দুর্লভ কিছু ছবির ফ্রেম ও ফ্রেমে ছবি যুক্ত করার সহজ কৌশল। না দেখলে মিস করবেন!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমি আনন্দে আত্মহারা হয়েছি যখন দেখেছি আমার টিউন হট টিউনসে জায়গা করে নিয়েছে। জায়গা করে নিয়েছে বললে ভুল হবে আসলে আপনদের নির্বাচিত মনোনয়নই আমার “ফেসবুকে কুড়িয়ে পাওয়া” নামের টিউনটিকে হট টিউনস এ নিয়ে গেছে। আপনারাই আমাকে জায়গা করে দিয়েছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সত্যি বলতে কি ঐ ছবিগুলো অনেক আবেগ মেশানো। যারা ঐ ছবিগুলোর কারিগর তাদের শ্রম বৃথা যায়নি। আমাকে হটে তুলে দিয়ে ঋণী করে দিলেন। আপনাদের নিত্যনতুন টিউন উপহার দেবার মায়াডোরে আমাকে বেঁধে দিলেন।

যাই হোক আজ নিয়ে এসেছি কতগুলো ফ্রেম। আর ফ্রেমে কিভাবে ছবি বসাতে হয় তা সহযে তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় যারা ফটোশপ জীবনে চালায় নি। তারাও সামান্য চেষ্টায় এই সহজ কাজটি রপ্ত করতে পারবে। বক বক অনেক করেছি এবার সহজ কাজটি ও ফ্রেম গুলো দেখা যাক।

1. ফটোশপে গিয়ে ফ্রেমটি ওপেন করুন।

2. লেয়ারে গিয়ে ফ্রেমটি অর্থাৎ ব্যাকগ্রউন্ড লেয়ারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ডুব্লিকেট লেয়ার (Duplicate Layer) এ ক্লিক করুন।

3. ডুপ্লিকেট লেয়ার (Duplicate Layer) এর এই ডায়ালগ বক্সটি ওকে (OK) করুন।

3. Indicates Layer visibility  অর্থাৎ চোখের মত দেখতে Background এর চোখটি উঠিয়ে দিন। Indicates Layer visibility  এর কাজ হল লেয়ারটিকে অদৃশ্য করে দেয়া।

4. কপি করা লেয়ারটি সিলেক্ট করে টুলবার থেকে ম্যাজিক টুল (কী বোর্ড শর্টকাট “W”) ফ্রেম এর উপর গিয়ে ফ্রেম এর এক যে অংশটি মুছে দিতে চান তার উপর ক্লিক করুন। এবার কী-বোর্ড থেকে Delete চাপুন। লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করুন।

5.এখন আপনি ফ্রেম এর মধ্যে যে ছবিটি বসাতে চান সেটি ওপেন করে  ফ্রেম এর উপর মাউস দিয়ে টেনে ছেড়ে দিন (ড্রাগ করুন)। ব্যা হয়ে গেলো ফ্রমে ছবি বসানো। এবার আপনার পছন্দ মত ফরমাটে সেইভ করুন তবে PSD ফরমাটে সেইভ করে রাখলে শুধু ছবিটা বদল করলেই হলো। অর্থৎ রেডিমেট হয়ে গেলো।

আমার কথা বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করুন। কারণ শত ব্যাস্ততার মাঝেও অনেক দ্রুত টিউন টি লিখেছি। আপনারা প্রশ্ন করলে আমি খুশি হবো।

আমার অফুরন্ত কালেকশন থেকে কয়েকটি ফ্রেম আপনাদের উদ্দেশ্যে দিলাম অনূগ্রহ করে দেখুন-

১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

১১।

১২।

১৩।

১৪।

১৫।

১৬।

১৭।

১৮।

১৯।

২০।

২১।

২২।

২৩।

২৪।

২৫।

২৬।

২৭।

২৮।

২৯।

৩০।

৩১।

৩২।

৩৩।

৩৪।

৩৫।

৩৬।

৩৭।

৩৮।

৩৯।

একটা ঘটনা শুনুন, ২০০৬ইং সালের কথা আমি কিছু দিনের জন্য বেকার হয়ে পড়েছিলাম। হঠাৎ একটা কাজ পাই। কাজটি হলো বিয়ের ভিডিও এডিটিং। এখনও করি কিংবা শিখাই শখের বসে। তবে স্টিল ফ্রেম, ভিডিও ফ্রেম, ভিডিও ফুটেজ, ভিডিও এডিটিং এর সফটওয়্যার ও প্লাগইনস সংগ্রহের নেশা আজো অটুট।

