আজ থেকে প্রায় দেড় বছর আগে বাংলা ব্লগে আমি সর্বপ্রথম নড৩২ অ্যান্টিভাইরাস/ ইসেট স্মার্ট সিকিউরিটির Crack নিয়ে লিখেছিলাম। তখন অনেক সাড়া পেয়াছিলাম। পাবই না কেন?? যেদিন থেকে এই অ্যান্টিভাইরাস ব্যবহার করছি সেদিন থেকে ভাইরাস কি জিনিস ভুলে গেছি। এছাড়া পিসিতে অ্যান্টিভাইরাস ইন্সটল করা আছে বোঝাই যায় না। এটি পিসিকে একদম স্লো করে না। তাই অনেকের কাছে এই অ্যান্টিভাইরাস এখনও পর্যন্ত একটি আশীর্বাদ হয়েই আছে।
কিন্তু এটি আপডেট করা একটু ঝামেলার ব্যাপার। আপনাকে কিছুদিন পর পর নতুন ইউসারনেম পাসওয়ার্ড খুজে বেড় করতে হবে যা বেশ ঝামেলাপূর্ন। অথবা Crack ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নিয়মিত আপডেট নিলেও অনেকেই অ্যান্টিভাইরাস Crack করে ব্যবহার করতে রাজী নয়। কারণ এতে নিরাপত্তাহীনতার ব্যাপার-স্যাপার থাকে। আমি নিজেও Crack করে ব্যবহার করার পক্ষপাতী নই। কিন্তু নিরুপায় হয়ে ব্যবহার করতে হয়।
যাই হোক এবার আপনাদের সামনে এমন একটি উপায় দেখাব- যার সাহায্যে আপনাদের কোন ইউসারনেম/পাসওয়ার্ড অথবা কোন Crack ব্যবহার করতে হবে না, অথচ অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট হবে। অর্থাৎ জেনুইন অ্যান্টিভাইরাস হিসাবে ব্যবহার করতে পারবেন। জটিল না?? সাপও মরল, লাঠিও ভাংল না। খুবই সহজ কাজ। আসুন শুরু করা যাক-
***যদি আপনার অ্যান্টিভাইরাসটি আগে থেকে Crack করা থাকে, তাহলে সেই Crack দিয়েই Un-Crack করে অ্যান্টিভাইরাস আনইন্সটল করুন। এবার ফ্রেশ কপি ইন্সটল করুন।
***যদি কেউ Crack ব্যবহার করেন না, অথচ অ্যান্টিভাইরাস ইন্সটল করা আছে, তাহলে আর আন-ইন্সটল করার দরকার নাই। আপনার বর্তমান অ্যান্টিভাইরাস দিয়েই কাজ হবে।
***কারও কাছে অ্যান্টিভাইরাসের সেটাপ ফাইল না থাকলে ৩০দিনের ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন।
***সব কাজ শেষে এবার অ্যান্টিভাইরাস ওপেন করুন। এবার F5 চাপুন অথবা নিচের মত প্রথমে Setup তারপর Advenced Setup এ ক্লিক করুন।
***বাম পাশের অপশনগুলো থেকে স্ক্রল করে একটু নিচের দিকে নামলে Update নামে একটা অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এবার ডান পাশের Update Server এর Edit এ ক্লিক করুন।
***Update Server List এর Update Servers এর ঘরে নিচের যেকোন একটি অ্যাড্রেস কপি করে পেস্ট করে দিন। এবার ডানপাশ থেকে ADD এ ক্লিক করে নিচের দিকের OK বাটনে ক্লিক করুন।
http://nod32.pentium02.org/eset_upd/
http://195.114.7.51:8084/
*** পরের উইন্ডোতেও OK বাটনে ক্লিক করে বেড় হয়ে আসুন। ব্যাসসসস........ কাজ শেষ !! এবার ইসেট আপডেট দিয়ে দেখুন বিদ্যুৎ গতিতে আপডেট হচ্ছে।
নোটঃ-- আসলে এটিও একধরণের Crack করা হল। তবে এটি ১০০% নিরাপদ। কেননা এক্ষেত্রে আমরা কোন 3rd পার্টি সফটওয়্যার ব্যবহার করছি না। তাই এতে আপনার অ্যান্টিভাইরাস তথা আপনার পিসির ক্ষতি হবার কোন সম্ভবনা নাই। অতএব নিশ্চিন্তে ব্যবহার করুন 🙂
আমি এই ট্রিকটি Eset Smart Security 4 এ অ্যাপ্লাই করেছি। এটি Eset NOD32 Antivirus 4- এও কাজ করবে। তবে যেহেতু Eset 5 ব্যবহার করি না, তাই এটিতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা অ্যাপ্লাই করা যাবে কিনা, সেটি বলতে পারছি না। আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে পারেন, তাহলে জানাবেন প্লিজ!! ভাল থাকবেন। সামনে আবার দেখা হবে 🙂
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 631 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
ভাই আপনাকে অনেক থ্যাংকস। ডাউনলোড করলাম। দেকি কাজ করে নাকি।