কম্পিউটারকে সুস্থ রাখতে নিন ৪৯.৯৫ ডলারের সফটওয়ার ১০০% ফ্রী।কী ভয় পেলেন নাকি?

আস-সালামু আলাইকুম। আশা করি সকল টেকি ভাই ভালোই আছেন।আমার প্রথম টিউন শুরু করছি তাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজ আমি আপনাদের জন্য একটি দরকারি সফটওয়ার নিয়ে এসেছি। কম্পিউটারকে সুস্থ রাখতে আমরা অনেক কিছুই ব্যবহার করে থাকি। কিন্তু tune up এর মত সফটওয়ার আমি দেখিনি। আমি আপনাদের tune up ২০১২ একদম ফ্রী দিব যার মুল্য ৪৯.৯৫ ডলার। প্রথমে এদের official website থেকে tune up 2012 ডাউনলোড করে নিনঃ http://www.tune-up.com/

রেজিস্ট্রেশন কীঃ

PKR7TC-M5NAP8-RA231T-XB5TKT-HWF5TT-779KHD

K4JAPK-X62T1B-EPKDVE-Q9A679-VDNPPB-8TKH39

HTHW97-R4EFRJ-E447Q3-FMJFD1-R8PNX1-B4193H

CD4P61-TDPMWV-KEB82J-J8WNHT-H0R45D-W2HR3F

BFRR9D-V80RR4-AD17MQ-6K9R11-C69E7Q-RK81T5

4ECX4M-VWDPDW-EJ3YFF-1F8E2N-N0XH47-VH2WCV

ডাউনলোড করার পর এই রেজিস্ট্রেশন কী গুলো এক এক করে enter product key তে দিন আশা করি প্রথমটাতেই কাজ হবে। রেজিস্ট্রেশন সফল হলে নিম্নের মত পেজ আসবে

ভালো থাকবেন । আর comment করতে ভুলবেন না কিন্তু কেননা comment ই তো পরবর্তী টিউনের জন্য উৎসাহ যোগায়।

খোদা হাফিজ।

Level 2

আমি মাসুম রাহমান তোহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ! খুব ভাল কাজ করেছেন, ৫০ ডলারের সফটওয়্যার চুরি করে বিশাল পুন্য করে ফেলেছেন 🙂

পাইরেসির বিরুদ্ধে সবাই যখন সোচ্চার তখন টেকটিউনস এ পাইরেটেড সফটওয়্যারের বাজার দেখতে খারাপই লাগে। TuneUp এর এত কষ্টের কাজ এভাবে নষ্ট করে লাভ কি? যদি টাকা দিয়ে কেনার সামর্থ্য না থাকে তবে হয় কোন Giveaway তে অংশ নিন অথবা কোন ফ্রী সফটওয়্যার ব্যবহার করুন। এই সফটওয়্যার যা করবে তার সবকিছুই TweakNow PowerPack অথবা IObit Advanced System Care এ ফ্রী আছে।
কথা গুলো শুনে কিছু মনে করবেন না। অনেক ব্যবহারকারী কে দেখলাম না জেনেই পাইরেসিতে সহায়তা করে।
ধন্যবাদ।

    @রিয়াদ: ভাই পাইরেটেড সফটওয়্যার ছাড়া আমাদের মত এত বড় ধনী দেশের লোকরা তাদের পিসি কখনোই চালাতে পারবে কি?

    @রিয়াদ: বাংলাদেশ হেরে যাওয়াতে মাথাটা বেশ গরম>>দেখুন সাম্রাজ্যবাদীরা তো কত ভাবেই না আমাদের শোষণ করেছে এবং করছে। তাই তাদের এই ক টাকার জন্য খুব ক্ষতি হবে না। আর আমি তো crack বা keyzen দেই নি। সরাসরি registration key দিয়েছি। তো দাদা বাবু আপনি এত চটচেন কেন?? আপনার তো আরো উতসাহ দেয়া উচিত যেন আমরা সাম্রাজ্যবাদীদের চ্যালেঞ্জ করতে পারি।

Dhonnobad die sesh korte parbo na. atuku janun, apna’k dhonnobad ditei techtunes-s register korlam. sooty chomotkar.

ভাই, অশেষ ধন্যবাদ। এগিয়ে যান। আমরা আছি আপনার পেছনে। (বাংলাদেশের কোন মানুষটি পাইরেসির সাথে জড়িত নেই বলুন!! বৃথা তর্কে গিয়ে লাভ কী? আমাদের এখনো সেই সময়টি আসেনি।)

কি সমস্যায় পড়া গেলো বলুন তো visitor count হচ্ছে না। সেই tune করার ২ ঘন্টা পর দেখেছিলাম ৩৭৬ বার দেখা হয়েছে , তারপর থেকে ১ বার দেখা হয়েছে দেখাচ্ছে। জীবনের প্রথম টিউনে উতসাহ হারিয়ে ফেলছি।

অনেক প্রয়োজনীয় একটা পোস্ট,
যেখানে মানুষ এর কর্মের নিশ্চয়টা নেই, আয় থেকে খরচ বেশি, নিত্ত নতুন বাজেট যোগ হচ্ছে সংসারের লিস্ট এ, সেখানে থেকে পাইরেসি ছাড়া কম্পিউটার চালানো কতটা অসম্বভ ব্যাপারটা ভেবে দেখার বিষয়, পাইরেসি বলে বলে সমাধান হবেও না, আসলে এগুলো ব্যাখ্যা করে বলতে ইচ্ছে করে না………

Level 0

ভাই, আমি প্রায় ১ সপ্তাহ আগে এটি ইন্সটল করে ব্যাবহার করছিলাম। তখন আপনার দেয়া সিরিয়ালগুলো দিয়েই রেজিস্টারড হয়েছিল। কিন্তু, আজ হটাৎ বলে যে ত্রায়াল প্রিয়ড শেষ! এখন আপনার দেয়া সব সিরিয়াল দিয়েই চেষ্টা করেছি। কিন্তু, ১টি দিয়েও আর কাজ হচ্ছে না। এবং সফটওয়্যারটিও আর কাজ করছে না। প্লিজ, আমার জন্য একটা সমাধান দেন