আপনাদের প্রয়োজন হলে নিঃসঙ্কোচে বলবেন। আমার লক্ষাধিক কালেকশন থেকে আপনাদের কিছু দিতে পারলে আমি ধন্য হব। আমি জানি কোনো কিছু দিলে কমে না। তার বড় প্রমাণ আপনাদের দ্বারা আমাকে বরণ করে নেয়া।

বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট গুলো দেখতে এখানে ক্লিক করুন। আমাদের টিটি আছে ১৫ নম্বরে।

আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরনা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

দারুন ফ্রেম । ধন্যবাদ আসিফ ভাই । এই বিষয়ের উপর পরবর্তী পোস্ট তাড়াতাড়ি চাই ।

Shotti Kotha Bolte Ki Via Akta Frame Ow Amar Valo Laglo Na Shob Purono Amoler Lage. Stylish Kisu Frame Ar Ashay Roilam 😉

অবশ্যই নতুন ও স্টাইলিস্ট ফ্রেম দেবো। আপনি ইউলেড ফটোইম্প্যাক্ট দিয়ে বেশ কিছু ফ্রেম পাবেন। তবে আপনি যদি এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। আমার দেয়া ফ্রেম গুলো তাদের কাছেই বেশী পুরোনো মনে হবে যারা আগে প্রফেশনাল ভিডিও এডিটিং ও স্টুডিওতে কাজ করেছেন। ধন্যবাদ মতামত জানানোর জন্য । আমি চাই এরকম করে মন্তব্য করুন @ রকিবুল ভাই ও রাফি ভাই

@মোঃ আসিফ উদ-দৌলাহ্: ashole beparta hoitesi ki vai digital juger pulapain toh ar amr akta khutkhute shovab ase amr shob kisu stylish lage jodio ami nije akjon foolish person toh next tune stylish kisu pabo ai ashay roilam valo thakben 😀

Rafi Tithon, আমার মতে মানুষের একদম ভিতরকার ব্যাপার এর মাপকাঠি ডিজাটাল কিংবা এ্যানাগল বলে কিছু নাই। একটা মানুষের প্রকৃত স্টাইলটা হল তার ভিতরের মানুষটা। যেহেতু আমরা মানুষ রুচির রকমফের তো থাকবেই। তবে সবসময়ই ফিউশন ব্যাপারটা আমার ভাললাগে। আমি আপনার জন্য স্টাইলিস্ট ফ্রেম উপহার দেয়ার ডিজিটাল প্রত্যয় ব্যাক্ত করছি। ভাল থাকবেন @ রাফি ভাই

বেশ কয়েকটি ফ্রেম অসাধারন লাগলো।জানিনা কি করে ফ্রেমে ছবি যুক্ত করতে হয়।যদি পারতাম অনেক ভালো হতো।সুন্দর টিউন।

আমি আসলে সবগুলো পিএসডি কিংবা টিআইএফ ফাইল দিতে পারলে ভাল হতো। প্রবাসী ভাই আমাকে লজ্জ্বা দিয়েন না। আমি কিন্তু আপনার টিউনের একজন ভাল ফ্যান। আমি আপনার কাছে বিনীত ভাবে আশা রাখবো আমার টিউন গুলোর দুর্বল দিক আপনি ধরিয়ে দিন। তাহলে আমার মত এই ক্ষুদ্র গুবরে পোকা একদিন প্রজাপতি হয়ে উড়তে পারবে। অনেক ধন্যবাদ @ প্রবাসী ভাইয়া

প্রজাপতিটির রঙ হবে যে চোখ ধাঁধানো তা শুয়ো পোকাটাকে দেখেই বুঝা যাচ্ছে। আসিফ ভাই শুভ কামনা রইলো আপনার জন্য খুব শীঘ্রই আশা করি টিটির বাগানে আরো একটি নতুন রঙিন প্রজাপতি উড়ে বেড়াবে। তবে আমার একটি বিনিত অনুরোধ যদি পারেন তো আপনার অফুরন্ত স্টিল ফ্রেম, ভিডিও ফ্রেম, ভিডিও ফুটেজ, ভিডিও এডিটিং এর সফটওয়্যার ও প্লাগইনস সংগ্রহশালা টা যদি কষ্ট করে একটু মিডিয়া আগুনে আপলোড করে দিতেন। তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো। আর পারলে প্রবাসী ভাইয়ের দেওয়া এডবি ইলিমেন্টস টি নিয়ে একটি টিউটোরিয়াল চেইন পোস্ট করুন। তা হলে অনেক উপকার হবে। টিউনের ফ্রেমগুলো যদি পিএসডি ফরমেটে আপলোড করে দিতেন তা হলে ভালো ভাবে কাজে লাগাতে পারতাম। টিউনের জন্য ধন্যবাদ।

