আপনার বাসায় কি ছোট বাচ্চা আছে? না থাকলেও সমস্যা নেই ! চলুন কিছুক্ষণের জন্য ঘুরে আসি আপনার অতীতে, আপনার ন্যেংটা কালে !

ছোটবেলাতে কত কবিতাই না পড়েছি ! কত ছড়া মুখস্ত করেছি তার ঠিক নাই ! এখন আমরা অনেকেই অনেক বড় হইছি দুই-একজন ছাড়া হয়ত কেউই ওই কবিতাগুলি ঠিকমত বলতে পারবো না। এটা অবশ্যি আপনার আমার দোষ না এটা সময়ের দোষ ;)।

আমাদের অনেকের বাসাতেই ছোট বাচ্চা আছে তারাও আমাদের মত সেই কবিতাগুলিই মুখস্ত করছে। আবার অনেকেরই বাসায় আরও ছোট বাচ্চা আছে যারা এখনো লেখাপড়া শুরুই করেনি। ছোট বাচ্চাদের ছড়াগুলি নিয়ে অনেকদিন আগের করা একটা সিডি আমার কাছে ছিল (অনেকের কাছেই থাকতে পারে)। কিন্তু দুঃখের বিষয় হল সিডিতে সেই কবিতাগুলি একটি সফটওয়্যার আকারে ছিল বিধায় কম্পিউটারে সিডি ছাড়া চালানো অনেক ঝামেলার ছিল। অনেকদিন আগের হওয়ার সিডিটি বাজারে এখন আর পাওয়া যায় না (আমি পাইনি) । আর সিডিটিতে ছড়াগুলির ভিডিওগুলি সফটওয়্যার আকাকে থাকায় মোবাইলে বা অন্য কোথাও চালানো যেত না। তাই আমি এগুলি প্লে করে ক্যামটাসিয়া ষ্টুডিও দিয়ে রেকর্ড করেছি ! 😉

ছোট বাচ্চাদের জন্য হলেও ছড়াগুলি ভয়েস অসাধারণ আর যেহেতু আমরাও এগুলি পড়েছি তাই বেশ ভালোই লাগে ! যাহোক আসুন সেই ছড়াভিডিওগুলি আজকে দেখে কিছুক্ষণের জন্য আপনার ছোটকালে যাওয়া যাক ! আপনারা ভিডিওগুলি ডাউনলোডও করে নিতে পারেন। ভিডিওগুলি ইউটিউবে আপলোড করার ফলে সাইজগুলি অনেক কমে গেছে তাই যাদের নেট স্পিড কম তারা ইউটিউবের লিংকগুলি থেকেই ডাউনলোড করে নিতে পারেন আর যাদের হাই স্পিড তাদের জন্য HD কোয়ালিটির লিংক নিচে দিয়ে দিলাম !

আগেই বলে রাখি আপনাকে ভিডিওগুলি ভাল লাগুক বা না লাগুক আপনার বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তাদেরকে ভাল লাগবেই !

বাবুরাম সাপুড়ে

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

বাকবাকুম পায়রা

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

চাঁদ উঠেছে, ফুল ফুটেছে

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

ধা ধিন না

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

হাট্টিমাটিমটিম

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

খোকা ঘুমালো, পাড়া জুড়ালো

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

খোকন খোকন করে মায়

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

খুকু যাবে বেড়াতে, লাল শালিকের পাড়াতে

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

নীল পরীরা নীল এনেছে

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

খোকা যাবে রথে চড়ে, ব্যাঙ হবে সারতি

HD কোয়ালিটি ডাউনলোড লিংকঃ মিডিয়াফায়ার | ড্রপবক্স

-

আশা করছি ভিডিওগুলি আপনার উপভোগ করেছেন ! ভিডিওগুলি ভাল লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবক্রাইব করতে পারেন এখানে ক্লিক করে

সুস্থ থাকুন
ভাল থাকুন

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ ! বাচ্চা কেন , বাচ্চা – বুড়ো সবারই ভাল লাগবে । কিন্তু আমার মনে প্রশ্ন একটাই -হঠাৎ বিষয় বুস্তুর এই পরিবর্তন কেন ? অপেক্ষাকৃত কোমোল – নরম , শিশুসুলভ , কিউট সাবজেক্ট কেন ?

আবারো ধন্যবাদ ! এক্সেলেন্ট !

    @অপু.পশ্চিমবাংলা: আপনার মনে জাগা প্রশ্নের উত্তর হল এটা আমার ১৫০তম টিউন 😉 তাই এত নরম, শিশুসুলভ, কিউট এবং সর্বপরী সার্বজনীন ! 🙂

    ধন্যবাদ আপনাকেও

Level 0

দারুন

অপু.পশ্চিমবাংলা সহমত

ধন্যবাদ সাইফুল ভাই

বাবুরাম সাপুড়ে,কোথাযাস বাপুরে ……………… আবার ছোট্টবেলার কথা মনে পইড়া গেল । আমার সন্তানদের কাজে লাগতেও পারে । তাই রেখে দিলাম । ধন্যবাদ ।

হে হে সাইফুল কি এখন কাব্য চর্চা করছে নাকি 😛 😆

Level 0

আসাধারন টিউন………খুব ভালো লাগলো।

কবি কবি ভাব……….

