এক্ষুনি ডাউনলোড করে নিন মজিলা আগুনশেয়াল (ফায়ারফক্স) এর একদম নতুন ভার্শন (Firefox 12.0 Beta )

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আর নিশ্চয় সবাই নতুন বছরের দিন গুলোও ভালো মতই কাটছে। আচ্ছা আর যাই হোক, এবার কাজের কথায় আসি। আজকে একটা সফটওয়্যার এর নতুন ভার্শন নিয়ে কিছু আলোচনা করবো। তাই আপনাদের মাঝে আসা।

আমরা যারা সারাদিন ইন্টারনেট জগতের এ পাড় থেকে ও পাড়ে দাপিয়ে বেড়াই তারা নিশ্চয় মজিলা ফায়ারফক্স এর নাম শুনেছি। এটি একটি ওয়েব ব্রাউজার। খুব কম মানুষ ই আছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন অথচ একবারও এই সফটওয়্যার টি ব্যবহার করেন নাই। সম্প্রতি ফায়ারফক্স কতৃপক্ষ এর একটি নতুন ভার্শন রিলিজ করেছে। এটি হচ্ছে Firefox 12.0 Beta 5।

Mozilla Firefox latest 12.0 Beta 5

নতুন এই ভার্সনে আপনি পাবেন দুর্দান্ত গতি সম্পন্ন ওয়েব ব্রাউজিং। নতু এই ভার্শন্টি অত্যন্ত গতি সম্পন্ন ও আগের যে কোন ভার্শন থেকে এটি বেশী নিরাপদ। নতুন এই ভার্শনে নিরাপত্তার জন্য একটা নতুন বার সংযুক্ত করা হয়েছে যেটি “Awesome Bar” নামে পরিচিত। নতুন এই ভার্শনটি আপনাকে দেবে ভাইরাস, ম্যালওয়্যার, হ্যাকিং এর পিশিং স্ক্রিপ্ট থেকে সর্বাধিক নিরাপত্তা। আর এই ভার্শনটি কে আরো উপভোগ্য বানাতে এতে দেওয়া হয়েছে ৫০০০ বিভিন্ন এড-অনস ব্যবহারের সুযোগ। তাহলে আরে দেরী কেন, এখনই নিজের মত করে সাজিয়ে নি মজিলা ফায়ারফক্স এর নতুন রিলিজ হওয়া ভার্শন Firefox 12.0 Beta 5।

এটির ফাইল সাইজ মাত্র ১৬.১৩ মেগাবাইট। এটই একটি ফ্রীওয়্যার। কোন লাইসেন্স এর দরকার হবে না। এটি আপনি উইন্ডজ এক্সপি, সেভেন, ভিসতা, ২০০০, ২০০৩ এ ব্যবহার করতে পারবেন। এটি মুক্ত করা হয়েছিলো ১২ই এপ্রিল ২০১২।

এই নতুন ভার্সন ডাউনলোড করতে এক্ষুনি এখানে ক্লিক করুন।

আমি, টিউনে এখন ও ঠিক মত হাত পাকা করতে পারি নি। তাই যদি কোন ভুল ভ্রান্তি থাকে তাহলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের পক্ষ থেকে কোন গঠনমূলক উপদেশ থাকলে কমেন্ট বক্সে রেখে যাবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেয।

পূর্বে প্রকাশিতঃ এখানে

 

 

টেকটিউনস নীতিমালাঃ

১.১৩ টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে "আমার ব্লগ" উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

এঞ্জেল মডারেটর

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hm………………………….