ভাল লাগলো । কিছু শিখতে পেরেছি । ঘোলাটে ছবি কিভাবে ইস্পস্ট করে একটু জানালে উপকৃত হতাম ।

ধন্যবাদ ভাই ! এই সুন্দর ফ্রেমগুলো উপহার দেবার জন্য ।তবে এগুলির পিএসডি লিংক বা ফাইল দিলে উপকৃত থাকব।

ঠিক বলেচিলেন ভাই। না দেখলে আসলেই মিস করতাম। ধন্যবাদ

Level 2

ভাল লেগেছে।

২-১ টা বাদে বাকি ফ্রেমগুলো ভাল লাগেনি তবে ফ্রেমে কিভাবে ছবি যুক্ত করে তা জানলাম।একটু অদ্ভুত কোন ফ্রেম থাকলে শেয়ার করবেন প্লিজ

খুবই সুন্দর টিউন। কমার্সিয়াল ভিডিও এডিটিং কাজের জন্য একটি টিউন করবেন আশা করি।

কিছু ফ্রেম ভাল লাগল
ভিডিও এডিটিং এর উপর ভাইয়া টিউন করিয়েন। ব্যাপক আগ্রহ শেখার 🙂

Level 0

Bye ami photo editing ar kaj kori apnar kase balo photo frame thakle Doia kore diben
ami opakrito hobo. amar e-mail add: [email protected]

এগুলো আমার ব্যাক্তিগত সংগ্রহ থেকে টিউনে দেয়া। যারা চেয়েছেন তারা পাবেন। আমি আগেও বলেছি এখনও বলছি “আমি আপনাদের দিতে চাই”। তবে যারা আমাকে মেইল করেছেন তারা অবশ্যই পাবেন। তবে আমার জন্য সুবিধা হয় আপনারা যদি মেইলে মেইলিং এড্রেস আমাকে পাঠান তাহলে ডিভিডি পাঠানো সম্ভব। আর পিএসডি ও আমার কালেকশনে অনেক আমি চাচ্ছি যারা ছবির জগতে নতুন তারা নিজে নিজে পিএসডি করে নিক। তাহলে অনেক কিছু নিজের চেষ্টায় শিখতে পারবেন। আর যে কোন প্রকার প্রশ্ন করতে কার্পন্য করবেন না। ধন্যবাদ জানাচ্ছি @ মোহাম্মদ খালিদ হোসাইন ভাই @ফিদা আল হাসান ভাই @ অজিত ভাই @ টেকনোলজি নিউপ পাগল ভাই @ মালেক ভাই @ জনেমান সহ সব্বাইকে

Level 0

thank’s apnar sondor manosikotar jonno..

আমিও আপনার মতো একজন হবিস্ট ভিডিও এডিটর।
যোগাযোগ করলে খুবই খুশী হব।
rrhirok(at)gmail.com

হীরক ভাই!!! মানুষের সাথে মানুষের আসল বন্ধুত্ব হয় কাজে। বংলাদেশের একজন কাঠমিস্ত্রির সাথে ভিনদেশের একজন কাঠমিস্ত্রির ভাল ভাব জমবে কারণ একজন অন্যজনের দুর্বলতা, ভাল দিক + দুঃখ বুঝবে। যতটা তার প্রতিবেশীও বুঝবে না। আপনাকে পেয়ে ভাল লাগছে। অনেক কিছু শেয়ার করা যাবে @ হীরক ভাই । ধন্যবাদ @ ফারুক খান ভাই

বিয়ের এডিটিং করার জন্য যা আছে আমার লাগবে দিবেন?

অবশ্যই দেবো। কি কি প্রয়োজন আমাকে মেইল করে জানাতে পারেন। ব্যকগ্রউন্ড ভিডিও এবং অন্যান্য অনেক প্রয়োজনীয় জিনিষের সাইজ অনেক। @ আব্দুর রব ভাই

লিংক কই