😆 😆 😆 😆 অভিন্দন 😆 😆 😆 😆

Level 0

😀 বড় মিয়্যা তোমার ভাইস্তার জন্য রাইখ্যা দিলাম পরে কাজে লাগবো। আর আমার আগে যদি তুমি ………….. তা হল্যে তোমার কাজে লাগবো।।।

অভিনন্দন ১৫০ তম টিউনে বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকরদের নিয়ে টিউন করার জন্য।

    @মিস্টার মাহুবুব মিয়া: তা ঠিক । তয় আমি ভাবতাছি,এটা আমার নাতি-নাতনিদেরও কাজে লাগবার পারে । বুঝতে হবে দেশ দিনে দিনে ডিজিটাল হইতাছে । এখন কিন্তু মানুষ ভিক্ষাও করে ডিজিটাল প্রদ্ধতিতে(রেফারেল লিঙ্ক) । 😀 😀 😀 😀

    @swordfish: ডাউনলোড করে ভাব ভাবির কম্পুতে ঢুকাই দিয়া আসিয়েন। আর ভাব ভাবিরে সব মুখস্ত করতে বলবেন ভালো করে।
    ভাব ভাবি যখন শুধু ভাবি হয়ে যাবে তখন পেটের মধ্যে থেকেই জিনিয়াস ভাতিজা সব শিখে নিবে ইনশাআল্লাহ ! 😆

১৫০ তম টিউনের অভিনন্দন।তালগাছ ছড়াটা মিস করলাম।হাট্টিমাটিম টা দেখে অনেক আগের স্মৃতি মাথায় ভর করছে। 😀

Level 0

ভাই কবিতা দীয়ও টিউন করলেন

অনেক অনেক… ধন্যবাদ গুরু, বাচ্চাদের কাজে আসবে তাই রেখে দিলাম।

আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

বাচ্চাদের কাজে আসবে

শেয়ার করার জন্য ধন্যাদ

Level 0

ভাই অনেক ধন্যবাদ আমার বাচ্ছারা এগুলো খুব পছন্দ করে তাই শেয়ার করলাম,,,,

প্রিয়তে রাখলাম। বাচ্চা বড় হলে দেখাব। কাজে আসবে।

saiful vai ki bepar!!!! Subject ulta hoea gelo j .pula paner nesa pailo j. donno@bad

Level 0

ধন্যবাদ ডাউনলোদ দিলাম।আপাত আমার পরিবারে কোন ছোট বাচ্চা নেই।আমার বিয়ের পর কাজে লাগবে……

    @Azad.RPI: হবু ভাবিকে দেখাতে পারেন মুখস্ত রাখবে যখন বিয়ে হবে তখন বাচ্চাদেরকে উনি শিখায় দিবে 😛

অপেক্ষায় ছিলাম বড় বড় মহাজনদের কমেন্টস শেষ হলে গভীর রাতে একটা শুভেচ্ছা জানিয়ে আসবো।আমি এসেছি———১৫০তম টিউনের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাতে।
আর ধন্যবাদ ভিন্ন একরকম টিউনের জন্য।
পারলে ভবিষ্যতে বড়দের কবিতা/আবৃত্তি নিয়েও একটা টিউন করিয়েন।আমি আবার কবিতার বড় ভক্ত।

    @প্রবাসী: অনেক অনেক ধনবাদ প্রবাসী ভাই 🙂
    আমি আগে বড় হই তারপর বড়দের কবিতা দেব 😛

      বলেন কি?বড় হননি?আমি ৯০ সাল থেকে কবিতা শোনা শুরু করি ক্যাসেটে।আমার তখনকার বয়সটা হিসাবটা করে বের করবেন।

        @প্রবাসী: সবে তো আটারোতে পা দিলাম ! 😛 বিয়া হবে বাচ্চাকাচ্চা হবে তারপরই না আমাকে বড় বলা যাবে ! 😀

          আমি আসলে বীঝাতে চেয়েছিলাম আমি আপনার চেয়েও কম বয়স থেকে কবিতা শুনি।আসলে
          কবিতা শুনতে কোন বয়স লাগে না।আমার মনে হয় এখনই তো সময়।কারন এই বয়সে যে আবেগটা পাবেন পরে কবিতার ক্ষেত্রে তা নাও পেতে পারেন।
          ভালো থাকবেন।শুভ রাত্রি।

শেয়ার করার জন্য ধন্যাদ

১৫০ তম টিউন প্রকাশের জন্য শুভেচ্ছা অভিনন্দন বস।
মজা পেলাম দেখে ভিডিও দেখে।

mobile video link koi???

    @নাজমুল ফেনি: আপনি যদি টিউনটি মোবাইল থেকে দেখেন তাহলে ভিডিওগুলিতে ক্লিক করলেই মোবাইলে প্লে হবে। আর যদি ইন্টারনেট ছাড়াই প্লে করতে চান তাহলে ডাউনলোড করে কনভার্ট করে নিন।

Level 0

চলুন কিছুক্ষণের জন্য ঘুরে আসি আপনার ন্যেংটা কালে !

মিডিয়াফায়ারের সব ভিডিও ডিলিট হইয়া গেছে!!