি সাথে রাইট ক্লিক মেনুর মাধ্যমে এধরনের ফিচার এক্সেস করুন।
  • আপনার কম্পিউটারের সিস্টেম ইনফরমেশন এক নজরে দেখুন।
  • আপনার কম্পিউটারের RAM কত আছে, সেটার আপডেট দেখতে পাবেন এখানে, একই সাথে কতটুকু RAM বাকি আছে তাও দেখতে পারবেন।
  • কম্পিউটারের Power Status দেখতে পারবেন। যদি ল্যাপটপে ব্যবহার করেন, তাহলে যখন পিসি তে AC Supply না থাকবে তখন Power Status Offline দেখাবে এবং একই সাথে কতটুকু ব্যাটারি চার্জ বাকি আছে তাও দেখতে পারবেন।
  • আপনি যদি মনে করেন এত বড় ইন্টারফেস আপনার কাজে সমস্যা সৃষ্টি করছে তাহলে আপনার জন্য রয়েছে Mini Control Mode

আপনি File Menu থেকে অথবা ইন্টারফেসে যে কোন জায়গায় রাইটক্লিক করে Switch to Mini Control Mode ক্লিক করুন। তাহলে ছোট একটি কন্ট্রোল ইন্টারফেস পাবেন যা আপনার কাজের কোন সমস্যা সৃষ্টি করবে না, স্ক্রিনের এক পাশে থাকবে।

এভাবে সরাসরি বাটনের মাধ্যমে আপনি কম্পিউটার কে কন্ট্রোল করতে পারবেন। আবার যদি আগের মত ইন্টারফেস ফিরে পেতে চান তাহলে ট্রে আইকনের উপর রাইট ক্লিক করুন, এরপর Show/Hide Main Window click করুন।

এছাড়া এই 2.1 ভার্সনের কিছু নতুন বৈশিষ্ট্যঃ

  • Preferences Dialog Box এর মাধ্যমে কিছু Settings নিজের মত পরিবর্তন করতে পারবেন।

  • Notifier নামে একটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য খুব প্রয়োজনীয়। Notifier আপনাকে ল্যাপটপের power status সম্পর্কে জানাবে এবং একি সাথে যদি ব্যাটারির চার্জ একটি বিশেষ Threshold level (যা Preferences থেকে নিজের ইচ্ছেমত ঠিক করতে পারবেন) এর নিচে চলে গেলে কিছুক্ষন পরপর Warning দিবে।
  • আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ লেভেল যদি বিশেষ Critical Threshold level এর নিচে চলে যায় তাহলে আপনার কম্পিউটারকে স্বয়ংক্রিয় ভাবে Hibernate করা হবে এবং আপনার মুল্যবান ফাইল নষ্ট হওয়ার হাত থেকে বাচাবে একিসাথে আপনার ল্যাপটপের ব্যাটারিকেও সুরক্ষা দিবে।
  • System Tray Service যুক্ত করা হয়েছে অর্থাৎ আপনি সহজেই এপ্লিকেশনটি system tray তে Minimize করতে পারবেন। এজন্য Control>>Minimize to System Tray click করতে হবে।

যেকোন সময় System Tray icon এ রাইট ক্লিক করে বিভিন্ন অপশন ব্যবহার করতে পারবেন।

  • আপনি যদি আপনার System এর information বিস্তারিত দেখতে চান, তার জন্য Control>>Open System Information click করুন। Windows এর সিস্টেম ইনফর্মেশন ডায়ালগ ওপেন হবে।
  • যদি Processor এর কিছু বিস্তারিত Properties (যেমনঃ সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচারার ইত্যাদি) জানতে চান, তাহলে Main Window এর যেখানে আপনার Processor এর নাম দেখাবে সেখানে রাইট ক্লিক করুন এবং View CPU Details ক্লিক করুন।
  • নিজের পছন্দ মত ব্যাক কালার ব্যবহার করতে পারবেন Settings Menu থেকে

তবে মনে রাখুন এটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পিসিতে .NET Framework 4 এবং Windows Installer 3.1 থাকতে হবে।

সফটওয়্যার টি চলবে Windows XP, Windows XP Service Pack 2, Windows NT 4.0, Windows Vista, Windows 7

Windows XP এর পূর্বের ভার্সনের Windows এ কিছু ফিচার কাজ করবে না।

<<আপডেটেড>>নতুন ভার্সন ডাউনলোড লিংকঃ https://rapidshare.com/files/3813976401/OneClickControl_v2.1.msi

দুঃখীত। আমার আগের লিংকে সমস্যা ছিল, কিন্তু আপডেট করতে অনেক দেরি হল, কারন মিরপুর ক্যান্টনমেন্টে বাংলালায়নের নেট খুব খারাপ সার্ভিস দেয়। আজকে হোস্টেল থেকে বাসায় এসে আপডেট দিলাম।

মিডিয়া ফায়ার ডাউন থাকায় র‍্যাপিড শেয়ারে আপলোড করলাম, ডাউনলোড লিংক কাজ না করলে অবশ্যই বলবেন। সফটওয়্যার টি ইন্সটল করুন, দেখুন, ব্যবহার করুন। আপনারা যারা ব্যবহার করবেন তারা আমার ইমেইল এড্রেস [email protected] এ যোগাযোগ করুন, আপনার অভিযোগ, অভিমত, মন্তব্য আমাকে জানান।

ভাল থাকবেন সবাই।

Level 0

আমি জ্যোতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি জ্যোতি চৌধুরী। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি, মিরপুর ক্যান্টনমেন্ট এ পড়াশোনা করছি। ভাল লাগে বন্ধুদের সাথে আড্ডা দিতে, কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে জানতে। আগ্রহ আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টের প্রতি। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্ন কে বাস্তবে রুপায়ন করতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমত্‍কার কাজের টিউন। ধন্যবাদ

জ্যোতি ভাই এটা কি আপনার বানানো?

😀

    @নামনাই: জী ভাই, এটা আমার বানানো। কিন্তু ডাউনলোড করতে সমস্যা হতে পারে। আমার লিঙ্কে সমস্যা আছে কিন্তু বাংলালায়ন আজকে এত সমস্যা করছে যে আমি কোন কাজ করতে পারছি না। দুঃখীত…:-(

Level 0

awesome vaiya….amio C# nie asi 6 month holo……asa kori r o 1 year por apnar moto software banate parbo 🙂

    @coder_ami: ইনশাআল্লাহ, আপনিও পারবেন। শুধু চেষ্টা করেন। ইচ্ছা থাকলে ১ বছরের মধ্যে আর পিছনে ফিরে তাকাতে হবে না। অনেক শুভ কামনা রইল আপনার জন্য। ধন্যবাদ। 🙂

সকলের উদ্দেশ্যে বলছি, টিউনের ডাউনলোড লিঙ্ক টা আপডেট করা হয়েছে। দেরি হওয়ার কারনে দুঃখীত।

Level 0

All Of C# Member Pls Post Comment a Upnader Email Must Deben Ja te kora amra joga jog korta pari pls pls pls